সাফ কাপ ফাইনালে বড় চোট পেলেও চলতি বছরটা ভাল ভাবেই শেষ করছেন সুনীল ছেত্রী। এআইআইএফের বিচারে ২০১১-এর সেরা ফুটবলার। ২০০৭-এর পর দ্বিতীয় বার বর্ষসেরা। এ বছরই অর্জুন পুরস্কারও পেয়েছেন। সুনীলের চোট নিয়ে তাঁর ক্লাব মোহনবাগানের সঙ্গে ফেডারেশনের বিতর্কের মধ্যেই এই ঘোষণা। বর্ষসেরা বাছার প্রধান মাপকাঠি ছিল আন্তর্জাতিক ম্যাচে পারফরম্যান্স। এ ছাড়া নজর ছিল মাঠের ভিতরে ও বাইরের আচরণে। প্রাথমিক মনোনীত তালিকায় ছিলেন পাঁচ জন। তাঁদের মধ্যে থেকে সুনীলকে বাছার কাজটি করেন আই লিগের চোদ্দো দলের কোচেরা। এ বছর ভারতের জার্সি গায়ে ১৭টি আন্তর্জাতিক ম্যাচে ১৩টি গোল করেছেন। যার মধ্যে আছে গত জানুয়ারিতে এশিয়ান কাপে বাহরিন এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গোল। এএফসি চ্যালেঞ্জ কাপে চিনা তাইপের গোলেও বল ঢুকিয়েছেন। আর সদ্য শেষ হওয়া সাফ কাপের সেরা ফুটবলারও তিনি। বর্ষসেরা হয়ে উচ্ছ্বসিত সবুজ-মেরুন স্ট্রাইকার বললেন, “বছরটা ভাল শুরু হয়েছিল। শেষটাও দারুণ হল। এই পুরস্কারই প্রমাণ করে আমি প্রতি দিন উন্নতি করছি।” বাঁ পায়ের প্লাস্টার নিয়ে আগামী এক মাস মাঠের বাইরে থাকা সুনীলের কাছে বর্ষসেরার ট্রফিই ক্রিসমাস উপহার। নতুন বছরের ৫ জানুয়ারি তাঁর প্লাস্টার কাটার পর আরও অন্তত দু’সপ্তাহ লাগবে রিহ্যাবে। দিল্লির বায়ার্ন মিউনিখ ম্যাচে তাঁকে ভারতীয় জার্সিতে খেলতে দেখা যাবে না। যা নিয়ে তাঁর মন্তব্য, “মনে হচ্ছে এখনই আবার মাঠে নেমে পড়ি। কিন্তু আমি অসহায়!”
|
মেয়র কাপ দাবার দ্বিতীয় আসর কলকাতার টাউন হল-এ বসছে ২৪ থেকে ৩০ ডিসেম্বর। পুরসভা মূল উদ্যোক্তা হলেও সমস্ত কর্মকাণ্ড সামলাবে দিবেন্দু বড়ুয়া চেস অ্যাকাডেমি। এই রেটেড টুর্নামেন্টে খেলতে পারে তিনশোর মতো প্রতিযোগী। গত বছর থেকে পুরসভা মেয়র কাপ দাবা শুরু করেছে। প্রথমবারেও প্রতিযোগীর সংখ্যা ছিল তিনশোর মতো। ২৪ ডিসেম্বর উদ্বোধন করবেন মেরি আন গোমস। মূল প্রতিযোগিতা শেষ হবে ২৮ ডিসেম্বর। বাকি দু’দিন চলবে বেঙ্গল লিগ। লিগে দাবাড়ুরা দলগত ভাবে অংশ নেবেন। প্রতি বছরই বেঙ্গল লিগ করার ইচ্ছে আছে বলে জানিয়েছেন দিব্যেন্দু বড়ুয়া। মূল প্রতিযোগিতার পুরস্কার মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং বেঙ্গল লিগের পুরস্কার বাবদ ৫০ হাজার টাকা পুরসভাই দেবে।
|
গ্রেগ চ্যাপেকে গত কাল সৌরভ গঙ্গোপাধ্যায় উন্মাদ বলে দেওয়ার পর আজ প্রাক্তন ভারত অধিনায়কের গুরু গ্রেগকে নিয়ে বক্তব্যকে সমর্থন করলেন আশিস নেহরা এবং মুরলী কার্তিক। এখানে এক অনুষ্ঠানে এসে কথা প্রসঙ্গে নেহরা বললেন “যদিও মাত্র দুটো সিরিজ আমি গ্রেগ চ্যাপেলের কোচিংয়ে খেলেছি। যদিও আমাকে গ্রেগের রক্তচক্ষুর মুখোমুখি হতে হয়নি ওই দুটো সিরিজে। তবু যারা টানা বারো-চোদ্দো বছর ভারতের হয়ে ক্রিকেট খেলেছে, তারা যখন এক জন বিশেষ কোচের (গ্রেগের) বিরুদ্ধে বলছে, তখন সেটাকে না মানার কোনও কারণ দেখি না। অযথা একজন কোচের বিরুদ্ধাচরণ করবে কেন?” নেহরার পাশে দাঁড়িয়ে থাকা মুরলীও প্রায় একই কথা বললেন।
|
আন্তঃজেলা সাব-জুনিয়র ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উত্তর চব্বিশ পরগণা ৬-০ হারাল হাওড়াকে। সারা বাংলা কেন্দ্রীয় শারীরশিক্ষা শিবির করছে অল বেঙ্গল চিলড্রেনস ফেডারেশন। ২৫ থেকে ৩১ ডিসেম্বর বারুইপুর মাদারাটের পপুলার অ্যাকাডেমিতে। শিবিরে অংশ নেবে ৮০০ জন। |