টুকরো খবর
প্রতারণায় ধৃতের জেল হাজত
অন্যের জমির দলিল ব্যাঙ্কে জমা দিয়ে ৯৩ লক্ষ টাকা ঋণ তুলে নিয়ে প্রতারণার অভিযোগে ধৃত ব্যক্তিকে জেল হেফাজতে পাঠাল আদালত। গত বুধবার রাতে পুলিশ সুশান্ত লালা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে আদালতে অভিযোগ জানিয়েছিলেন পবিত্র ঘোষ নামে চম্পাসারির এক বাসিন্দা। আদালতের নির্দেশে পুলিশ তদন্তে নেমে ওই ব্যক্তিকে ধরে। আদালতে পবিত্রবাবু অভিযোগ জানান, ২০০২ সালে ব্যাঙ্ক ঋণের জন্য নানা জায়গায় তিনি ঘোরাঘুরি করছিলেন। সেই সময়ে ধৃত ব্যক্তি তাঁকে ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। তিনি কোনও দিন ব্যাঙ্কে না-গেলে তাঁকে ওই ব্যক্তি ২ লক্ষ টাকা ঋণের ব্যবস্থা করে দেন। পবিত্রবাবু খোঁজ নিতে জানতে পারেন, তাঁর নামে ব্যাঙ্ক আদৌ ঋণ মঞ্জুর করেনি। বরং ধৃতেরা তাঁরে গ্যারান্টার হিসাবে হাজির করে ব্যাঙ্ক থেকে ৯৩ লক্ষ টাকা ঋণ তুলেছে। এর পরে দীর্ঘদিন ঘোরানোর পরেও ধৃত ব্যক্তি জমির দলিল ফেরত না-দেওয়ায় আদালতের দ্বারস্থ হন তিনি। পবিত্রবাবুর আইনজীবী সন্দীপ মণ্ডল বলেন, “আমাদের সন্দেহ, এই প্রতারণার ঘটনায় ব্যাঙ্কের কিছু লোকও জড়িত রয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আর্জি জানানো হয়েছে।” ধৃত ব্যক্তি অবশ্য এদিন দাবি করেন, পবিত্রবাবু তাঁর ব্যবসার অংশীদার ছিলেন। সেই হিসাবেই তিনি দলিল জমা দিয়েছিলেন। ব্যবসা ডুবে যাওয়ায় তাঁকে হেনস্থার জন্য ভুয়ো অভিযোগ করেছেন আদালতে। বিচারক মধুমিতা বসু ধৃত ব্যক্তিকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

বৈঠকের পরে সিদ্ধান্ত
নতুন বছরের শুরুতেই দিল্লিতে জিটিএ (গোর্খাল্যন্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) নিয়ে বৈঠকের পরেই দলের যুব মোর্চার আন্দোলনে সামিল হওয়া নিয়ে সিদ্ধান্ত নেবে গোর্খা জনমুক্তি মোর্চা। বৃহস্পতিবার অসম থেকে ফেরার পথে শিলিগুড়ি শহরে এই কথা জানিয়েছেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। ৯ জানুয়ারি দিল্লিতে জিটিএ নিয়ে পর্যালোচনা বৈঠক হবে। এদিনের ঘোষণার মধ্যে দিয়ে কেন্দ্র- রাজ্যের উপর টানা চাপ বজায় রাখতেই মোর্চা শীর্ষ নেতৃত্ব এই কৌশল নিয়েছে বলে পাহাড়ের রাজনৈতিক মহল মনে করছে। আলাদা রাজ্যের দাবি তুলে আন্দোলনে নামার কথা ঘোষণা করেছে যুব মোর্চা। দলের সাধারণ সম্পাদক বলেন, “দিল্লির বৈঠকে দ্রুত জিটিএ গঠনের দাবি জানানো হবে। আমরাও চাই দ্রুত পাহাড়ের সার্বিক উন্নয়নের কাজ শুরু হোক। অনেকটা দেরি হয়ে যাচ্ছে।” বেহাল রাস্তা, ক্ষোভ। রাস্তার বেহাল পরিস্থিতির জন্য শিলিগুড়ির রাজা রামমোহন রায় রোড, পূর্ব বিবেকানন্দপল্লির বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ। সম্প্রতি সমস্যা সমাধানের দাবিতে পুর কর্তৃপক্ষকে স্মারকলিপি দেন বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, ৩৮ নম্বর ওয়ার্ডে ওই রাস্তাগুলিতে ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে। তাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। তা ছাড়া ওই রাস্তায় একটি বৈদ্যুতিক খুঁটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। দ্রুত সমস্যা মেটাতে দাবি জানানো হয়েছে। পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্যা সমাধানের জন্য তাঁরা উদ্যোগী হবেন।

৯ই বৈঠকের পরে সিদ্ধান্ত
নতুন বছরের শুরুতেই দিল্লিতে জিটিএ (গোর্খাল্যন্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) নিয়ে বৈঠকের পরেই দলের যুব মোর্চার আন্দোলনে সামিল হওয়া নিয়ে সিদ্ধান্ত নেবে গোর্খা জনমুক্তি মোর্চা। বৃহস্পতিবার অসম থেকে ফেরার পথে শিলিগুড়ি শহরে এই কথা জানিয়েছেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। ৯ জানুয়ারি দিল্লিতে জিটিএ নিয়ে পর্যালোচনা বৈঠক হবে। এদিনের ঘোষণার মধ্যে দিয়ে কেন্দ্র এবং রাজ্যের উপর টানা চাপ বজায় রাখতেই মোর্চা শীর্ষ নেতৃত্ব এই কৌশল নিয়েছে বলে পাহাড়ের রাজনৈতিক মহল মনে করছে। উল্লেখ্য, আলাদা রাজ্যের দাবি তুলে আন্দোলনে নামার কথা ঘোষণা করেছে যুব মোর্চা। দলের সাধারণ সম্পাদক বলেন, “দিল্লির বৈঠকে দ্রুত জিটিএ গঠনের দাবি জানানো হবে। আমরাও চাই দ্রুত পাহাড়ের সার্বিক উন্নয়নের কাজ শুরু হোক। অনেকটাই দেরি হয়ে যাচ্ছে।” এর পরেই তাঁর সংযোজন, “পাহাড়ে যুব মোর্চা আন্দোলন করছে। আমাদেরও তারা সামিল হওয়ার আহ্বান করেছে। ওঁদের সংগঠনের সভাপতি আমাদের দলেরও সভাপতি। আমরা আলোচনা করছি। দিল্লির বৈঠকের পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

লুঠ টাকা-গয়না, সাবাড় খাবারও
ফাঁকা বাড়িতে ঢুকে ফ্রিজের খাবার খেয়ে প্রচুর সোনাদানা, বাসনপত্র ও ৩টি সাইকেল নিয়ে পালাল একদল দুষ্কৃতী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহরের ৪ নম্বর ওয়ার্ডের নেতাজি রোড এলাকায়। ওই বাড়ির মালিক সুব্রত ঘোষ আলিপুরদুয়ার জংশন শ্যামাপ্রসাদ বিদ্যামন্দিরের সহকারী প্রধানশিক্ষক। আলিপুরদুয়ার নেতাজি রোডের বাড়ি থেকে তিনি মাথাভাঙায় শ্বশুরবাড়ি যাতায়াত করছিলেন। বুধবার বিকেল পাঁচটা নাগাদ সুব্রতবাবু তাঁর ভাই সত্যব্রতবাবুর বাড়িতে চাবি রেখে মাথাভাঙায় চলে যান। এদিন সকালে তিনি চুরির খবর পান। সুব্রতবাবু বলেন, “রাতে বাড়িতে কেউ ছিল না। সকালে পরিচারিকা কাজ করতে গিয়ে চুরির ঘটনা টের পান। পিছনের পাঁচিল টপকে বাথরুমের ছাদ দিয়ে নির্মীয়মাণ দোতালায় উঠে সামনের দরজার তালা ভেঙে তারা বেশ কয়েক ঘন্টা ধরে লুঠপাঠ চালায়।

শংসাপত্রে ভুল, নালিশ
পুরসভার তরফে দেওয়া জন্মের শংসাপত্রে মেয়ের জায়গায় ছেলে লেখা রয়েছে বলে অভিযোগ উঠেছে। শিলিগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আড়াই বছরের ওই শিশুর পরিবারের তরফে বৃহস্পতিবার মেয়র গঙ্গোত্রী দত্তের কাছে অভিযোগ জানানো হয়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মেয়র। তিনি বলেন, “বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে খতিয়ে দেখতে বলা হয়েছে। ২০০৯ সালের ২৮ অগস্ট ওই শিশুর জন্ম বলে সংশাপত্রে লেখা রয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে যে নার্সিংহোমে শিশুটির জন্ম হয়েছে সেখান থেকে দেওয়া তথ্যে জন্মের তারিখ অন্য লেখা রয়েছে। তা ছাড়া শিশুটি ছেলে বলেই তারা রিপোর্টে উল্লেখ করেছে।”

ভাঙচুরের অভিযোগ
কলেজের অনুষ্ঠানের জন্য চাঁদা চেয়ে এক রেস্টুরেন্টে ভাঙচুরের অভিযোগ উঠেছে একদল ছাত্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে জলপাইগুড়ির মার্চের রোডের একটি রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অভিযোগ, একদল ছাত্র গিয়ে তাঁর কাছে একটি কলেজের অনুষ্ঠানের কথা জানিয়ে ১০ হাজার চাঁদা দাবি করেন। তিনি তা দিতে অস্বীকার করলে তাঁরা একটি টেবিল, জানালার কাঁচ সহ জিনিসপত্র ভাঙচুর করে। পুলিশ যাওয়ার আগেই ছাত্ররা সেখান থেকে বেরিয়ে যায়। জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি মোহন বসু বলেন, “ঘটনাটি শুনেছি। বিস্তারিত খোঁজ নিচ্ছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” জলপাইগুড়ির পুলিশ সুপার সুগত সেন বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”

বাগানে বিক্ষোভ
অবসরপ্রাপ্ত শ্রমিকদের বকেয়া পিএফ ও গ্র্যাচুইটির দাবিতে নকশালবাড়ির বেলগাছি চা বাগানে বিক্ষোভ দেখাল আইএনটিইউসি। সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবসপ্রাপ্ত শ্রমিকেরা বকেয়া পিএফ এবং গ্র্যাচুইটি পাচ্ছেন না। সম্প্রতি চা বাগান কর্তৃপক্ষ ২৬ ডিসেম্বরের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। বছর শেষ হতে চললেও কর্তৃপক্ষ বকেয়া নিয়ে উচ্চবাচ্য না-করায় এদিন তাঁরা বিক্ষোভে নামেন। আইএনটিইউসি নেতা তথা নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ সুনীল ঘোষ বলেন, “বাগান কর্তৃপক্ষ আরও কয়েকদিন সময় চেয়েছেন। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বকেয়া মেটানো না-হলে ঘেরাও আন্দোলনে নামা হবে।” বিক্ষোভ নেতৃত্ব দেন সুীনলবাবু ছাড়া লদিন রায় ও গোবিন্দ সিংহ।

ভস্মীভূত বাড়ি
আগুনে পুড়ে ছাই হল একটি বাড়ি। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। দমকল সূত্রে জানা গিয়েছে, এ দিন আগুন লেগে এলাকার বাসিন্দা গোবিন্দ দত্তের কাঠের বাড়ির ২ টি ঘর সম্পূর্ণ পুড়ে গিয়েছে। সেই সঙ্গে পাশে থাকা অজয় দেবনাথের বাড়ির একটি ঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কী ভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে তারা।

যাত্রাপথ পরিবর্তন
ফালাটাকা ও গুমানি হল্ট স্টেশনের মাঝেরক একটি সেতু মেরামতির জন্য ৩১ ডিসেম্বর বেশ কিছু ট্রেনের যাত্রাপথে পরিবর্তন করল উত্তর পূর্ব সীমান্ত রেল। ওই সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক সুব্রত হাজং জানিয়েছেন, আপ দিল্লি-ব্রহ্মপুত্র মেল ওই দিন মালদহ স্টেশনে পৌঁছবে রাত সাড়ে ৩টেয়। আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস, হাওড়া ডিব্রগড়, নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি জংশন, আলিপুরদুয়ার হয়ে যাবে। বানারহাট-নিউ জলপাইগুড়ি ট্রেনের যাত্রাপথের সময়ের পরিবর্তন করা হবে। কোচবিহার-মালদহ টাউন আপ ও ডাউন ট্রেন ওই দিন মালদহ থেকে এনজেপি পর্যন্ত চলাচল করবে।

স্মারকলিপি পেশ
সারের কালোবাজারি বন্ধে ও আরও পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার হলদিবাড়ি ব্লক কৃষি আধিকারিকদের কাছে স্মারকলিপি দিল হলদিবাড়ি শহর তৃণমূল কংগ্রেস। সভাপতি চন্দন রায়ের অভিযোগ, “সার নিয়ে কালোবাজারি চলছে। কৃষকদের মিনিকিট বিতরণে দলবাজি হচ্ছে।” কৃষি দফতরের কাছে দাবি পূরণের জন্য আবেদন জানানো হয়েছে।

চোলাই মদ নষ্ট
ফালাকাটা থানার পুলিশ ও আবগারি দফতরের কর্মীরা যৌথ অভিযান চালিয়ে এক হাজার লিটার চোলাই মদ নষ্ট করলেন। বৃহস্পতিবার দিনভর ফালাকাটা থানা এলাকার বিভিন্ন গ্রাম চা বাগান সংলগ্ন এলাকায় পুলিশ ও আবগারি দফতর অভিযান চালায়। সরুগাঁও এলাকা থেকে প্রচুর চোলাই উদ্ধার করা হয়।

হল না বৈঠক
মালিক বিদেশে থাকায় ফের ভেস্তে গেল দলমোড় চা বাগান নিয়ে বৈঠক টানা তিন মাস ধরে বন্ধ ডুয়ার্সের বীরপাড়া থানার দলমোড় চা বাগান চালু করা নিয়ে বৃহস্পতিবার ত্রিপাক্ষিক বৈঠক ডাকেন বীরপাড়ার সহকারী শ্রম আধিকারিক। মালিক না আসায় বৈঠক ভেস্তে যায় জানুয়ারির শুরুতে ফের বৈঠক হবে বলে জানানো হয়েছে।

বিপর্যস্ত যোগাযোগ
বুধবার দুপুর থেকে তিস্তা সেতুতে যানজটে ৩১ নম্বর জাতীয় সড়কে যোগাযোগ বিপর্যস্ত। বৃহস্পতিবার দূরপাল্লার বেশির ভাগ বাস ঘুরপথে ওদলাবাড়ি হয়ে যাতায়াত করেছে। জলপাইগুড়ি অনেক বাস গন্তব্যে পৌঁছতে পারেনি। বুধবার দুপুর থেকে তিস্তা সেতুর দু’পারে অন্তত ৫ কিমি জুড়ে যানবাহনের সারি। শিলিগুড়ি থেকে বিকেল সাড়ে ৫টায় বাস ছেড়ে রাত সাড়ে ১০টায় অনেকে ময়নাগুড়ি পৌঁছতে পারেননি। শিলিগুড়ি থেকে ময়নাগুড়ির দূরত্ব ৬২ কিলোমিটার। জলপাইগুড়ি জেলা পরিষদ সভাধিপতি দীপ্তি দত্ত বলেন, “ময়নাগুড়ি থেকে জলপাইগুড়িতে পৌঁছতে ৩-৪ ঘণ্টা সময় লাগছে। সেতু সংস্কারের কাজ যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কথা উচিত ছিল। সেটা হচ্ছে না। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বার বার কথা বলেও লাভ হচ্ছে না।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.