জামিন চেয়ে রাধেশ্যামের আর্জি এ বার দায়রা কোর্টে |
ঢাকুরিয়ার আমরি হাসপাতালের অন্যতম ডিরেক্টর রাধেশ্যাম অগ্রবালের তরফে মঙ্গলবার ফের জামিনের আবেদন জানানো হল। তবে এ বার আলিপুর জেলা ও দায়রা জজের আদালতে। সেই আবেদন আদালত গ্রহণ করেছে। শুক্রবার ওই আবেদনের শুনানি হবে বলে জানিয়েছে আদালত। রাধেশ্যাম এখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। আগে বেশ কয়েক বার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। রাধেশ্যামের জেল-হেফাজত হলেও আদালতেরই নির্দেশে চিকিৎসার কারণে এসএসকেএমে রাখা হয়েছে তাঁকে। ১৬ জানুয়ারি তাঁকে ফের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করানোর কথা। তার আগেই রাধেশ্যামের জামিনের আবেদনের শুনানি হবে দায়রা আদালতে। রাধেশ্যামের নানা ধরনের শারীরিক সমস্যা এবং তার সুচিকিৎসার জন্য এ দিন আলিপুরে জেলা ও দায়রা জজের আদালতে জামিনের আবেদন করা হয়। এই কারণ দেখিয়েই বার কয়েক মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চেয়েছিলেন রাধেশ্যামের আইনজীবীরা। এ দিনও রাধেশ্যামের আইনজীবীরা আদালতে বলেন, আমরির ওই ডিরেক্টরকে কোনও ভাল হাসপাতালে রেখে চিকিৎসা করানো দরকার। দরকার বিশেষজ্ঞ চিকিৎসকেরও। যা এসএসকেএম হাসপাতালে পাওয়া যাচ্ছে না বলে তাঁদের অভিযোগ। একই সঙ্গে আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে সেখানকার ওই কর্তাকে গ্রেফতারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর কৌঁসুলিরা।
|
মন্ত্রীকে কটূক্তির অভিযোগে ধৃত ১ |
রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ফোনে কটূক্তি করার অভিযোগে মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের বাড়ি সল্টলেকের বি-বি ব্লকে। তিনি পেশায় জ্যোতিষী। খাদ্যমন্ত্রীর বাড়ি ওই এলাকাতেই। ফোনে তাঁকে ক্রমাগত কটূক্তি করা হচ্ছে বলে বিধাননগর (উত্তর) থানায় অভিযোগ করেছিলেন মন্ত্রী।
|
কলকাতা পুরসভার পরে এ বার রাজ্য সরকার বিধাননগর পুরসভাকে ওয়েভার প্রকল্প চালুর সুযোগ দিচ্ছে। মঙ্গলবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম মহাকরণে বলেন, “ওই পুরসভা আমাদের কাছে ওয়েভার প্রকল্প চালুর জন্য আবেদন করেছিল। সরকার সেই অনুমোদন দিচ্ছে। ওই পুরসভার কর আদায়ের ক্ষেত্রে আইনি জটিলতা কেটে গিয়েছে।” তিনি জানান, পুরসভা মনে করছে, যেহেতু আইনি জটিলতার জন্য সাধারণ করদাতারা কর দিতে পারেননি, তাই তাঁদের থেকে জরিমানা নেওয়া উচিত নয়। বিধাননগর পুর-কর্তৃপক্ষ জানান, ১৯৯৫-২০০৫ আর্থিক বছরে আবাসিক ও বাণিজ্যিক ক্ষেত্র নিয়ে ২০ কোটি টাকা বকেয়া। এ দিন রাজ্যের অনুমোদনের ফলে তা আদায়ে ছাড় দিতে পারবে পুরসভা। চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী বলেন, “এই অনুমোদনের ফলে পরিষেবামূলক কাজে গতি আসবে।”
|
ওয়াটগঞ্জ এলাকা থেকে জাল নোট-সহ চার জনকে গ্রেফতার করেছে এসটিএফ। পুলিশ জানায়, ধৃতদের নাম উত্তম মণ্ডল, ডুবু মণ্ডল, মহম্মদ হাসিম এবং শেখ আসাদুল। তাদের কাছে সাড়ে পাঁচ লক্ষ টাকার জাল নোট মিলেছে। সব নোটই হাজার টাকার।
|
রেললাইনে এক ছাত্রীর দেহ মিলল। মঙ্গলবার দুপুরে, দমদম ও বেলঘরিয়ার মাঝে সিসিআর ব্রিজের কাছে। ঋষিকা ঘোষ (১৬) নামে ওই কিশোরী দশম শ্রেণিতে পড়ত। পুলিশ জেনেছে, এ দিন ২টো নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল ঋষিকা। রেলপুলিশের অনুমান, ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
|
আজ, বুধবার থেকে ২০ জানুয়ারি পর্যন্ত রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের পূর্ব দিকের (এজেসি বসু রোডের দিকে) গেট বন্ধ রাখা হবে। মেট্রো কর্তৃপক্ষ জানান, চলমান সিঁড়ির নিয়মিত পরিচর্যার জন্য এই ব্যবস্থা। |