টুকরো খবর
কর্নেল বিজনেস স্কুলের দায়িত্বে এ বার সৌমিত্র
কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের পরবর্তী ডিন হচ্ছেন আইআইটি দিল্লির প্রাক্তনী সৌমিত্র দত্ত। কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডেভিড স্করটান আজ এ কথা জানান। সৌমিত্র বর্তমানে ফ্রান্সের ইনসিড বিজনেস স্কুলের অধ্যাপক। এ বছরের জুলাই মাস থেকে তিনি কর্নেল বিশ্ববিদ্যালয়ের ‘স্যামুয়েল কার্টিস জনসন গ্র্যাজুয়েট স্কুল অফ ম্যানেজমেন্ট’-এর ডিন হিসেবে যোগ দেবেন। ১৯৮৫ সালে দিল্লি আইআইটি থেকে বি টেক পাশ করেন সৌমিত্র। এর পর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং পিএইচ ডি করেন তিনি। ডিন পদে তাঁর নির্বাচনের পরিপ্রেক্ষিতে সৌমিত্র বলেন, “ব্যবসায় মৌলিক চিন্তা আমদানি করার ক্ষেত্রে এই স্কুলের খ্যাতি বিশ্বজোড়া। এখানে কাজ করতে পারাটা আমার পক্ষেও অত্যন্ত সম্মানের।”

ফের ভারতীয় ছাত্রের মৃত্যু ম্যাঞ্চেস্টারে
আট দিন ধরে নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত ছাত্র গুরদীপ হয়েরের (২০) দেহ সোমবার রাতে মেলে ম্যাঞ্চেস্টারের মেডলক নদীতে। আজ তা করা শনাক্ত হয়েছে। ২৬ ডিসেম্বর গ্রেটার ম্যাঞ্চেস্টারে অনুজ বিদভে নামে এক ভারতীয় বংশোদ্ভূত ছাত্র খুন হন দুষ্কৃতীদের গুলিতে। গুরদীপের ক্ষেত্রে তেমন কিছু ঘটেনি বলেই মনে করছে পুলিশ। গুরদীপকে শেষ দেখা গিয়েছিল ২ জানুয়ারি রাতে। একটি ক্লাব থেকে বেরিয়ে ট্যাক্সিতে ওঠেন রাশহোমে যেতে। সওয়া দু’টো নাগাদ মাঝ পথে নেমে যান। ওই ট্যাক্সিচালক এর কারণ জানাতে পারেননি। গুরদীপের ফেরার কথা ছিল দু’দিন পর। তাই দু’দিন পরই পুলিশকে জানান গুরদীপের মা প্রেমজিত কউর। তিনি বলেন, “বাইরে থাকলে ও সব সময় ফোন করত। এ বার না করাতেই অস্বাভাবিক লেগেছিল।” গুরদীপের মৃত্যুর কারণ নিয়ে অন্ধকারে পুলিশও।

ইন্দোনেশিয়ায় সুনামি-সতর্কতা
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা উপকূল। রিখটার স্কেলে তার মাত্রা ৭.৩। প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্রের তরফে তার পরপরই জারি করা হয়েছে সুনামির সতর্কবার্তা। ২০০৪-এর সুনামি-বিধ্বস্ত বান্দা আচে এলাকার ২৬১ মাইল দক্ষিণ-পশ্চিমে মাটির ২৯ কিলোমিটার নীচে এই ভূকম্পের উৎপত্তি বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ। স্থানীয় সময় তখন রাত ২টো ৩৭। ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কে এখনও খবর দিতে পারেনি প্রশাসন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.