টুকরো খবর
বৃষ্টিতে স্থগিত পুষ্প প্রদর্শনী
গত কয়েক দিনের বৃষ্টিতে ফুলগাছের প্রভূত ক্ষতি হওয়ায় বার্ষিক পুষ্প-প্রদর্শনী স্থগিত রাখার সিধান্ত নিল মেদিনীপুর ফ্লাওয়ার্স গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার, ১২ তারিখ থেকে শহরের নির্মল হৃদয় আশ্রমের মাঠে তিন দিনের এই প্রদর্শনী শুরু হওয়ার কথা ছিল। সংগঠনের পক্ষ থেকে বাসব রায় জানান, বৃষ্টিতে ফুলগাছের প্রচণ্ড ক্ষতি হয়েছে। শহরের পুষ্পপ্রেমী শ্যামল মজুমদার, সুদীপ্ত মাইতিরা এই পুষ্প প্রদর্শনীর সঙ্গে যুক্ত ছিলেন। প্রত্যেকেরই বক্তব্য, ফুলগাছের প্রচুর ক্ষতি হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ৭০ থেকে ৯০ শতাংশ ফুল নষ্ট হয়ে গিয়েছে। খড়্গপুরের জকপুর ও আশপাশের এলাকার প্রতিটি ফুলের বাগানেও ব্যাপক ক্ষতি হয়েছে। এই অবস্থায় আগামী বৃহস্পতিবার থেকে প্রদর্শনী করার মতো পরিস্থিতি আর নেই বলে জানান বাসববাবু। তিনি জানান, প্রদর্শনীতে যাঁরা যোগ দিতেন, তাঁদের সবার মতামত নিয়েই প্রদর্শনী স্থগিত রাখা হয়েছে। প্রসঙ্গত, রজতজয়ন্তী উপলক্ষে এ বার বেশ জাঁকজমক করেই প্রদর্শনী করার পরিকল্পনা ছিল ফ্লাওয়ার্স গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের। কিন্তু কয়েক দিনের অকালবর্ষণ তাতে আক্ষরিক অর্থেই জল ঢেলে দিল।

সদরে পাট্টা বিলি
মেদিনীপুর সদর ব্লক এলাকার ১৩৯ জন গরিব ভূমিহীনকে জমির পাট্টা দেওয়া হল মঙ্গলবার। ব্লক অফিসে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও অয়ন নাথ, বিএলআরও সৌম্য দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি ললিতমোহন বাঁশি প্রমুখ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য এ দিন অবশ্য সম্ভাব্য সব পাট্টা-প্রাপক ব্লক অফিসে আসতে পারেননি। এ দিন পাট্টা দেওয়া জমির পরিমাণ ২০.০৭ একর। ব্লক প্রশাসন সূত্রে খবর, পাট্টা প্রাপকদের নাম আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু, নানা কারণে এত দিন পাট্টা বিলি সম্ভব হচ্ছিল না। এক সময়ে মনে করা হয়েছিল, মুখ্যমন্ত্রী জঙ্গলমহল সফরে এলে তাঁর হাত দিয়েই ১৩৯ জনের হাতে পাট্টা তুলে দেওয়া হবে। কিন্তু, তা হয়নি। শেষমেশ তাই ব্লক অফিসে অনুষ্ঠান করেই গরিব মানুষের হাতে পাট্টা তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। পাট্টা-প্রাপকদের অধিকাংশই ডালকাঠি, চুয়াশোল মৌজার বাসিন্দা।

কলেজে বিক্ষোভ
সেমিস্টারের ফি-বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার মেদিনীপুর ল’ কলেজে বিক্ষোভ দেখালেন ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরা। তাঁদের বক্তব্য, ফি-বৃদ্ধির ফলে ছাত্রছাত্রীরা অসুবিধায় পড়ছেন। অবিলম্বে কলেজ কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ফি-বৃদ্ধির প্রতিবাদ করেছে এসএফআই’ও। তাদেরও অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভাবছেন না।

ধৃত আরও দুই
মাংরুলে গাঁজা এবং জাল নোটের ঠেকে ওসিকে মারধরের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত কৃষ্ণপদ রানা এবং রবীন্দ্রনাথ সাঁতরার কাছ থেকে বেশ কয়েক হাজার জাল টাকাও উদ্ধার হয়েছে। রবিবার রাতে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই এবং ঘাটাল থানার খড়ার থেকে ওই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের সোমবার ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।

তরুণদের উদ্যোগ
স্থানীয় যুবকদের উদ্যোগে মঙ্গলবার শীতবস্ত্র বিতরণ হল মেদিনীপুর শহরের মানিকপুরে। অন্তত একশো দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এই উপলক্ষে সকালে আয়োজন করা হয়েছিল রক্তদান ও রক্তের শ্রেণি-নিণর্র্য় শিবিরের। উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর কীর্তি দে বক্সী, হিমাদ্রি দে প্রমুখ। আগামী দিনেও এমন কর্মসূচি রূপায়ণে তাঁরা উদ্যোগী হবেন বলেও জানান আয়োজকরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.