টুকরো খবর
পাক-মার্কিন কাজিয়া মোল্লা ওমরকে নিয়ে
ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর জঙ্গি তালিকা থেকে সরানো হয়েছে তালিবান নেতা মোল্লা ওমরের নাম, দাবি করল একটি দৈনিক। পাকিস্তান থেকে প্রকাশিত এই দৈনিকে খবরটি প্রকাশিত হওয়ার পর মার্কিন নীতির দিকে আঙুল তুলেছে পাকিস্তান। পাক প্রশাসনের অভিযোগ, তালিবানকে মদত দেওয়ার জন্যই মার্কিন সরকারের এই পদক্ষেপ। গত সপ্তাহেই তালিবানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্কিন অফিসাররা। তার পরেই এফবিআইয়ের তালিকা থেকে মোল্লা ওমরের নাম তুলে নেওয়ার ঘটনা বিশেষ ইঙ্গিতবাহী বলে মনে করছে পাকিস্তান। পাকিস্তানের এই অভিযোগের উত্তরে এফবিআইয়ের দাবি, মোল্লা ওমর কখনওই তাঁদের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন না। পুরোটাই রটনা। বরং মার্কিন বিদেশ মন্ত্রকের নিজস্ব একটি তালিকায় নাম রয়েছে ওমরের। এমনকী সেই তালিকায় তাঁর মাথার দাম হিসেবে ১০ লক্ষ ডলার পুরষ্কারের কথাও ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, এফবিআইয়ের তালিকা থেকে মোল্লা ওমরের নাম সরানোর বিষয়টি যে দৈনিক প্রকাশ করেছিল বিতর্কের পর ওয়েবসাইট থেকে প্রতিবেদনটি সরিয়ে নিয়েছে তারা।

বেনজির হত্যা-তদন্ত প্রায় শেষ: গিলানি
বেনজির ভুট্টো হত্যার তদন্ত প্রায় শেষ হয়ে এসেছে বলে জানালেন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। গত কাল বেনজির ভুট্টোর মৃত্যুবার্ষিকীতে ভুট্টো পরিবারের সমাধিক্ষেত্রে যান গিলানি। সেখানেই বলেন, তদন্তের রিপোর্ট প্রকাশ করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে পিপিপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। ২০০৭ সালে ২৭ ডিসেম্বর রাওলপিন্ডিতে আত্মঘাতী বোমায় নিহত হন বেনজির।

রাশিয়ায় নিষিদ্ধ হচ্ছে না ‘গীতা’
‘গীতা’- কে নিষিদ্ধ ঘোষণা করার আবেদন বুধবার খারিজ করে দিল রুশ আদালত। তমস্ক শহরের আদালতের এই সিদ্ধান্তে খুশি নয়াদিল্লি। বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ রুশ আদালতের এই রায়কে স্বাগত জানানোর পাশাপাশি রুশ সরকারকে ধন্যবাদও জানিয়েছেন। সম্প্রতি ‘ভগবদ্ গীতা’কে চরমপন্থী বই হিসেবে নিষিদ্ধ ঘোষণা করার আবেদন জমা পড়ে রুশ আদালতে। এই ঘটনায় ভারত অসন্তুষ্ট হয়। ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভও দেখানো হয়। বুধবার রুশ আদালতের ঘোষিত রায়ে খুশি সব মহল।

ভারতীয় ছাত্র খুনে ধৃত আরও তিন
ভারতীয় ছাত্র অনুজ বিদভের খুনের ঘটনায় আরও তিন জন গ্রেফতার হয়েছে। এই নিয়ে ধরা পড়ল চার জন। ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বব ম্যাকিনলে অনুজের পরিবারকে শোকবার্তা পাঠিয়েছেন। খুনের কারণ এখনও জানা না গেলেও ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চলছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.