নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ফর্মে লেখা নিয়ম মেনে শিলিগুড়ি গার্লস স্কুলে পঞ্চম শ্রেণিতে ছাত্রী ভর্তির লটারি করা হয়নি বলে অভিযোগ তুলেছেন অভিভাবকদের একাংশ। মঙ্গলবার ওই অভিযোগে মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি দেন ওই অভিভাবকেরা। সোমবার তাদের একাংশ স্কুল পরিদর্শককে একই অভিযোগে স্মারকলিপি দেন। এ দিন ফের বেলা ১২ টা নাগাদ অভিভাবকেরা স্কুল পরিদর্শকের দফতরে ভিড় করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি বেগতিক দেখে স্কুল পরিদর্শক এসডিও অফিসে চলে যান। পরে অভিভাবকেরা সেখানে গিয়ে স্কুল পরিদর্শককে আগের দিন পেশ করা স্মারকলিপির প্রতিলিপি দেন মহকুমাশাসককে। নিয়ম মেনে শিলিগুড়ি গার্লস স্কুলের লটারি হয়নি অভিযোগ তুলে তা বাতিলের দাবি করেন তাঁরা। স্কুল পরিদর্শক সঞ্জীব কুমার ঘোষ বলেন, “সরকারি নির্দেশ মেনে স্কুলের ২ কিলোমিটারের মধ্যে থাকা ছাত্রীদের আবেদনগুলি নিয়ে লটারি করার কথা জানানো হয়েছিল। তা নিয়ে আপত্তি ওঠায় পরিস্থিতি বিবেচনা করে সমস্ত আবেদনকারীদের নিয়েই লটারি করা হয়েছে। লটারিতে অংশ নিয়েও যারা সুযোগ পাননি তাদের অভিভাবকেরা এখন প্রশ্ন তুলছেন।”
|
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ির একটি বহুতলে আগুন লাগার ঘটনায় ওই আবাসনে থাকা জুতোর গুদামের এক মালিককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়েছে। বসবাসের আবাসনে অবৈধ ভাবে জুতোর গুদাম তৈরি করা হয়েছে বলে অভিযোগ। ধৃতের নাম রঘুনাথ কুণ্ডু। শনিবার শিলিগুড়ির চার্চ রোডে ওই আবাসন নন্দকিশোর ভবনের ৪ তলায় জুতোর গুদামে আগুন লাগে। আবাসনে অবৈধ ভাবে গুদাম তৈরি করা হয়েছে বলে দমকলের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়। পঠন ব্যাহত। বৈদ্যুতিক লাইনে গোলযোগে ব্যাহত হল কলেজের পড়াশোনা। মঙ্গলবার শিলিগুড়ি কমার্স কলেজে ঘটনাটি ঘটেছে। এ দিন সন্ধ্যা ৭টা নাগাদ কলেজে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়। পরে বিদ্যুৎ বন্টন বিভাগের কর্মীরা গিয়ে রাত সাড়ে ৮ টা নাগাদ লাইন মেরামত করে ঠিক করেন। কলেজের অধ্যক্ষ অসীম মুখোপাধ্যায় বলেন, “বৈদ্যুতিক লাইনে গোলযোগে নির্দিষ্ট সময়ের আগেই কলেজ ছুটি দিতে হয়েছে।”
|
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বেসরকারি লগ্নি সংস্থায় বিনিয়োগ করে কয়েকশো ব্যক্তির প্রতারিত হওয়ার ঘটনা নিয়ে দার্জিলিঙের পুলিশ সুপারের কাছে রিপোর্ট চাইল রাজ্য আইনি পরিষেবা কমিটি। সম্প্রতি মুম্বইভিত্তিক একটি সংস্থায় বিনিয়োগ করে শিলিগুড়ির বহু মানুষ প্রতারিত হন। একই ভাবে বেঙ্গালুরু ভিত্তিক দুটি লগ্নি সংস্থা, মালয়েশিয়া ভিত্তিক একটি সংস্থায় বিনিয়োগ করেও আরও মানুষ প্রতারিত হন বলে অভিযোগ। সম্প্রতি এই ব্যাপারে অভিযোগ পেয়ে রাজ্য আইনি পরিষেবা কমিটির দ্বারস্থ হয় দার্জিলিং জেলা লিগাল এইড ফোরাম। তার পরেই গত ১৫ ডিসেম্বর রাজ্য আইনি পরিষেবা কমিটির তরফে এই ব্যাপারে দার্জিলিঙের পুলিশ সুপারের কাছে চিঠি পাঠিয়ে ওই প্রতারণার ঘটনার তদন্ত করে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। যদিও জেলার পুলিশ সুপার আনন্দ কুমার জানিয়েছেন, এখনও তিনি এই ধরনের কোনও চিঠি পাননি। তবে এমন চিঠি পাঠানো হলে অবশ্যই রাজ্য আইনি পরিষেবা কমিটিকে বিস্তারিত জানানো হবে।
|
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ধানের জমিতে বিএসএফের মহড়া দেখে জমি অধিগ্রহণের আতঙ্ক ছড়াল গ্রামবাসীদের মধ্যে। মঙ্গলবার ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার ১ ব্লকের তপসিখাতায়। মহকুমাশাসক অমল কান্তি রায় জানান, পরোরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকার তপসিখাতায় বিএসএফের মহড়া হবে বলে আমার কাছে কোনও খবর নেই। তবে ওই এলাকায় কী ঘটনা ঘটেছে তা খোঁজ নিয়ে দেখছি। তবে বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকাটি ফাঁকা দেখে তাঁরা রুটিন মহড়া দিচ্ছেলেন।
|
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের বই দোকানের মাধ্যমে বিক্রির দাবি তুলল গ্রেটার শিলিগুড়ি পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার থেকে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন আঞ্চলিক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। সংগঠনের সম্পাদক মধূসুদন সেন জানিয়েছেন, সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদ ঘোষণা করে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সরকারি বই স্কুল থেকেই সরবরাহ করা হবে। ওতে শিলিগুড়ির ৪০০ বই বিক্রেতা সমস্যায় পড়বেন।
|
কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগে এক সংস্থার ম্যানেজিং ডিরেক্টরকে গ্রেফতার করল পুলিশ। সোমবার দুপুরে আলিপুরদুয়ার শহর থেকে ওই ব্যক্তিকে ধরা হয়। ধৃত ব্যক্তির নাম আশিষ রায়। ২০১০ সালে একটি আর্থিক লেনদেন সংক্রান্ত সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন আশিষবাবু। কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ ছিল আশিষবাবুর বিরুদ্ধে।
|
চোলাইয়ের কারবার বন্ধে কোচবিহারের বক্সিরহাট থানার রসিকবিল ও শালবাড়ি এলাকায় অভিযান চালাল আবগারি দফতর। মঙ্গলবার পুলিশ নিয়ে এই অভিযান চালানো হয়। ২০০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়। |