টুকরো খবর
একশো দিনের কাজ এ বার সেচ বিভাগে
পশ্চিমবঙ্গ ১০০ দিন কাজের প্রকল্প রূপায়ণে পিছিয়ে আছে বলে জানিয়েছে কেন্দ্র। এই অবস্থায় ওই প্রকল্পে কাজ দেওয়ার হার বাড়াতে এ বার সেচ দফতরকেও প্রকল্প রূপায়ণ সংস্থা হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার মহাকরণে এ কথা জানান সেচমন্ত্রী মানস ভুঁইয়া। তিনি বলেন, “এ বার ১০০ দিনের কাজের প্রকল্পে খাল কাটা, পুরনো জমিদারি বাঁধ সংস্কার, নদী সংস্কার ও বাঁধ পর্যবেক্ষণ এবং রাস্তা সংস্কারও হবে। বাঁধে গাছ লাগানো এবং বিশেষ ধরনের ঘাস লাগানোর কাজও করানো হবে।” সেচমন্ত্রী এ দিন পঞ্চায়েত ও সেচ দফতরের কর্তা এবং ১১ জন জেলাশাসকের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন। পরে তিনি বলেন, “পঞ্চায়েত দফতর এবং জেলাশাসকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সেচ দফতরকে ১০০ দিন কাজের প্রকল্প রূপায়ণ সংস্থা হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই প্রকল্পে প্রায় ৯২ কোটি ৮৫ লক্ষ টাকার কাজ করানোর জন্য ইতিমধ্যেই প্রস্তাব জমা দিয়েছে সেচ দফতর। তার মধ্যে ৫৫ কোটি ২৫ লক্ষ টাকার প্রকল্পের কাজ শুরু হবে আগামী সপ্তাহেই।” কয়েক দিন আগেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়ে জানান, ১০০ দিন কাজের নিরিখে বাংলা পিছিয়ে আছে অনেকটাই। পশ্চিমবঙ্গ কতটা পিছিয়ে, তা নিয়ে মানসবাবু অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। সেচমন্ত্রী বলেন, “রাজ্য সরকারের অর্থনৈতিক সঙ্কট রয়েছে। তাই ১০০ দিন কাজের প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থকে কাজে লাগিয়ে সেচ দফতর বেশ কিছু কাজ করে নিতে চাইছে।”

বিশ্ববিদ্যালয় বিল আসছে শুক্রবার
অধিবেশনের শেষ দিন, আগামী শুক্রবার বিধানসভায় পেশ হবে বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী সংক্রান্ত বিল। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে মঙ্গলবার সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয় বিলটি নিয়ে শুক্রবার তিন ঘণ্টা আলোচনা হবে। যা চলতি অধিবেশনে অন্যান্য বিলের নিরিখে সর্বাধিক। ওই বিলে বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক নিয়োগ সংক্রান্ত কমিটিতে উপাচার্যকে ‘নিয়োগকর্তা’ না-করে এগ্জিকিউটিভ কাউন্সিলকে দায়িত্ব দেওয়ার সংস্থান ছিল। ‘আপত্তি’ তোলেন রাজ্যপাল এম কে নারায়ণন। অথচ ওই বিলের আগে জারি-হওয়া অর্ডিন্যান্সে উপাচার্যকে নিয়োগ-ক্ষমতা দেওয়া হয়েছিল। রাজ্যপালের যুক্তি, কোনও কারণে এগ্জিকিউটিভ কাউন্সিল দীর্ঘদিন ধরে কাজ করতে না পারলে কি নিয়োগ থমকে থাকবে? উপাচার্যকে নিয়োগকর্তা হিসেবে রাখা হলে কাজ আটকানোর প্রশ্ন থাকে না। রাজ্যপালের এই যুক্তি মেনে নিয়ে প্রয়োজনীয় সংশোধনী আনতে সম্মত হয়েছে সরকার পক্ষ। সেই সংশোধনী-সহ শুক্রবার বিলটি নিয়ে আলোচনা হবে। তবে চলতি অধিবেশনের শেষ দিন, শুক্রবারের মধ্যে জমি বিল সম্ভবত আসছে না বলেই পরিষদীয় সূত্রের খবর। কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে ওই নিয়ে এ দিন কোনও আলোচনা হয়নি।

মার্চে ভুটান যেতে পারেন মুখ্যমন্ত্রী
সমবেদনা জানিয়ে ভুটানরাজের বার্তা মুখ্যমন্ত্রীকে পৌঁছে দেওয়া হয় মঙ্গলবার। নিজস্ব চিত্র
মার্চে তিনি ভুটানে যেতে পারেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃহারা মুখ্যমন্ত্রীকে মঙ্গলবার সমবেদনা জানাতে আসেন ভুটানরাজের বিশেষ দূত লিয়নপো চে দরজি এবং সে দেশের কনসাল জেনারেল ডুসো ওংগদা। মুখ্যমন্ত্রীর প্রয়াত মা গায়ত্রী দেবীর ছবিতে তাঁরা খাদা পরিয়ে সম্মান জানান। রাজার পক্ষ থেকে তাঁরা মুখ্যমন্ত্রীকে ভুটানে যাওয়ার আমন্ত্রণ জানান। মার্চে সে দেশে যাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন বছরের শুরুতে মমতা মন্ত্রিসভার রদবদল করতে পারেন বলে সরকারি সূত্রের খবর। ইতিমধ্যেই তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী সুব্রত বক্সী সাংসদ নির্বাচিত হয়েছেন। আজ, বুধবার সুব্রতবাবু সাংসদ হিসাবে শপথ নেবেন। তাঁর ছেড়ে যাওয়া পূর্ত ও পরিবহণ দফতর মমতা কাকে দেবেন, তা নিয়ে জল্পনা চলছে। মাতৃবিয়োগের পরে আজ, বুধবারই মহাকরণে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। এ দিন অবশ্য বাড়িতেই তিনি জরুরি ফাইল দেখেন। সমবেদনা জানাতে আসেন অনেকে। স্বামী কল্যাণ রায়কে নিয়ে গিয়েছিলেন অপর্ণা সেন। সস্ত্রীক আসেন রঞ্জিত মল্লিক, হরনাথ চক্রবর্তী প্রমুখ।

পুরকর নয় মোবাইল টাওয়ারে
পুরসভার আইন অনুযায়ী মোবাইল সংস্থার কাছ থেকে নির্ধারিত অনুমোদন ফি আদায় করা যাবে। কিন্তু মোবাইল কোম্পানির টাওয়ার থেকে কোনও কর নিতে পারবে না পুরসভা। কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় ও মৃণালকান্তি সংহের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। টাওয়ার বসানোর জন্য চুঁচুড়া পুরসভা একটি মোবাইল সংস্থার কাছে চার লক্ষ টাকা দাবি করেছিল। পুরসভার পক্ষে জানানো হয়েছিল, ওই টাকা জমা না-দিলে টাওয়ার সরিয়ে দেওয়া হবে। মোবাইল সংস্থাটি হাইকোর্টে মামলা করে। সংস্থার তরফে আদালতে বলা হয়, মোবাইল কোম্পানি কেন্দ্রীয় টেলিকম আইন অনুযায়ী কর দেয়। এক কারণে দু’বার কর বা অন্য শুল্কই নেওয়া যায় না। পুরসভার পক্ষ থেকে বলা হয়, পুর বোর্ডের সিদ্ধান্ত অনুসারে ওই কর আদায় করা হচ্ছে। বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় জানান, পুরসভার আইনে অনুমোদন দেওয়ার জন্য যে-ফি নেওয়ার বিধি রয়েছে, তা আদায় করা যাবে। পুরসভা তার অতিরিক্ত টাকা নিয়ে থাকলে সেটা ফেরত দিতে হবে। সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করে পুরসভা। মঙ্গলবার আপিল মামলাটির শুনানির পরে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে।

স্বামী আত্মস্থানন্দ হাসপাতালে
রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ হাসপাতালে ভর্তি হয়েছেন। বেলুড় মঠের তরফে স্বামী বিমলাত্মানন্দ জানান, মূত্রনালির চিকিৎসার জন্য রবিবার বিকেলে স্বামী আত্মস্থানন্দকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কল্যাণ সরকার-সহ পাঁচ জন চিকিৎসক তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন। স্বামী বিমলাত্মানন্দ বলেন, “মূত্রনালির সমস্যার জন্য গত ফেব্রুয়ারিতে ওঁর বাঁ কিডনিতে একটি ‘স্টেন্ট’ লাগানো হয়েছিল। সেটি বদলানো দরকার হয়ে পড়েছে বলেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার ওঁর বাঁ কিডনিতে নতুন ‘স্টেন্ট’ লাগানো হবে।”

বয়কট ছাড়া উপায় ছিল না: বিমান
বিষমদ কাণ্ডে বামফ্রন্টের সর্বদল বৈঠক ‘বয়কট’ করা ছাড়া আর কোনও ‘উপায়’ ছিল না। মঙ্গলবার কৃষ্ণনগরে জেলা সম্মেলনের বৈঠকে এসে এমনই মন্তব্য বামফ্রন্টের চেয়ারম্যান তথা সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসুর। এ দিন কৃষ্ণনগরে তিনি বলেন, “সংগ্রামপুরের ওই ঘটনায় এত লোকের মৃত্যু হল। তামিলনাডুতে এক বার বিষমদে এমনই কাণ্ড হয়েছিল। দেশে বিষমদে মৃত্যুর এটাই দ্বিতীয় বৃহত্তম ঘটনা। অথচ সমস্ত দায় চাপিয়ে দেওয়া হল সিপিএমের উপরে। এ অবস্থায় সর্বদল বৈঠক থেকে বেরিয়ে আসা ছাড়া কিছু করার ছিল না।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.