টুকরো খবর |
নাবালিকা অপহরণ-কাণ্ডে গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
নাবালিকা অপহরণ-কাণ্ডে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে হুগলি জেলার হরিপাল থেকে পুলিশ তাঁদের গ্রেফতার করে। ধৃতেরা হলেন শেখ পাপু ও কালিপদ রায়। নাবালিকা অপহরণে মূল অভিযুক্ত নির্মল চক্রবর্তীর সম্পর্কে জামাইবাবু হন কালিপদবাবু। আর শেখ পাপুর গাড়িতে চাপিয়েই ওই নাবালিকাকে হরিপালে নিয়ে যাওয়া হয়েছিল বলে পুলিশের দাবি। গত শনিবার দাসপুরের সোনাখালি গ্রামের মামাবাড়ি থেকে চন্দ্রকোনার ধরমপুরে বাড়ি যাওয়ার সময় ক্ষীরপাই থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়। অভিযোগ, ক্ষীরপাই শহরের হালদারদিঘির মোড়ে বাস থেকে নামিয়ে ওই নাবালিকাকে নিয়ে যান চন্দ্রকোনা শহরের গোপসায়ের বাসিন্দা নির্মল চক্রবর্তী। হুগলির হরিপালে এক আত্মীয়ের বাড়িতে দু’জনে ওঠেন। সোমবার সন্ধ্যায় হরিপালে স্থানীয় একটি মন্দিরে তাঁদের বিয়েও হয়। পুলিশের দাবি, বিয়ের সময় মেয়েটি বাধা দিলে এলাকার মানুষ জড়ো হন। খবর দেওয়া হয় হরিপাল ও চন্দ্রকোনা থানায়। কিন্তু ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই ওই যুবক মেয়েটিকে নিয়ে চম্পট দেয়। তাঁদের এখনও খোঁজ মেলেনি। গাড়ির চালক শেখ পাপু এবং কালিপদ রায়কে পুলিশ গ্রেফতার করেছে। |
সম্মেলন কলেজ শিক্ষকদের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ষোড়শ দ্বি-বার্ষিক সম্মেলন হল মেদিনীপুর শহরের বিএড কলেজে। দু’দিনের ওই সম্মেলন শুরু হয়েছিল সোমবার। তবে এ বার নতুন কোনও কমিটি গঠন হয়নি। ওয়েবকুটার পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন বিমলকৃষ্ণ দাসই। সম্মেলনে উচ্চ-শিক্ষা সম্বন্ধে রাজ্য সরকারের অর্ডিন্যান্স প্রসঙ্গেও আলোচনা হয়। বক্তব্য রাখেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য স্বপন প্রামাণিক, তরুণ নস্কর প্রমুখ। সম্মেলন ও সভায় উপস্থিত ছিলেন ওয়েবকুটার রাজ্য সম্পাদক তথা সর্বভারতীয় সভাপতি তরুণ পাত্র, পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্য ও বিএড কলেজের অধ্যক্ষ জ্যোতির্ময় নন্দী। |
নতুন কমিটি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিম মেদিনীপুর জেলা প্রাণিসম্পদ দফতরে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের (ইউনিফায়েড) ইউনিটের সাধারণ সভা হল মঙ্গলবার। মেদিনীপুর শহরের ফেডারেশন হলে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের রাজ্য-কমিটির মুখ্য উপদেষ্টা অপূর্ব কাঞ্জিলাল, সভাপতি তপন গরাই, সাধারণ সম্পাদক দীপকচন্দ্র দাস প্রমুখ। এ দিন নতুন-কমিটিও গঠিত হয়। সভাপতি ও সম্পাদক হয়েছেন যথাক্রমে মানিক অধিকারী ও বিমলকুমার চন্দ। |
সম্মানিত খড়্গপুরের আবৃত্তিকার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রাচীন কলাকেন্দ্র আয়োজিত আবৃত্তির স্নাতকোত্তর পরীক্ষায় পূর্বাঞ্চলে প্রথম হয়েছেন খড়্গপুরের বাসিন্দা প্রসেনজিৎ দে। সম্প্রতি সাত রাজ্যের আবৃত্তিকারদের নিয়ে এই পরীক্ষা হয়। কলকাতার উত্তম মঞ্চে প্রসেনজিতের হাতে স্বর্ণপদক তুলে দেন বিশিষ্ট তবলাবাদক অনিন্দ্য চট্ট্যোপাধ্যায়। প্রসঙ্গত, প্রসেনজিৎ স্নাতক-স্তরের পরীক্ষাতেও প্রথম হয়েছিলেন। পেশায় শিক্ষক প্রসেনজিৎ সাহিত্যচর্চাও করেন। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাঁর কাব্যগ্রন্থও। |
|