শেষ পর্যন্ত সরকারি নির্দেশ মেনে চতুর্থ শ্রেণির ১০০ জন পড়ুয়াকেই পঞ্চম শ্রেণিতে ভর্তি করার নোটিস দিলেন যাদবপুর বিদ্যাপীঠের কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ওই স্কুলের পক্ষ থেকে নোটিস টাঙিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ২ এবং ৩ জানুয়ারি চতুর্থ শ্রেণির ১০০ জনকে পঞ্চম শ্রেণিতে ভর্তি নেওয়া হবে। কলকাতা জেলার স্কুল পরিদর্শকের একটি দল এ দিন ওই স্কুলে গিয়ে বৈঠক করেন। কলকাতা জেলার স্কুল পরিদর্শক (মাধ্যমিক) অলোক জোয়ারদার বলেন, “প্রাথমিকের ছাত্রছাত্রীদের ২ এবং ৩ জানুয়ারি সরাসরি পঞ্চম শ্রেণিতে ভর্তি করা হবে। বাকি আসনে ছাত্র ভর্তির জন্য স্কুল-কর্তৃপক্ষ লটারি করবেন ৯ জানুয়ারি। ওই দিন স্কুলে সরকারি প্রতিনিধিও উপস্থিত থাকবেন।” যাদবপুর বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ মণ্ডল জানান, পঞ্চম শ্রেণিতে মোট আসন ১৮০টি। সরকারের পাঠানো নির্দেশ অনুয়ায়ী প্রাথমিক বিভাগের ১০০ জনকে ভর্তি নেওয়ার পরে বাকি আসনে ভর্তির জন্য লটারি হবে জমা পড়া আবেদনপত্রের ভিত্তিতেই। লটারিতে যাদের নাম উঠবে, সেই সব ছাত্রছাত্রীকে স্কুলে ভর্তি করা হবে ১০ এবং ১১ জানুয়ারি।
|
আর জি কর হাসপাতালের ছ’তলার বারান্দা থেকে নীচে পড়েও রক্ষা পেলেন এক যুবক। পুলিশ জানায়, শুভাশিস নাথ নামে ওই যুবক ২৭ ডিসেম্বর থেকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন। বৃহস্পতিবার দুপুরে শুভাশিসের পরিজনেরা তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। আচমকা তিনি ছ’তলার বারান্দা থেকে ঝাঁপ দেন। চিকিৎসকেরা জানান, শুভাশিসের মাথায় চোট লেগেছে। তাঁর অবস্থা স্থিতিশীল। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ওই যুবক মানসিক অবসাদে ভুগছেন।
|
পথ-দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে, গড়িয়াহাটের কাছে হাজরা রোড এবং আশুতোষ চৌধুরী অ্যাভিনিউয়ের মোড়ে। পুলিশ জানায়, মৃতের নাম তপু দাস (৪২)। |