খেলার টুকরো খবর

জোন চ্যাম্পিয়ন বীরভূম
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আয়োজিত অনূর্ধ্ব ১৬ আন্তঃজেলা ক্রিকেটে ইস্ট জোন চ্যাম্পিয়ন হল বীরভুম। ৬ জানুয়ারি থেকে তিনদিন ব্যাপী বহরমপুর স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা হয়। বীরভূম-সহ এই জোনের অন্তর্ভুক্ত অন্য দু’টি জেলা ছিল মুর্শিদাবাদ ও বর্ধমান। বীরভূম বর্ধমানকে ৪২ রানে এবং মুর্শিদাবাদকে ৭২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ১৩ জানুয়ারি থেকে হুগলিতে রাজ্যের ৪টি জোনের চ্যাম্পিয়নদের নিয়ে চূড়ান্ত পর্বের খেলা হবে।

জয়ী সিমলান্দি
জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় অহিভূষণ চট্টোপাধ্যায় উইনার্স এবং সমীরকুমার আইচ রানার্স আন্তঃক্লাব ভলিবল প্রতিযোগিতায় মহকুমা চ্যাম্পিয়ন হল সিমলান্দি সর্বশ্রী জনকল্যাণ সমিতি। রানার্স হয় সাহাপুর বীণাপানি ক্লাব। ৭ জানুয়ারি মহকুমা ক্রীড়া ক্রীড়া সংস্থার মাঠে এই প্রতিযোগিতায় ৮টি ক্লাব যোগ দেয়। সিমলান্দি ২৫-১৫ ও ২৫-২৮ পয়েন্টে সাহাপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

সোনা জিতল জয়
পঞ্চায়েত যুব ক্রীড়া অউর খেল অভিযান (পাইকা) আয়োজিত জাতীয় অ্যাথলেটিক মিটে বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করে সোনা জিতল বীরভূমের বাঁধগোড়া কালীকৃষ্ণ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র জয় সরকার। ৫-৬ জানুয়ারি যুবভারতীতে আয়োজিত ওই প্রতিযোগিতায় ৪×১০০ মিটার রিলে দৌড়ের বাংলা দলের অন্যতম সদস্য ছিল জয়। বোলপুরের তাতার কলোনীর জয় একজন সামান্য রিকশা চালকের ছেলে। প্রতিবন্ধকতাকে কাটিয়ে তার এই সাফল্য, এলাকাবাসী থেকে শুরু করে স্কুলের প্রধান শিক্ষক প্রদীপকুমার রায় সবাইকে গর্বিত করেছে। প্রদীপবাবু বলেন, “অবিচল নিষ্ঠার জন্যই জয় এই সাফল্য পেয়েছে। ভবিষ্যতে ও অনেক এগিয়ে যাবে।” জয় বর্তমানে বোলপুরের সাই স্যাজ সেন্টারে প্রশিক্ষণ নেয়। জয়ের কথায়, “নিজের সাফল্যের চেয়েও জেলার সুনাম রাখতে পেরেছি বলে ভাল লাগছে।”

ইলামবাজারে ক্রিকেট
ইলামবাজারের গোপাল নগর অসীম-নীহাররঞ্জন স্মৃতি সঙ্ঘ আয়োজিত ১৬ দলের নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বোলপুর কদমতলা একাদশ। ৮ জানুয়ারি গোপালনগর মাঠে ওই খেলা হয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত বর্ধমানের শ্যামবাজার একাদশ ১২৫ রান করে। কদমতলা একাদশ ৮ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। ম্যান অফ দ্য ম্যাচ হন কদমতলার শুভ হাজরা। শ্যামবাজারের পিকলু চট্টোপাধ্যায় হন ম্যান অফ দ্য সিরিজ।

সংক্ষেপে
• বাঁকুড়া শহরের মাচানতলার মোড়ে ‘বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সঙ্ঘে’র পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা শুরু হতে চলেছে আগামী ২৩ জানুয়ারি। সংগঠন সমিতির সদস্য সৌরভ বসু জানান, এই প্রতিযোগিতা এ বছর ৩৬ বছরে পড়ল। যে কোন বয়সের পুরুষ ও মহিলারা এই প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন। সংগঠনের ‘স্কুল ডাটা’ এলাকার দফতরে আবেদন পত্র পাওয়া যাচ্ছে।

• বড়জোড়ায় আগামী ২২ জানুয়ারি বাঁকুড়া জেলা রোড রেস অ্যাসোসিয়েশনের ১২তম হাঁটা ও দৌড় প্রতিযোগিতা শুরু হতে চলেছে। সংগঠনের যুগ্ম সম্পাদক মধুসূদন চট্টোপাধ্যায় ও টিঙ্কু মণ্ডল জানান, হাঁটা প্রতিযোগিতায় পুরুষদের বয়স ৬০ বছরের বেশি এবং মহিলাদের ৫০ বছরের বেশি হতে হবে।

• সিন্দরি আঞ্চলিক ক্রীড়া কমিটির উদ্যোগে নকআউট ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল ৭-৮ জানুয়ারি সিন্দরি ফুটবল মাঠে। প্রথম বর্ষের এই প্রতিযোগিতায় ১৬টি দল যোগদিয়েছিল। রবিবার চূড়ান্ত খেলায় মানাড়া বি সি এম কে টি ক্লাব কুদলুং আর সি এস ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো ও বরানগরের বিডিও দেবজিৎ বসু।

সুরথ রাজোয়াড়


• আন্তঃরাজ্য স্কুলে খো-খো প্রতিযোগিতায় বাংলা স্কুল খো-খো দলে প্রতিনিধিত্ব করবে পুরুলিয়ার এক পড়ুয়া। জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সুবীর চট্টোপাধ্যায় জানিয়েছেন, পুরুলিয়া-১ ব্লকের ডুড়কু শ্রী অরবিন্দ বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র সুরথ রাজোয়াড় এ বার বাংলা স্কুল খো-খো দলে সুযোগ পেয়েছে। আগামী ১১-১৫ জানুয়ারি মহারাষ্ট্রের কোলাপুরে প্রতিযোগিতাটি হবে। সেখানে সে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবে।

• ৬ জানুয়ারি বান্দোয়ান স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বান্দোয়ান ব্লক অফিস ময়দানে মহিলা ফুটবল প্রতিযোগিতা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, এলাকায় ফুটবল খেলাকে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন। বাংলা একাদশ ভারত একাদশকে ২-০ গোলে পরাজিত করে।

• চতুর্থ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় (পাইকা) পশ্চিমবঙ্গের ভলিবল দলের অন্যতম সদস্য ছিলেন পুরুলিয়ার জয়পুরের বাসিন্দা শ্রীমতী সরেন। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ২-৭ জানুয়ারি অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ ভলিবলে দ্বিতীয় স্থান লাভ করে। জেলার অন্যতম ক্রীড়া প্রশিক্ষক স্বপন মাঝি জানান, শ্রীমতী সরেনকে সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

• পুরুলিয়া শক্তিসংঘের উদ্যোগে সম্প্রতি জেলাস্তরের যোগাসন প্রতিযোগিতা হয়ে গেল। প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১০ ও অনূর্ধ্ব ১৫ বছরের পুরুষ বিভাগে প্রথম হয়েছে সৌমিক নন্দী ও তনুজ দত্ত। অনূর্ধ্ব ১০ ও অনূধ্বর্র্ ১৫ বছরের মহিলা বিভাগে প্রথম হয়েছে রিক্তা দে ও ঝিলিক নন্দী। প্রতিযোগিতায় যোগকুমার ও যোগকুমারীর খেতাব পেয়েছে তনুজ দত্ত ও শ্রদ্ধা দত্ত।

• রূপসী বাংলা সংঘ আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতা রবিবার শুরু হয়েছে বিষ্ণুপুর শহরের স্টেশনপাড়া এলাকায়। আয়োজক সংঘের সম্পাদক অমল রায় বলেন, “এ বার বাঁকুড়া জেলা ও সংলগ্ন জেলাগুলি থেকে মোট ১৬টি দল যোগ দিয়েছে। প্রতিযোগিতার সূচনা অনুষ্ঠানে বহু ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।”

• কাল বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হবে আন্তঃক্লাব মহিলা ভলিবল প্রতিযোগিতা। যোগ দেবে দু’টি ক্লাব রামপুরহাট আর্লি মর্নিং ও প্রচন্দপুর অন্নপূর্ণা ক্লাব। একই দিনে এই মাঠে সাব জুনিয়ার এবং জুনিয়ার ভলিবলের মহকুমা বালক-বালিকাদের দল গঠনের জন্য বাছাই পর্বের খেলাও হবে। বাছাই করা ১২ জন জেলা দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.