জেহাদিদের নতুন ঘাঁটি হয়ে উঠতে পারে উত্তর আফ্রিকা। এমনই সম্ভাবনার কথা জানা গিয়েছে ব্রিটিশ গোয়েন্দা দফতর সূত্রে। এক ব্রিটিশ দৈনিকে সম্প্রতি এই খবর প্রকাশিত হয়েছে। গোয়েন্দা অফিসাররা জানিয়েছেন, ইতিমধ্যেই আল কায়দার দুই শীর্ষ নেতা লিবিয়ায় ঢুকে পড়েছে। আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন গত মে মাসে পাকিস্তানের অ্যাবটাবাদে মার্কিন অভিযানে নিহত হন। তার পরেও, ক্রমাগত ড্রোন হানায় আরও বহু আল কায়দা নেতার ম্ৃত্যু হয়েছে। ব্রিটিশ অফিসাররা মনে করেন, ২০১২ সালে শেষ জোরদার আক্রমণ চালিয়ে বাকিদেরও নির্মূল করা যাবে। এই অবস্থায় পাকিস্তান, আফগানিস্তানের পরিবর্তে জঙ্গিদের প্রিয় ডেরা হয়ে উঠছে উত্তর আফ্রিকা। তবে নিরাপত্তার জন্য, না কি আরব বসন্ত উত্তর পরিস্থিতিকে কাজে লাগাতে তারা উত্তর আফ্রিকাকে বেছে নিয়েছে, তা স্পষ্ট নয়। আল কায়দা জঙ্গিদের উপস্থিতি উত্তর আফ্রিকায় বেড়ে যাওয়ায় লিবিয়ার বহিষ্কৃত সেনারা এদের সঙ্গে হাত মেলাতে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করেন ব্রিটিশ বিদেশমন্ত্রী।
|
পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় এবং অভ্যন্তরীণ সমস্যা মেটাতে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিল চিন। জঙ্গি দমন নিয়ে পাক-মার্কিন সম্পর্ক যখন সঙ্কটের মুখে তখন চিনের এমন আশ্বাস খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। চিনের শীর্ষ কূটনীতিক দাই বিঙ্গুও গত সপ্তাহে ইসলামাবাদে গিয়ে পাকিস্তানের রাষ্ট্রনেতাদের সাহায্যের সিদ্ধান্তের কথা জানান। তিনি আশ্বাস দেন, আন্তর্জাতিক পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটলেও তার প্রভাব পড়বে না চিনের সিদ্ধান্তের উপর। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হং লেই বলেছেন, “চিন চায় বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা নিক।”
|
বড়দিনেই শেষ হয়ে গেল আমেরিকার টেক্সাসের এক পরিবারের ৭ সদস্য। পুলিশের সন্দেহ, নিহতদেরই এক জন বাকিদের গুলি করার পর আত্মহত্যা করেছেন। তবে নিহত ৩ মহিলা ও ৪ পুরুষের পরিচয় জানানো হয়নি। এ ভাবে একই পরিবারের তিন প্রজন্ম খুন হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্ট্যামফোর্ডে ভোর রাতের আগুনে পুড়ে মারা গিয়েছেন এক বয়স্ক দম্পতি ও তাঁদের তিন নাতি-নাতনি। দমকল সূত্রের খবর, বাড়ির মালকিন ও চাকর পালালেও আটকে পড়েন তাঁর বাবা-মা ও তিন সন্তান।
|
ভারতীয় ছাত্র খুন
সংবাদসংস্থা • লন্ডন |
অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর গুলিতে ম্যাঞ্চেস্টারে নিহত হলেন ভারতীয় ছাত্র। তাঁর নাম জানা যায়নি। ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ে মাইক্রোইলেকট্রনিক্স বিভাগে পাঠরত ছিলেন ওই ছাত্র। বড়দিন উপলক্ষে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান তিনি। তখনই হঠাৎ দুই দুষ্কৃতী সরাসরি তাঁর মাথায় গুলি চালায়। ভারতে তাঁর বাবা-মাকে বিষয়টি জানানো হয়েছে। |
আত্মঘাতী হামলায় সোমবার প্রাণ হারালেন সাত জন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ। আহত ৩২। এ দিন এক জঙ্গি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে অভ্যন্তরীণ মন্ত্রকে ঢুকে বিস্ফোরণ ঘটায়। ইরাকে এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দু’বার আত্মঘাতী হামলা হল। |