প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ‘অসৎ’ এবং ‘সম্মানজ্ঞানহীন’ বলে মন্তব্য করল পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলা ফের শুরু করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই আদেশ পালন না করে গিলানি সংবিধান-বিরোধী ও কোরান-বিরোধী কাজ করেছেন বলে মন্তব্য করে পাঁচ সদস্যের বেঞ্চ। মেমোগেট কেলেঙ্কারি-সহ নানা সমস্যায় জেরবার পাকিস্তান পিপলস পার্টির সরকার। সুপ্রিম কোর্টের এই মন্তব্যে তারা আরও বিপাকে পড়ল বলে মনে করা হচ্ছে। গভীর রাতে এ দিন জারদারি-গিলানি একান্ত বৈঠকও করেছেন।
২০০৯ সালে একটি অর্ডিন্যান্স জারি করে বহু দুর্নীতির মামলা খারিজ করে দিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। তাতে জারদারির বিরুদ্ধে মামলাও খারিজ হয়েছিল। কিন্তু, সেই অর্ডিন্যান্স বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। জারদারির বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে সুইৎজারল্যান্ডের সঙ্গে যোগাযোগ করারও নির্দেশও দেয় বেঞ্চটি। কিন্তু গিলানি সরকার সেই আদেশ পালন করেনি। তাদের দাবি, সংবিধানে প্রেসিডেন্টকে এই ধরনের তদন্ত থেকে ছাড় দেওয়া হয়েছে। বেঞ্চের মতে, গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু হতে পারে। বাতিল হতে পারে পার্লামেন্টে তাঁর সদস্যপদও। বিষয়টি বিবেচনার জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। |