টুকরো খবর
কলকাতা দাবা লিগ শুরুর উদ্যোগ
ট্রফি হাতে অঞ্জন।-নিজস্ব চিত্র
মেয়রস কাপের পরে বৃহস্পতিবার থেকে টাউন হল-এ শুরু হল দাবার দলগত রাজ্য চ্যাম্পিয়নশিপ। দু’দিনের এই প্রতিযোগিতায় খেলছে ৩৬টি দল। প্রতিটি দলে চার জন করে দাবাড়ু। খেলছে শুভ্রজিৎ সাহা, অরিন্দম মুখোপাধ্যায়দের নিয়ে ইস্টার্ন রেলও। দিব্যেন্দু বড়ুয়া দাবা অ্যাকাডেমির সৌজন্যে দলগত চ্যাম্পিয়নশিপেরও আয়োজক কলকাতা পুরসভা। এমনিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে দাবা লিগ থাকলেও কলকাতায় সে ভাবে লিগ কিছু শুরু হয়নি। অথচ সূর্যশেখর গঙ্গোপাধ্যায়, সন্দীপন চন্দরা স্পেন, জার্মানির বিভিন্ন ক্লাবের হয়ে সেই সব দেশের লিগে খেলেন বেড়ান। এ বার তাঁদের নিজেদের শহরে লিগ শুরুর চেষ্টা করছেন বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। তাঁর লক্ষ্য পরের বছর থেকে রাজ্য চ্যাম্পিয়নশিপকেই কলকাতা লিগে রূপান্তরিত করা। এমনকি ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো ক্লাবগুলিকে এই লিগে খেলানো। মেয়র কাপ দাবায় বুধবার চ্যাম্পিয়ন হন অঞ্জন মল্লিক। ১০ রাউন্ডে মোট ৯ পয়েন্ট তুলে। শেষ দিন দুটি ম্যাচের একটি জিতে, একটি ড্র করে। দু’নম্বর জায়গার জন্য চার জনের মধ্যে টাই-এর পরে দ্বিতীয় হন শৌভিক চক্রবর্তী। তৃতীয় সহেলি ধর বড়ুয়া। চতুর্থ ও পঞ্চম যথাক্রমে দিলীপ দাস এবং স্বরূপ সরকার। কলকাতা পুরসভা ও দিব্যেন্দু বড়ুয়া দাবা অ্যাকাডেমি আয়োজিত এই টুর্নামেন্টে সেরা অঞ্জনের হাতে কাপ তুলে দেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। টাউন হল-এ বিশিষ্টদের মধ্যে ছিলেন সূর্যশেখর গঙ্গোপাধ্যায়, গৌতম সরকাররা।

একশো কোটিতে বিমা হল সচিনের বাড়ি
স্বপ্নের নতুন বাড়ির জন্য একশো কোটি টাকার বিমা করালেন সচিন তেন্ডুলকর। বিমা কোম্পানির একটি সূত্রের খবর, বান্দ্রার ছ’হাজার স্কোয়ার ফুটের এই পাঁচ তলা বাড়ির জন্য তিনি ওই বিমা করিয়েছেন। যা কিনা ভারতে ব্যাক্তিগত ক্ষেত্রে অন্যতম সর্বোচ্চ অঙ্কের বিমা। এমনকী বিমাটি তাঁকে করাতে হয়েছে পাঁচটি বিমা সংস্থার একটি কনসর্টিয়াম থেকে। যেখানে চারটি সরকারি এবং একটি বেসরকারি বিমা সংস্থা। শোনা যাচ্ছে, পুরো বাড়ির আগুনের ক্ষয়ক্ষতির জন্যই বিমা রয়েছে ৭৫ কোটি টাকার। বাকি ২৫ কোটির বিমা থাকছে আসবাব, ইলেক্ট্রনিক জিনিস, ক্রিকেটীয় সরঞ্জামের মতো জিনিসপত্রের জন্য। এই বিমার জন্য তাঁকে বার্ষিক প্রিমিয়াম গুনতে হবে ৪০ লক্ষ টাকার।

অঁরিকে আর্সেনালে ফেরার প্রস্তাব ওয়েঙ্গারের
ইউরোপের ক্লাব ফুটবলে আবার দেখা যেতে পারে থিয়েরি অঁরিকে। সব ঠিক থাকলে পুরনো ক্লাব আর্সেনালের হয়ে আবার খেলবেন ফ্রান্স এবং আর্সেনালের প্রাক্তন অধিনায়ক। অঁরিকে অন্তত দু’মাসের জন্য মার্কিন মেজর লিগ সকারে তাঁর বর্তমান ক্লাব নিউ ইয়র্ক রেড বুলসের কাছ থেকে ধার নেওয়ার প্রস্তাব দিয়েছেন আর্সেন ওয়েঙ্গার। এখন শুধু অঁরির প্রস্তাব গ্রহণ করার অপেক্ষা। এবং গত ৯ তারিখ আর্সেনালের ১২৫ বছর উপলক্ষে ক্লাবের তরফে এমিরেটস স্টেডিয়ামের সামনে তাঁর মূর্তির উদ্বোধনে অঁরি যে রকম আবেগে কেঁদে ফেলেছিলেন, তার পর তাঁর না বলার সম্ভাবনা বেশ কম বলেই মনে করা হচ্ছে। চৌত্রিশ বছরের ফরাসি তারকা প্রস্তাবে হ্যাঁ বললে আর্সেনালের হয়ে কম করে সাতটা প্রিমিয়ার লিগ ম্যাচ, এফ এ কাপের কয়েকটি ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় এ সি মিলানের বিরুদ্ধে খেলবেন তিনি।

শিবশঙ্করের পাঁচ উইকেট, শিবসাগরের হ্যাটট্রিক
জে সি মুখোপাধ্যায় ট্রফিতে পাঁচ উইকেট নিলেন ইস্টবেঙ্গলের শিবশঙ্কর পাল। ইস্টবেঙ্গল প্রথমে ব্যাট করে কুড়ি ওভার খেলে তোলে ১৬১ রান। যার জবাবে পশ্চিমবঙ্গ পুলিশ তোলে ১০৩-৯। শিবশঙ্করের বোলিং গড় ৪-৩-৮-৫। অন্য ম্যাচে মোহনবাগান ১৬৩ রানে হারিয়ে দেয় ডালহৌসিকে। মাত্র এর রানের জন্য সেঞ্চুরি ফস্কালেন অনুষ্টুপ মজুমদার। তাঁর করা ৯৯ রান এবং সৌরাশিস লাহিড়ির ৭০-এর সুবাদে মোহনবাগান তোলে ২২৬। এর পর শিবসাগর সিংহের হ্যাটট্রিকে ডালহৌসি গুটিয়ে যায় ৬৩ রানে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.