|
|
|
|
|
|
|
নোটিস বোর্ড |
|
|
|
• এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, নয়াদিল্লি এমবিএ-র বিভিন্ন কোর্সে ভর্তির জন্য ফর্ম দিচ্ছে। দু’বছরের পূর্ণ সময়ের কোর্সগুলি হল পিজিডিএম, পিজিডিএম মার্কেটিং, পিজিডিএম ইন্টারন্যাশনাল বিজনেস, পিজিডিএম ব্যাঙ্কিং অ্যান্ড ফিনানশিয়াল সার্ভিসেস। এ ছাড়া এখানে পার্ট টাইমে তিন বছরের এগজিকিউটিভ পিজিডিএম কোর্সও করানো হয়। পিজিডিএম-এর যোগ্যতা: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক। সেই সঙ্গে ক্যাট, ম্যাট বা জ্যাট পরীক্ষায় পাশ করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি, ২০১২। ওয়েবসাইট: www.asiapacific.edu.
• ভারথীদশন ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-এ দু’বছরের পূর্ণ সময়ের এমবিএ কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাচ্ছে। স্পেশালাইজেশন করা যাবে মার্কেটিং, ফিনান্স, সিস্টেমস, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-এ। যোগ্যতা: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক বা স্নাতকোত্তর। ভারথীদশন ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট প্রদেয় তিরুচিরাপল্লির নামে ১৪০০ টাকার ডিমান্ড ড্রাফট পাঠিয়ে ফর্ম ও প্রসপেক্টাস সংগ্রহ করা যাবে। ওয়েবসাইট: www.bim.edu
• ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, রাঁচিতে ফেলো প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট এবং দু’বছরের পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। ফেলোশিপের ক্ষেত্রে স্পেশালাইজেশন করার সুযোগ রয়েছে বিজনেস ইকনমিক্স, ফিনান্স, অর্গানাইজেশনাল বিহেভিয়র অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, অপারেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসিশন সায়েন্সেস, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, পাবলিক পলিসি অ্যান্ড গভর্নান্স, নিউরো ম্যানেজমেন্ট, বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড ইন্ডিয়ান ম্যানেজমেন্ট-এ। যোগ্যতা: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর পাশ। সঙ্গে ক্যাট বা জিম্যাট/ জিআরই/ ইউজিসি-জেআরএফ (রিসার্চ)-এ ভাল স্কোর থাকতে হবে। আর হিউম্যান রিসোর্স-এ স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক হতে হবে। ভর্তি হতে ক্যাট পরীক্ষা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। অনলাইন আবেদন করার শেষ তারিখ ১৬ জানুয়ারি। ওয়েবসাইট: http://www.iimranchi.ac.in/#
• এমআইটি ইনস্টিটিউট অব ডিজাইন-এ ডিজাইনের বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। কোর্সগুলির মধ্যে রয়েছে প্রডাক্ট ডিজাইন, ট্রান্সপোর্টেশন ডিজাইন, ইন্টিরিয়র স্পেস অ্যান্ড ইকুইপমেন্ট ডিজাইন, রিটেল অ্যান্ড এগজিবিশন ডিজাইন, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন ফিল্ম ডিজাইন, ফিল্ম অ্যান্ড ভিডিয়ো ডিজাইন এবং ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন (পিজি)। স্নাতক স্তরের ক্ষেত্রে যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ। আর স্নাতকোত্তর পড়তে হলে প্রার্থীকে স্নাতক হতে হবে যে কোনও বিষয়ে। ভর্তি হতে সর্বভারতীয় ডিজাইন অ্যাপ্টিটিউড পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটি হবে ১ এপ্রিল ২০১২য়। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি। ওয়েবসাইট: www.mitid.edu.in
• ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট টেকনলজি, গাজিয়াবাদ-এ দূরশিক্ষার মাধ্যমে বিভিন্ন ম্যানেজমেন্ট কোর্স করা যাচ্ছে। কোর্সগুলি:
১) দু’বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট। স্পেশালাইজেশন করা যাবে ফিনান্স, মার্কেটিং, সিস্টেমস, অপারেশনস, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল বিজনেস-এ।
২) এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম। বিষয়: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স, মেটিরিয়ালস অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, রিটেল ম্যানেজমেন্ট, এক্সপোর্ট ম্যানেজমেন্ট, সাইবার সিকিয়োরিটি, ট্যাক্সেশন।
৩) এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট (এগজিকিউটিভ) এ ছাড়া সাইবার সিকিয়োরিটিতে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং সাইবার ল এবং সিকিয়োরিটিতে দু’বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম করা যাবে। বিশদ জানতে দেখতে হবে ওয়েবসাইট: www.imtcdl.ac.in |
|
|
|
|
|