মন্দিরের আগাছা সাফ করার সময়ে বোমা ফেটে জখম হলেন এক বৃদ্ধা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের ২০ নম্বর ওয়ার্ডে পশ্চিম বীরনগর এলাকায়। পুলিশ জানায়, জখম বৃদ্ধার নাম সাবেত্রীবালা ঘোষ। ওই এলাকাতেই তাঁর বাড়ি। তিনি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের অবসরপ্রাপ্ত কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানোর পর এদিন সন্ধ্যায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর ডান হাতে চোট লেগেছে। পাশাপাশি, বোমার ধাতব টুকরো তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ঢুকে গিয়েছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এদিন ওই বৃদ্ধা বাড়ি সংলগ্ন একটি সর্বজনীন কালীমন্দিরে পুজো দেওয়ার পর মন্দির চত্বরের ফুলগাছ পরিচর্যা করার জন্য আগাছা পরিস্কারের কাজ করছিলেন। সেই সময় আচমকা বাগানের ভিতরে পর পর দুটি বোমা বিকট শব্দে ফেটে গেলে ওই বৃদ্ধা জখম হন। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি বোমা উদ্ধার করে নিস্ক্রিয় করে।
উত্তর দিনাজপুরের পুলিশ সুপার দীপঙ্কর ভট্টাচার্য বলেন, “কাউকে ধরা যায়নি। কী ভাবে বোমা এল তা খতিয়ে দেখা হচ্ছে। বাসিন্দাদের সঙ্গে কথা বলা হচ্ছে।” এদিন ঘটনার পরে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা বেড়েছে। তারাই মন্দির চত্বরে বোমা রেখে যায়। ওই বৃদ্ধা আগাছা পরিস্কার করার সময়ে বিস্ফোরণ হয়। ২০ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর তপন দাস বলেন, “এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা এই ঘটনায় প্রমাণ হল। পুলিশকে বলা হয়েছে ঘটনার তদন্ত করে দুষ্কৃতীদের খুঁজে বার করা হোক।” |