টুকরো খবর
কনস্টেবল ও ওসি-র বিরুদ্ধে শুরু তদন্ত
সহকর্মীর স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগে ধৃত রেলপুলিশের বহরমপুর থানার ওসি এবং তাঁকে মারধরে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হল। বৃহস্পতিবার রেলপুলিশের রানাঘাট থানার ইন্সপেক্টর অভিজিৎ চৌধুরী এবং বহরমপুরের ডেপুটি পুলিশ সুপার ফকির আহমেদ শহরের নিউ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই ওসি বিশ্বজিৎ সাউয়ের সঙ্গে কথা বলেছেন। এ ব্যাপারে অবশ্য তাঁরা কোনও মুখ খুলতে চাননি। শিয়ালদহের রেল পুলিশ সুপার তাপসরঞ্জন ঘোষ বলেন, “ওই দু’জনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আপাতত তাঁদের ‘ক্লোজ’ করা হয়েছে। বহরমপুর জিআরপি থানার দায়িত্ব নিতে বলা হয়েছে ওই থানার সাব ইন্সপেক্টর হারানচন্দ্র পালকে।” তবে ওসি’কে মারধরে অভিযুক্ত ওই কনস্টেবল বিশ্বজিৎ মুখোপাধ্যায়কে এদিন বহরমপুরের সিজেএম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মানিকলাল জানা জামিনে মুক্তি দেন। বুধবার বহরমপুর লাগোয়া কাশিমবাজারের একটি মাঠে পিকনিক করতে গিয়ে ওই ওসি তাঁর ওই সহকর্মীর স্ত্রীকে জোর করে মদ খাওয়াতে যান বলে অভিযোগ। ওই ওসি’র স্ত্রী ওই কনস্টেবলের বিরুদ্ধে তাঁর স্বামীকে মারধর করার পাল্টা অভিযোগ করেছেন। ওই রাতেই পুলিশ দু’জনকেই গ্রেফতার করে। কিন্তু গুরুতর জখম ওই ওসি-কে হাসপাতালে ভর্তি করা হয়। বহরমপুর থানার আইসি মেহায় মেনুল হক বলেন, “ওসি বিশ্বজিৎবাবু বহরমপুর হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ থাকায় তাঁকে এ দিন আদালতে হাজির করানো যায়নি।”

খোঁজ মেলেনি তরুণীর
দশ দিন পরেও খোঁজ মেলেনি পম্পা পাসোয়ানের। গত ১৭ ডিসেম্বর কলকাতার বাসিন্দা পম্পা পরিবারের সঙ্গে মায়াপুরে বেড়াতে আসে। সেখান থেকেই ১৮ তারিখ নিখোঁজ হয়ে যায় প্রতিবন্ধী ওই তরুণী। ওই দিন রাতেই তার বাবা রাজকুমার পাসোয়ান মায়াপুর ফাঁড়িতে একটি নিখোঁজ ডায়েরি করেন। তবে এখনও কোনও হদিশ মেলেনি তার। কলকাতার গিরিস পার্কের বাসিন্দা রাজকুমারবাবু বলেন, “আমরা ১৭ জনের একটি দল মায়াপুরে আসি। ইস্কন মন্দিরে আরতি দেখার সময়ে পম্পা নিখোঁজ হয়ে যায়। ও হিন্দি ছাড়া অন্য কোনও ভাষা বোঝে না। সব জায়গায় ওর খোঁজ করছি।” নদিয়ার পুলিশ সুপার সব্যবসাচীরমণ মিশ্র বলেন, “আমরা গুরুত্ব দিয়ে ব্যাপারটা দেখছি। একটি মামলা দায়ের করে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।”

আলমারি চুরি
আলমারির তালা ভাঙতে না পেরে গোটা আলমারিটাই চুরি করে এনেছিল। তবে শেষ রক্ষা হল না। পুলিশের হাতে ধরা পড়ে গেল নবদ্বীপের দীপঙ্কর ঘোষ। ২৫ ডিসেম্বর রাতে প্রাচীন মায়াপুরের বাসিন্দা ভবতোষ বিশ্বাসের বাড়ি থেকে খোয়া যায় জিনিস পত্র সমেত একটি আলমারি। নবদ্বীপ থানায় অভিযোগও করেন তিনি। তদন্তে নেমে পুলিশ দীপঙ্কর ঘোষকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, জেরায় তিনি চুরির কথা স্বীকার করেছেন। দীপঙ্কর জানালেন, “ এটাই প্রথম চুরি। তালা খুলতে না পেরে আলমারিটাই নিয়ে আসি।” পুলিশ তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেছে।

ধৃত ২ যুবক
চুরি করা জিনিসপত্র সরাতে গিটে পুলিশের হাতে ধরা পড়ে গেল দুই যুবক। ২৭ ডিসেম্বর কানাইনগরের বাসিন্দা মালতি দাসের বাড়ি থেকে টাকা, গয়না-সহ এলসিডি টিভি চুরি হয়। থানায় অভিযোগও করেন মালতিদেবী। পরের দিন বাড়ির পিছনে সন্দেহজনক ভাবে দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখে থানায় খবর দেন তিনি। পুলিশ তাদের আটক করে। বাড়ির পিছনের এলাকা থেকে উদ্ধার হয় টিভি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছোটন হালদার ও পাকু মণ্ডল নামে ওই দুই যুবক এ দিন চোরাই জিনিসপত্র নিতে এসেছিল। তাদের গ্রেফতার করা হয়েছে।

কলেজে অনুষ্ঠান
ভূগোল বিভাগের গবেষনাগার, প্রশাসনিক কার্যালয়, কলা বিভাগের ভবন, অডিটোরিয়াম, আন্তঃক্রীড়া দফতর কেন্দ্রের উদ্বোধন হয় রানাঘাট কলেজে। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে ছিলেন কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়, স্থানীয় তৃণমূল বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় প্রমুখ। রবিরঞ্জনবাবু বলেন, “সাধারণ পড়ুয়াদের একটা বড় অংশের কর্মসংস্থান করাই আমাদের মূল উদ্দেশ্য। অষ্টম পাশ করেছেন যাঁরা তাঁদের জন্যও প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার। ইতিমধ্যেই কালিম্পংয়ে একটি প্রশিক্ষণকেন্দ্র তৈরি করা হয়েছে।”

চোলাই উদ্ধার
আবগারি দফতর ও শান্তিপুর থানার যৌথ অভিযানে তিনটি চোলাইয়ের ঠেক ভেঙে দেওয়া হয় বৃহস্পতিবার দুপুরে। উদ্ধার করা হয়েছে তিন হাজার চারেশা লিটার চোলাই। রানাঘাটের এসডিপিও আবদুল আজহার বলেন, “রাতের অন্ধকারে নদী পেরিয়ে এসে কালনার কয়েক জন ব্যবসায়ী ওই ভাটিগুলো চালাত। ওই এলাকায় পুলিশ পৌঁছনোর আগেই তারা পালিয়ে যেত। এ দিন নৌকায় অভিযান চালানো হয়।” গরু-সহ ধৃত। ৫৫টি গরু-সহ ৪ জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে কল্যাণীর ঈশ্বরীগুপ্ত সেতুর কাছ থেকে তাঁদের ধরে পুলিশ।

জানলা ভেঙে লুঠ
জানলার গ্রিল ভেঙে ঢুকে নগদ টাকা ও সোনার গয়না লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কল্যাণীর ‘এ’ ব্লকে। বাড়ির মালিক গৌর ভাওয়াল জানান, এ দিন তিনি বাড়িতে ছিলেন না। তাঁর বৃদ্ধ বাবা-মা বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার সকালে পড়শিরা জানলার গ্রিল ভাঙার ব্যাপারটি দেখতে পান। বাড়িতে ফিরে তাঁরা দেখেন বাড়ির সব লণ্ডভণ্ড হয়ে রয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কল্যাণীতে চুরি
জানলার গ্রিল ভেঙে ঢুকে নগদ টাকা ও সোনার গয়না লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কল্যাণীর ‘এ’ ব্লকে। বাড়ির মালিক গৌর ভাওয়াল জানান, এ দিন তিনি বাড়িতে ছিলেন না। তাঁর বৃদ্ধ বাবা-মা বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার সকালে পড়শিরা জানলার গ্রিল ভাঙার ব্যাপারটি দেখতে পান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.