|
|
|
|
|
|
|
তিনি বলেন |
চিনি-মাখনের দাম যে হারে বাড়ছে, তাতে
পরের বছর কী হবে, ভাবলে গায়ে জ্বর আসে! |
শেখ সানোয়ার |
প্রসঙ্গ কেক-বাজারের হাল |
|
|
|
|
|
|
|
|
আজ জন্মদিন হলে |
|
পুলকরঞ্জন দেব |
|
|
|
শুভ সংখ্যা: ৩, ৪, ৬ ও ৯।
শুভ দিন: সোম, মঙ্গল বৃহস্পতি ও শুক্র।
শুভ রং: গাঢ় নীল, ময়ূরকণ্ঠী নীল, আকাশি নীল,
সোনালি ও হাল্কা সবুজ।
শুভ রত্ন: হিরে, পান্না, মুক্তো ও শ্বেত জারকন। |
স্বাস্থ্য ভালই থাকবে। মহিলারা শারীরিক স্থূলতা বিষয়ে সতর্ক হবেন। গুরুজনের দেহে অস্ত্রোপচার হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে সুনাম বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আর্থিক সাফল্যও পাবেন। একাধিক সদুপায়ে আয় বাড়লেও ব্যয়াধিক্য থাকবে। ব্যবসার ক্ষেত্রে সৌভাগ্যের সূচনা। যৌথ উদ্যোগে নতুন ব্যবসা শুরু করার সুযোগ পেতে পারেন। তবে, ব্যবসার অংশীদার ও কর্মচারী নির্বাচনে সর্বদা সতর্ক থাকা প্রয়োজন। প্রিয়জনের বিয়ের কথাবার্তা পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহে শুভ অনুষ্ঠান ও স্বজন সমাগম। |
|
|
|
সতর্ক থাকুন |
|
বছর শেষের রাতে পার্ক স্ট্রিট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। পার্ক স্ট্রিট সংলগ্ন রাসেল স্ট্রিটে
গাড়ি দক্ষিণ থেকে উত্তর দিকে যাবে। ফ্রি স্কুল স্ট্রিটে গাড়ি রয়েড স্ট্রিট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। মিডলটন স্ট্রিট দিয়ে
গাড়ি পূর্ব থেকে পশ্চিম দিকে যাবে। পার্ক স্ট্রিটের ফুটপাথে ব্যারিকেড দিয়ে পথচারীদের চলাচলও নিয়ন্ত্রণ করা হবে।
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়েদিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
৫০ বছর আগে |
|
|
|
ইডেনে ‘সামাল’ রব |
|
বার বার তিনবার নরি কন্ট্রাক্টর ‘টসে’ জিতলেন। মাঠে ৩৫-৪০ হাজার দর্শকের, বেতারের লক্ষ লক্ষ শ্রোতাদের আনন্দ ধরে না। কিন্তু ৬ রানে তিনি বেকুফ হলেন। চিরবিশ্বস্ত মঞ্জরেকরও ৫০ রানে বোল্ড হলেন। তখন ‘সামাল সামাল’ রব। ৯৫ রান যোগ করে পরিস্থিতি সামলালেন বিজয় মেহরা ও পতৌদির তরুণ নবাব। সাঁঝের ছায়া তখন ইডেন উদ্যানে।
— আনন্দবাজার পত্রিকা, ৩১ ডিসেম্বর ১৯৬১। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|