স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ |
প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোর দ্রুত উন্নয়নের দাবি তুলল বিজেপি। বৃহস্পতিবার বিজেপি’র বেশ কিছু সমর্থক এই দাবি তুলে বাঁকুড়ার বেলিয়াতোড় স্বাস্থ্যকেন্দ্রের মূল দরজার সামনে বিক্ষোভ অবস্থানে বসেন। বিজেপির বাঁকুড়া জেলার সহ সভাপতি জীবন চক্রবর্তী’র অভিযোগ, ‘‘এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উপযুক্ত পরিকাঠামো নেই। চারদিকে ময়লা আবর্জনা পড়ে থাকে। শয্যাসংখ্যাও কম। ডাক্তারও হাতে গোনা কয়েকজন।” তাঁর দাবি, দ্রুত স্বাস্থ্যকেন্দ্রের চারপাশে পাঁচিল তৈরি করতে হবে এবং স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কার করতে হবে। ওই স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ইনচার্জ শুভদীপ বটব্যাল বলেন, ‘‘তাঁদের দাবিগুলি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।” তবে হাসপাতালে যে ডাক্তারের সংখ্যা বাড়ানোর দরকার তা তিনি এককথায় মেনে নিয়েছেন। ওই স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে স্বাস্থ্যকেন্দ্রে বর্তমানে ১ জন স্থায়ী ও ১ জন অস্থায়ী মেডিক্যাল অফিসার রয়েছেন। শুভদীপবাবু বলেন, “এখানে ডাক্তার-সহ নার্সিংস্টাফ ও গ্রুপ ডি স্টাফ বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। চুরির নালিশ। বর্ধমানের কুলটি কারখানায় মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। কর্মরত সিআইএসএফ বুধবার রাতে মালপত্র-সহ ওই ৫ জনকে কারখানার ভিতরে পাকড়াও করে। পরে তাদের কুলটি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হলে জেল হাজত হয়।
|
যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাইপুরে স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতা শিবির হল। বুধবার রাইপুরের একটি ক্লাব প্রাঙ্গনে এলাকার কয়েকশো বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি বিনমূল্যে তাঁদের ওষুধ দেওয়া হয়। মধ্যাহ্নভোজের আয়োজন ছিল। শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, রাইপুরের ব্লক যুব তৃণমূলের আহ্বায়ক সঞ্জয় লাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
|
পরিষেবা চেয়ে সুপারকে ক্ষোভ |
হাসপাতালে সুষ্ঠু পরিকাঠামোর দাবিতে বৃহস্পতিবার সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখাল আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চ। মঞ্চের অভিযোগ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হাসপাতাল পরিদর্শনে আসছেন না। ফলে পরিষেবা ঠিক হচ্ছে না। মঞ্চের সম্পাদক ল্যারি বসু বলেন, “বিপিএল তালিকাভুক্ত রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। প্রসূতি বিভাগে প্রতিদিন প্রায় ১০০ রোগী ভর্তি থাকেন। অথচ মাত্র তিনজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ রয়েছেন।” সুপার সুজয় বিষ্ণু বলেন, “কিছু সমস্যা রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে।”
|
ক্যানসার ছড়াচ্ছে আমেরিকা: চাভেস |
তাঁর মার্কিন বিদ্বেষ নতুন নয়। কিন্তু আমেরিকার বিরুদ্ধে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উগো চাভেসের এ বারের অভিযোগ কিছুটা অন্য রকম। গুরুতরও বটে। লাতিন আমেরিকার বেশ কিছু দেশের বামপন্থী প্রেসিডেন্টরা ক্যানসারে আক্রান্ত। আর সে জন্য আমেরিকাকেই কাঠগড়ায় দাঁড় করলেন চাভেস। বলেছেন, “আমার মনে হয় লাতিন আমেরিকার বামপন্থী নেতাদের মধ্যে ক্যানসার ছড়ানোর গোপন প্রযুক্তি আবিষ্কার করেছে আমেরিকা। শুনতে আশ্চর্য লাগলেও মনে হয় কাউকে না জানিয়ে ওরা এই ধরনের প্রযুক্তি এনেছে।” তবে, চাভেসের দাবি অভিযোগ প্রমাণের উপায় জানা নেই। |