ভবিষ্যৎ কর্ণধারকে রাজনীতিক মহলের সঙ্গে পরিচিত করানোর কাজটা সুপরিকল্পিত ভাবেই করে চলেছেন টাটা গোষ্ঠীর বর্তমান কর্ণধার রতন টাটা। যার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার তিনি সাইরাস পালোনজি মিস্ত্রির পরিচয় করিয়ে দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। গাঁধীনগরে মোদীর সরকারি বাসভবনেই এই সৌজন্য সাক্ষাৎ হয়, জানিয়েছে সরকারি সূত্র। সেখানে গুজরাতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও পোক্ত করার আগ্রহ প্রকাশ করেন মিস্ত্রি। প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার সঙ্গেও তাঁর পরিচয় করিয়েছেন টাটা। ২০১২ -র ডিসেম্বরে রতন টাটার অবসরের পরে ৮,০০০ কোটি ডলারের টাটা সাম্রাজ্যের দায়িত্ব নেবেন মিস্ত্রি।
|
ঋণে সুদের ন্যূনতম হার (বেস রেট ) ১০ বেসিস পয়েন্ট কমাল ইউনিয়ন ব্যাঙ্ক। নতুন হার ১০ .৬৫ %। রিজার্ভ ব্যাঙ্ক ২০ মাসে ১৩ বার সুদ বাড়ানোয় গৃহঋণ, গাড়িঋণে সুদ বাড়িয়েছিল ব্যাঙ্কগুলি। সর্বশেষ ঋণনীতিতে শীষর্র্ ব্যাঙ্ক সুদ অপরিবর্তিত রাখার পর, ইউনিয়ন ব্যাঙ্কই প্রথম সুদ কমাল। বিশেষজ্ঞদের মতে, এ বার অন্য ব্যাঙ্কও সুদ কমাতে পারে।
|
এ বারও কলকাতায় যান নিয়ন্ত্রণের প্রশিক্ষণ প্রকল্প চালু করল হুন্ডাই। সংস্থার খরচে প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ। এ বার ৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁরা পুলিশের সঙ্গে যৌথ ভাবে শহরে যান নিয়ন্ত্রণ করবেন। সংস্থার ডিরেক্টর (বিপণন ) ডিরেক্টর অরবিন্দ সাক্সেনা বলেন, “এটি সংস্থার সামাজিক দায়িত্ব পালন কর্মসূচির অঙ্গ। ২০০৮ থেকে এ পর্যন্ত ২৪০ জন প্রশিক্ষণ পেয়েছেন।” |