মাঝরাতের পরে রেললাইনে দাঁড়িয়েছিল হাতির পাল। থমকে যায় ট্রেন। বনকর্মীদের তৎপরতায় ঘণ্টাখানেক বাদে হাতির পাল সরানো গেলেও বনে ফেরানো যায়নি। আলো ফুটতেই জাতীয় সড়ক লাগোয়া আগাছার ঝোপে প্রায় দিনভর দাঁড়িয়ে থাকে ২৫-৩০টি হাতি। বৃহস্পতিবার ডুয়ার্সের মরাঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে। বেলা গড়াতেই অবশ্য তারা ধীরে ধীরে জঙ্গলে চলে যায়। বনকর্মীরা জানান, মরাঘাট জঙ্গল থেকে হাতিগুলি রেতির জঙ্গলে যাবার সময় বুধবার রাতে লাইনে উঠে পড়ে। চালক ও বন কর্মীদের তপরতায় হাতি গুলি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। ট্রেন দাড়িয়ে থাকে। সার্চ লাইট ও পটকা ফাটিয়ে তাদের রেল লাইন থেকে নামানো যায়। রেতির জঙ্গলে পাঠানো যায়নি।
|
ফের গ্রামে ঢুকে তাণ্ডব চালাচ্ছে ৭০টি হাতির দল। বুধবার রাতে চন্দ্রকোনা-২ ব্লকের কুঁয়াপুর পঞ্চায়েতের কুঁয়াপুর, গোপসাই, লালসাগর-সহ ৮-১০টি গ্রামে খেতের ফসল খেয়ে-মাড়িয়ে নষ্ট করে তারা। মেদিনীপুরের ডিএফও আশিস সামন্ত জানান, হাতির দলটি আপাতত চন্দ্রকোনার আঁধারনয়ন জঙ্গলে রয়েছে। ক্ষতিপূরণ দেওয়া হবে।
|
৫৫টি গরু-সহ ৪ জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে কল্যাণীর ঈশ্বরীগুপ্ত সেতুর কাছ থেকে তাঁদের ধরে পুলিশ। |