বছর শুরু ব্যাগ উপচে

রিয়ো টিন্টো এনেছে নজরানা।
এই সম্ভারে আছে সোনা, রুপো ও হিরের অলংকার।
পাওয়া যাবে নামী গয়নার দোকানে।
দাম শুরু ৪,৯৯৯ টাকা থেকে।
হোলি ব্যাগস অ্যান্ড অ্যাকসেসরিজ নিয়ে এল পার্টি কালেকশন।
এতে আছে রঙিন ও সুদৃশ্য হ্যান্ডব্যাগ, ওয়ালেট, ক্লাচ,
কসমেটিক পাউচ, মোবাইল কেস, ব্রোকেড নকশার ল্যাপটপ ব্যাগ,
অ্যাপ্লিক করা আইপ্যাড কেস, কার্ড হোল্ডার প্রভৃতি।

কিচেন কুইন আনল আধুনিক প্রযুক্তির কিচেন চিমনি এলিগ্যান্জা।
এই যন্ত্রটি মাত্র ২০০ ওয়াট বিদ্যুৎ খরচ করে। মোটর একটি, শব্দদূষণও কম হয়।
স্কিন কেয়ার সংস্থা ‘তথা’ শীত কালের
জন্য বাজারে নিয়ে এল অরেঞ্জ বডি বাটার।
এতে ত্বক কোমল তো হবেই, স্ট্রেসও কমবে!
ভারতে এল ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-এর
মার্চেন্ডাইজ। কলকাতার প্রথম শো-রুম খুলল ফোরাম-এ।
এখানে এই বিখ্যাত ক্লাবের ভক্তরা জার্সি, অ্যাকসেসরি
ও প্রিয় দলের স্মারক কিনতে পারবেন।
শেফ জয় এনেছেন পিকনিক বাস্কেট। এতে থাকবে স্মোকড চিকেন অ্যান্ড
চিজ স্যান্ডউইচ, বারবিকিউ রোস্টেড চিকেন অ্যান্ড কিডনি বিন র্যাপ প্রভৃতি প্রাতরাশ,
স্যালাড, দুপুরের খাবার, বিকেলের জলখাবার আর ডিজার্ট। তা ছাড়া ওই ঝুড়িতে প্লেট,
বোল, কফি ও জলের গ্লাস, কাঁটা-চামচ, ফ্রুট জুস, জল ইত্যাদি বনভোজনের যাবতীয়
সরঞ্জামও থাকবে। দু’জনের জন্য এই আয়োজনের দাম পড়বে ১,৩৯৯ টাকা।
অরিফ্লেম কসমেটিক্স সংবেদনশীল ত্বকের যত্নের জন্য,
জোজোবা তেল ও ম্যাঙ্গো কার্নেল বাটার সমৃদ্ধ,
নেচার সিক্রেটস রেঞ্জ আনল। এতে আছে শাওয়ার ক্রিম,
৩৭৯ টাকা; সোপ বার, ৭৯ টাকা।

ঘর পরিষ্কার করার জন্য মরফি রিচার্ডস
আনল সুপার ভেপার স্টিম মপ। ম্যানুয়ালি
নিয়ন্ত্রণ করা যাবে। দাম ৪,৯৯৫ টাকা।
বাজারে এল প্যান্টিন টোটাল ড্যামেজ কেয়ার শ্যাম্পু, কন্ডিশনার এবং ট্রিটমেন্ট টাব।
১৮০ মিলিলিটার শ্যাম্পুর দাম ১১৭ টাকা, ১৮০ মিলিলিটার কন্ডিশনারের
দাম ১২৫ টাকা এবং ১৩৫ মিলিলিটার ট্রিটমেন্ট টাবের দাম ১৯৯ টাকা।

ইউরো গ্রুপ আনল নতুন ট্যাবলেট ডিভাইস, তিনটি
ভিন্ন আয়তনে। দাম শুরু ১০,০০০ টাকা থেকে।

হায়ার আনল ফ্রন্ট লোডেড ওয়াশিং মেশিন টিয়ানা।
এই মেশিনে দশ কেজি কাপড় ধোয়া যাবে, ৮ কেজি
কাপড় শুকানো যাবে দাম ৮১,৯৯০ টাকা।

জানলা ও দরজা প্রস্তুতকারক সংস্থা ফেনেস্তা এনেছে
ভিলা উইন্ডোজ — পুরনো আমলের জানলাকে রি-মডেলিং করে ।
হালকা ওক রং, মেহগনি, আখরোট ইত্যাদি রঙে পাওয়া যাবে।
সুইস ঘড়ি সংস্থা ইউলিসি নার্দিন
এনেছে ‘যুবরাজ সিংহ এডিশন’ টাইমপিস।

এপসন ইন্ডিয়া এনেছে ফার্স্ট জেনারেশন সি-থ্রু মাল্টিমিডিয়া গ্লাস।চোখে এই কালো
চশমা পরলেই বড় স্ক্রিনের বিনোদন উপভোগ করা যাবে। আর আপনি কী দেখছেন কেউ
জানতেও পারবে না। এই গ্লাসের বৈশিষ্ট্য হল অ্যানড্রয়েড ২.২ স্ক্রিনের প্ল্যাটফর্ম, অ্যাডোব ফ্ল্যাশ
প্লেয়ার, ওয়াই-ফাই কানেক্টিভিটি, ৩২ জিবি মেমরি স্টোরের ক্ষমতা, থ্রি-ডি ছবি ইত্যাদি।


শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোর বা পাড়ার দোকান।
শহরে আনকোরা প্রডাক্ট চোখে পড়লেই খবর দিন
আমাদের। ছবিসহ।
ঠিকানা:
বাজারে নতুন কী,
উৎসব, সম্পাদকীয় বিভাগ,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা- ৭০০০০১



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.