টুকরো খবর
‘সমন্বয়ের অভাবে’ থমকে উন্নয়ন, ক্ষোভ সভাধিপতির
‘সমন্বয়ের অভাবে’ উন্নয়নে সমস্যা হচ্ছে বলে অভিযোগ তুললেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি প্রদীপ সাহা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সমন্বয়ের অভাব হচ্ছে। এর ফলে, উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটছে। শীঘ্রই এ ব্যাপারে সঠিক পদক্ষেপ করুক সরকার।” হুগলি জেলা পরিষদ দীর্ঘ দিন সিপিএমের হাতে। প্রদীপবাবু বলেন, “রাজনৈতিক সংকীর্ণতার কারণে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার বিভিন্ন কাজে বাধা দিচ্ছে।” সভাধিপতি বলেন, “আগের সরকার প্রতি বছর এই বাঁধ দেওয়ার টাকা দিত। কিন্তু বর্তমান সরকার এখনও এই কাজে টাকাই বরাদ্দ করেনি। ফলে, চাষে ক্ষতি হবে। জেলা পরিষদের নিজস্ব তহবিল এবং কেন্দ্রীয় সরকারের টাকায় বেশি দিন কাজকর্ম চালানো যাবে না।”

একশো দিনের কাজে চালু ‘উৎসাহ-ভাতা’
২০০টি জবকার্ডের আবেদন সংগ্রহ করে আনলে উৎসাহ ভাতা হিসেবে এক দিনের মজুরি পাবেন ১০০ দিনের কাজ প্রকল্পের সুপারভাইজরেরা। বুধবার ‘মহাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন’ বা ১০০ দিনের কাজ প্রকল্পের কাজকর্ম সরেজমিনে এসে এমনই ঘোষণা করেছেন হুগলির জেলাশাসক শ্রীপ্রিয়া রঙ্গরাজন। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত আরামবাগ মহকুমার পুড়শুড়া, খানাকুল ১ এবং খানাকুল ২ ব্লক-সহ বিভিন্ন পঞ্চায়েত এলাকার কাজকর্ম খতিয়ে দেখেন তিনি। আরামবাগের সালেপুর ১ পঞ্চায়েতের মানিকপাটের মত যে সব গ্রামে বিধানসভা ভোটের পর কাজ শুরু করা যাচ্ছে না, সেই সব গ্রামে গিয়েও জবকার্ডধারী শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের অসুবিধা জানতে চান তিনি। কথা বলেন পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গেও। গত ১৫ ডিসেম্বর থেকে এক মাস ধরে চলা প্রকল্পটির প্রচারের কাজও তিনি দেখেন কয়েকটি প্রচার-শিবিরে গিয়ে। জেলাশাসক জানিয়েছেন, “১০০ দিনের কাজে গতি আনতে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটানা ২১ দিন কাজ দিতে হবে। ৩ মাসে গড়ে ৩০ দিনের বেশি কাজ হবে। ২০০ জবকার্ড সংগ্রহ করে আনলে ১৩০ টাকা সংশ্লিষ্ট কর্মীদের উৎসাহ ভাতা দেওয়ার ব্যবস্থা হয়েছে।” জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের জেলাগুলির মধ্যে ওই প্রকল্পে কাজ দেওয়ার নিরিখে হুগলি জেলার স্থান ১৫। এই আর্থিক বছরে এখনও অবধি গড়ে মাত্র ১১ দিনের কাজ হয়েছে।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর
মিড ডে মিলের টাকার হিসেব দিতে না পারায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর করলেন বিডিও। ঘটনাটি খানাকুলের রায়বার হাইস্কুলের। খানাকুল ১ বিডিও সুপ্রভাত চট্টোপাধ্যায় জানান, গত জুলাই মাসে প্রদীপ ভট্টাচার্য নামে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আসে। ৬০ হাজার টাকার গড়মিল ধরা পড়ে প্রশাসনিক তদন্তে। এরপর বার চারেক হিসেবপত্র দেখতে চাওয়া হয়েছিল। কিন্তু প্রধান শিক্ষক খরচের কোনও রকম ভাউচার দেখাতে পারেননি। বিডিও বলেন, “মহকুমাশাসকের নির্দেশে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।” মাস চারেক আগে তৃণমূলের তরফে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ তোলা হয়। তাঁকে মারধরের ঘটনাও ঘটেছে। প্রদীপবাবু অবশ্য দাবি করেছেন, “টাকায় কোনও গড়মিল হয়নি। বিডিওকে হিসেবও দিয়েছি। এফআইআর-এর বিষয়টি আমার জানা নেই।”

পথ দুর্ঘটনায় জখম দুই ব্যক্তির মৃত্যু
বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় জখম দু’জনের মৃত্যু হল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে আরামবাগের ইন্দিরা পল্লি থেকে একটি গাড়ি ভাড়া করে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার পরিমল কাননে যাচ্ছিলেন কয়েক জন। দুই শিশু ও দুই মহিলা-সহ গাড়িতে ছিলেন ১০ জন। গড়বেতার কাছে বহড়াশোল সেতুতে ওঠার সময়ে একটি বাসকে পাশ কাটাতে গিয়ে গাড়িটি সেতুর থামে ধাক্কা মেরে প্রায় ৩৫ ফুট নীচে পড়ে যায়। চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান প্রসেনজিৎ দত্ত (৪৪) নামে বর্ধমানের মাধবডিহি থানার বাজেকুমারপুরের এক বাসিন্দা। আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি দু’জনের মধ্যে এক জন মারা গিয়েছেন বৃহস্পতিবার। হাসপাতাল সূত্রের খবর, মৃতের নাম সত্যনারায়ণ তা (৪৭)। তাঁর বাড়ি খানাকুলের বড় গোপীনাথপুরে। দেহ দু’টি ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কলকাতার নার্সিংহোমে চিকিৎসাধীন দিলীপকান্তি কোনার, হেমন্ত সামুই এবং রণজিৎ দত্তের অবস্থা আশঙ্কাজনক।

দুষ্কৃতীদের মারামারি, শ্রীরামপুরে জখম ৩
দু’দল দুষ্কৃতীর মধ্যে মারামারিতে জখম হল তিন জন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরের বঙ্গলক্ষ্মীর কাছে একটি বন্ধ কারখানার সামনে। পুলিশ জানায়, ওই বন্ধ কারখানার ২২ কাঠা জমি নিলাম হয়। সেই জমিতে কয়েকটি ঝুপড়ি রয়েছে। ঝুপড়িবাসীদের হয় অন্যত্র উঠে যেতে, না হলে ১ লক্ষ করে টাকা দিয়ে সেখানেই থাকার শর্ত দেওয়া হয়। কিন্তু শর্ত মানতে চাননি ঝুপড়িবাসীরা। তা নিয়ে দু’দলের চাপানউতোর চলছিল। এ দিন সকাল ৭টা নাগাদ লাঠি, লোহার রড, তলোয়ার নিয়ে দুষ্কৃতীদের মধ্যে মারামারি বাধে। বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় মাঝেমধ্যেই সমাজবিরোধীদের দৌরাত্ম চলে।

ওএনজিসি-র কর্তাকে প্রহারে গ্রেফতার পাঁচ
ব্যান্ডেলের বলাগড় রোডে ওএনজিসি কর্তাকে মারধর এবং তাঁর স্ত্রী-মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। পাঁচ জনই ওই এলাকার বাসিন্দা। বুধবার রাতে তাদের ধরা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অশেষ বিশ্বাস বলেন, “ধৃতেরা অপরাধের কথা কবুল করেছে। জেলা জুড়ে রাতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।” পুলিশ জানায়, ধৃতদের নাম রাজু পাল, সুদীপ্ত পাল, রিন্টু হালদার, বাবাই কুণ্ডু এবং সমর কর্মকার। প্রত্যেকেই পেশায় গাড়িচালক। বৃহস্পতিবার ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হলে তাদের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায়, ঘটনায় জড়িত আরও দুই যুবকের খোঁজ চলছে। এ দিন সকালে এএসপি ওএনজিসির কর্তা সত্যব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে যান। তাঁর স্ত্রী বিদিশাদেবী এবং মেয়ে তানিশার সঙ্গে কথা বলেন তিনি। সত্যব্রতবাবু কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চোখের অবস্থার উন্নতি হয়নি। এ দিন তাঁর হাতেও অস্ত্রোপচার হয়।

বাগনানে ব্যাঙ্ক ডাকাতি
হাওড়ার বাগনানের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থেকে ৩৬ লক্ষ ৪৫ হাজার টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে মিনিট ৪০ ধরে লুঠপাট চালিয়ে দুষ্কৃতীরা বেরনোর সময়ে তারা নিজেরাই ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকারও করে। রাত পর্যন্ত কাউকে ধরা যায়নি। ইউবিআই-এর ওই শাখাটি বাগনান বাসস্ট্যান্ডের কাছে। এ দিন ব্যাঙ্ক খোলার সময় ডেপুটি ম্যানেজার অরুণকুমার ঘোষ যখন কোলাপসিবল গেট ও দরজার তালা খুলে ভিতরে ঢুকছিলেন, তখনই ওই ৪ দুষ্কৃতী তাঁর সঙ্গে ঢুকে ব্যাঙ্কের দরজা বন্ধ করে দেয়। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা পরিকল্পনা করে এসেছিল। তারা ঝাড়খণ্ডের পেশাদার ব্যাঙ্ক-ডাকাত।

৪টি দোকানে চুরি
বুধবার রাতে খানাকুল বাজারে চারটি দোকানে তালা ভেঙে চুরি হয়ে গেল। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা থানায় স্মারকলিপি দেন। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। বনমালি কুণ্ডু নামে এক দোকান মালিক বলেন, “বাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে থানা। পুলিশি টহলের দাবি আগেই জানিয়েছিলাম আমরা। কিন্তু সেই ব্যবস্থা হয়নি।”

গ্রেফতার আরও সাত
সালকিয়ার প্রোমোটার গৌতম রায় খুনে জড়িত থাকার অভিযোগে সাত জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার, টিকিয়াপাড়া স্টেশন এলাকা থেকে। ধৃতদের নাম শাহজাদা খান, তরুণ বন্দ্যোপাধ্যায় ওরফে বাপি, পবন জয়সোয়াল, দেবাশিস সাহা, সঞ্জয় তিওয়ারি, সমীর দে ও রাহুল শাহি। তাদের কাছে একটি ওয়ান শটার ও গুলি মিলেছে। এই ঘটনায় আগেই শেখ সালাউদ্দিন নামে এক দুষ্কৃতী ধরা পড়েছিল। হাওড়া সিটি পুলিশের ডিসি (সদর) সুকেশ জৈন বলেন, “গৌতম খুনের ঘটনায় জড়িত সকলেই গ্রেফতার হয়েছে। খুনে ব্যবহৃত অস্ত্রগুলি কোথায় আছে, তা পুলিশি হেফাজতে ধৃতদের নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানা হবে। পুরো বিষয়টি ওদের দিয়ে অভিনয় করিয়েও দেখা হবে।”

ছাদ থেকে পড়ে মৃত্যু
বুধবার বিকেলে আরামবাগ মজফ্ফরপুরে ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক বধূর। পুলিশ জানায়, মৃতের নাম আসমিনা বেগম (২৬)। তিনি প্রতিবেশীর বাড়ির ছাদে কাপড় শুকোতে দিতে গিয়েছিলেন। পা ফসকে পড়ে যান বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.