খেলার টুকরো খবর
দেহসৌষ্ঠব প্রতিযোগিতা
সিউড়ি ব্যায়াম সমিতির পরিচালনায় ১৮ ডিসেম্বর রবীন্দ্রসদনে প্রাক্তন বিধায়ক প্রয়াত নিতাইপদ ঘোষের স্মরণে অনুষ্ঠিত হল ৩৩তম জেলা দেহসৌষ্ঠব প্রতিযোগিতা। ৫৫ থেকে ৭৫ কেজি শরীরের ওজন অনুযায়ী ৫টি বিভাগে ৬টি নির্দিষ্ট ও ১টি ইচ্ছানুযায়ী ভঙ্গিমায় প্রতিযোগিতা হয়। জেলার ৯টি প্রতিষ্ঠানের ৫৭ জন যোগ দিয়েছিলেন। প্রতিটি বিভাগ থেকে ৫ জনকে পুরস্কৃত করা হয়। তাঁদের মধ্যে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছেন লালকুঠি পাড়ার ‘ফিজি ফিট’ সেন্টারের তন্ময় দত্ত। আয়োজক সংস্থার সম্পাদক তাপস সুকুল জানান, পরিকাঠামোর অভাবে মহিলাদের জন্য এখনও অনুশীলনের ব্যবস্থা করা যায়নি। বিধায়ক স্বপনকান্তি ঘোষ আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থ মিললে মহিলাদের অনুশীলনের ব্যবস্থা করা হবে।

আদিবাসী ক্রীড়া
আদিবাসী গাঁওতা ও মাঝি পারগানা বাইসির যৌথ উদ্যোগে ১৯-২০ ডিসেম্বর সিউড়ির আব্দারপুর ময়দানে ফুটবল ও আদিবাসী ক্রীড়া প্রতিযোগিতা। প্রথম দিন ছিল ফুটবল প্রতিযোগিতা। যোগ দিয়েছিল ৮টি ক্লাবের আদিবাসী দল। ফাইনালে রামপুরহাটের তুম্বনী আদিবাসী গাঁওতাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় সিউড়ি ১ ব্লক আদিবাসী গাঁওতা। জয়ী দলের বিজয় মাড্ডি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন বোলপুর আদিবাসী গাঁওতার মঙ্গল মুর্মু। দ্বিতীয় দিন হয়েছে আদিবাসী সমাজে প্রচলিত পাতাসেলাই, তিরন্দাজি-সহ ২৯টি ইভেন্ট।

ইলামবাজারে ক্রিকেট
ইলামবাজারে প্রিমিয়ার লিগ।
ইলামবাজার আলাপি সঙ্ঘ পরিচালিত ৬ দলের ইলামবাজার প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ‘রেবেল রাউজিং’। ১৮ পশুহাট সংলগ্ন মাঠে এই খেলায় প্রথমে ব্যাট করে এম জি রয়্যালস ১০ ওভারে ১১৫ রান করে। রেবেল রাউজিং ৫ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জয়ী দলের তারা চৌহান। ম্যান অফ দ্য সিরিজ ও সেরা ব্যাটসম্যান হিসেবে রুপোর ব্যাট পেয়েছেন ওই দলের স্বরূপ দেবনাথ।

আন্তঃস্কুল ক্রীড়া
বাঁকুড়া জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার ৭৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। ১৩-১৪ ডিসেম্বর ওই প্রতিযোগিতা হয় খাতড়া মহকুমার মশানঝাড় আদিবাসী উচ্চ বিদ্যালয়ে। জেলা পরিষদের সভাধিপতি পার্থপ্রতিম মজুমদার, জেলা শাসক মহম্মদ গুলাম আলি আনসারি প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজক সংস্থার সম্পাদক অরুন ধবল জানান, সারা জেলার ৫৯৬টি উচ্চ বিদ্যালয়ের ২৬০ জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিল। ৬০ ধরনের ইভেন্ট ছিল। সফল প্রতিযোগিদের মধ্যে ২০ জন রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। অন্য দিকে, পুরুলিয়া জেলা আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল মানভূম স্পোটর্স অ্যাসোসিয়েশনের মাঠে। সেখানে ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান দখল করে মানবাজারের গোপালনগর হাইস্কুলের সপ্তম শ্রেণির শৈব্যা মাহাতো। ফেব্রুয়ারি মাসে কিশোর বাহিনীর রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় ২০০ মিটার দৌড়ে সে প্রথম হয়েছিল। আন্তঃস্কুলের রাজ্যস্তরের প্রতিযোগিতা হবে ২৩-২৪ ডিসেম্বর জলপাইগুড়িতে।

নন্দ শিল্ড টুর্নামেন্ট
নন্দপ্রসাদ বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল শিল্ড ফুটবল টুর্নামেন্ট-২০১১ চ্যাম্পিয়ান হল কালীঘাট মিলন সঙ্ঘ। তাঁরা ১-০ গোলে কাস্টমসকে পরাজিত করে। রবিবার বাঁকুড়া স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হয়। জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক দেবপ্রসাদ সেনগুপ্ত বলেন, “ঐতিহ্যবাহী এই খেলায় আটটি দল অংশ নিয়েছিল। দু’টি দলকে পুরস্কৃত করা হয়।” টুর্নামেন্ট শুরু হয়েছিল গত ১১ ডিসেম্বর। অংশগ্রহণকারী বাকি ছয়টি দল হল: কালীঘাট ক্লাব, টাওয়ার জানবাজার অ্যাথলেটিক ক্লাব, বিষ্ণুপুর একাদশ, বাঁকুড়া প্লেয়ার্স কর্নার, নবজীবনপুর এ এস এস এ, মহাবীর ক্লাব। সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের মাইকেল।

চ্যাম্পিয়ন বঙ্গশ্রী ক্লাব
১৬ থেকে ১৮ ডিসেম্বর তিন দিন ব্যাপী মিনি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সোনামুখীর বিন্দুবাসিনী জুবিলি হাইস্কুল মাঠে। সোনামুখী ক্রিকেট অ্যাকাডেমি আয়োজিত এই প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হল মেদিনীপুরের বঙ্গশ্রী ক্লাব। ফাইনালে তারা আট উইকেটে সোনামুখীর শ্যামবাজার স্পোর্টিং ইউনিয়নকে হারিয়েছে। প্রথমে ব্যাট করে শ্যামবাজার স্পোর্টিং ৮ ওভারে ৫৩ রান করেছিল। বঙ্গশ্রী ৪ ওভার ৩ বলে ২ উইকেট খুইয়ে ওই রান টপকে যায়। বঙ্গশ্রী ক্লাবের চিন্টু প্রসাদ ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার এবং রানার্স দলকে ১৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দেন সোনামুখীর পুরপ্রধান কুশল বন্দোপাধ্যায়।

ফুটবলে জয়ী বাগনান
পাত্রসায়র স্পোর্টিং ইউনিয়ন পরিচালিত ‘স্পীড ট্রাস্ট পরিবার চ্যাম্পিয়ন ট্রফি’ নকআউট ফুটবল প্রতিযোগীতার ফাইনালে উঠল হাওড়ার বাগনান খাজুটি ফুটবল অ্যাকাডেমি। বৃহস্পতিবার পাত্রসায়র ফুটবল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে তারা টাইব্রেকারে হুগলির চাঁপাডাঙা একাদশকে হারিয়েছে। প্রতিযোগিতার ফাইনাল খেলাটি হবে বাগনান খাজুটি ফুটবল অ্যাকাডেমির সঙ্গে আরামবাগ স্পোর্টিং ইউনিয়নের।

চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স
অতসী।
রাজ্যস্তরের যোগাসন চ্যাম্পিয়ানশিপে চ্যাম্পিয়ান অব চ্যাম্পিয়ান্স হলেন পুরুলিয়ার স্কুল ছাত্রী অতসী জাগাতি। আসানসোলে ১৬-১৮ ডিসেম্বর এই প্রতিযোগিতা হয়। পুরুলিয়ার শান্তময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অতসী অনুর্দ্ধ ১৫ বিভাগে প্রথম স্থান অধিকার করে। সে মানভূম ক্রীড়া সংস্থার হয়ে রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। আগামী এপ্রিল মাসে সে ওড়িশার কটকে অনুষ্ঠিত জাতীয়স্তরের প্রতিযোগিতায় যোগ দেবে।

• কাশীপুর রঙ্গিলাডি সবুজ সঙ্ঘের পরিচালনায় গত রবিবার থেকে রঙ্গিলাডি কড়াটাঁড় মাঠে শুরু হয়েছে শহিদ ভগত সিং প্রতিযোগিতা। প্রথম দিনের খেলায় কাশীপুর বিপ্লব সঙ্ঘ আহাত্তোড় একাদশকে ১১ রানে হারায়। বাংলা ও ঝাড়খণ্ডের মোট ১৬টি দল এতে যোগ দিয়েছে।

• যুব উৎসব উপলক্ষে পুরুলিয়ার মানভূম ক্রীড়া সংস্থার মাঠে জেলা ভিত্তিক পাইকা ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। ১৬-১৭ ডিসেম্বর খেলার আসর বসেছিল। চিত্তরঞ্জন বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ও গোর্খা ময়দানে অ্যাথলেটিক্স, ভলিবল, কবাডি, খো-খো ইত্যাদি বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরুষদের ১০ কিলোমিটার ও মহিলাদের ৫ কিলোমিটার রোড রেস রাঁচি রোডে হয়। ক্রীড়া ও যুব কল্যান দফচর জানিয়েছে, দুই দিনে মোট ৭৬০ জন প্রতিযোগী যোগ দিয়েছিল।

• সাঁতুড়ি ব্লকের যুব তৃণমূলের উদ্যোগে রবিবার থেকে বালিতোড়া হাইস্কুল মাঠে শুরু হয়েছে ক্রিকেট প্রতিযোগিতা। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান জেলার ১৬টি দল। ১৬ ওভারের খেলা হচ্ছে। প্রথম দিনের খেলায় সাঁতুড়ির মুরুলিয়াকে হারিয়েছে দামোদর ক্রিকেট ক্লাব। ফাইনাল খেলা ১৫ জানুয়ারি।

• ক্যারম অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উদ্যোগে ১৫ থেকে ১৮ ডিসেম্বর আদ্রার নর্থ ইনস্টিটিউটে হয়ে গেল রাজ্য ক্যারম চ্যাম্পিয়নশিপ। ৫০ জন প্রতিযোগী ছিল। পুরুষদের সিঙ্গল বিভাগে জয়ী হয়েছেন শিলিগুড়ির দুর্জয় ঘোষ। রানার্স হয়েছেন বীরভূমের সুভাষ চক্রবর্তী। ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন আদ্রার মহম্মদ ইমরান ও রূপেস। তাঁরা বীরভূমের সুভাষ চক্রবর্তী ও গৌতম মিত্র জুটিকে হারান।

বিষ্ণুপুরে স্টুডেন্ট হেলথ হোমের খো খো প্রতিযোগিতা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.