টুকরো খবর
পলিব্যাগ ব্যবহার বন্ধে অভিযান
পলিব্যাগ ব্যবহার বন্ধ করতে ফের অভিযান শুরু করল মেদিনীপুর পুরসভা। মঙ্গলবার সকাল থেকে শহরের কোতোয়ালি বাজার, রাজাবাজার, এলআইসি মোড়, কেরানিতলা প্রভৃতি এলাকায় হানা দেন পুরসভার কর্মীরা। বাজেয়াপ্ত করা হয় প্রচুর নিষিদ্ধ পলিব্যাগ। জরিমানাও আদায় করা হয়। এই জরিমানা আদায়ের সময়েই ব্যবসায়ীদের একাংশের ক্ষোভের মুখে পড়েন পুরকর্মীরা। ব্যবসায়ীদের বক্তব্য, আগে থেকে কিছু না-জানিয়েই অভিযান চালানো হচ্ছে। পুলিশ সঙ্গে থাকায় বড় কোনও গণ্ডগোল অবশ্য হয়নি। বেশ কয়েক জন ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়। নিষিদ্ধ পলিব্যাগ দোকানে না-রাখার নির্দেশ দেওয়া হয়। পুরসভার সংশ্লিষ্ট দফতরের আধিকারিক সুশান্ত মহাপাত্র বলেন, “প্রচুর নিষিদ্ধ পলিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। এগুলি সবই ৪০ মাইক্রনের নীচে। আগেই সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছিল। এ বার থেকে এমন অভিযান নিয়মিতই চলবে।”
প্লাস্টিক বন্ধে মিষ্টির দোকানে হানা
পরিবেশ সুরক্ষার প্রশ্নে ৪০ মাইক্রনের নীচে পলিব্যাগের ব্যবহার নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। মেদিনীপুর শহরকে প্লাস্টিক-মুক্ত করতে গত ১ অগস্ট থেকেই ৪০ মাইক্রনের নীচে পলিব্যাগ তৈরি, মজুত, বিক্রয় ও ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল পুরসভা। সেই মতো বাজারগুলিতে নজরদারি চালানো হচ্ছিল। কিন্তু, বেশি দিন এই তল্লাশি অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এখনও শহরের অধিকাংশ দোকানে ৪০ মাইক্রনের নীচের পলিব্যাগই ব্যবহার হয়। পুরসভার এক আধিকারিক বলেন, “৪০ মাইক্রনের উপরের পলিব্যাগ ব্যবহার করা যেতে পারে। কিন্তু, শহরের অধিকাংশ দোকানেই ২০ মাইক্রনের নীচের পলিব্যাগ ব্যবহার হয়।” এর আগেও অভিযানে বেরিয়ে একাংশ ব্যবসায়ীর ক্ষোভের মুখে পড়েছিলেন পুর-কর্মীরা। মঙ্গলবার তাই পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে বেরিয়েছিলেন তাঁরা। শহরের অন্য বাজারগুলিতেও অভিযান চলবে বলে জানিয়েছে পুরসভা।

হাতির তাণ্ডব, বিক্ষোভ চাষিদের
পুরুলিয়া থেকে পশ্চিম মেদিনীপুর হয়ে বাঁকুড়ায় ঢোকা দলমার দু’টি হাতির দল আপাতত বিষ্ণুপুরেই ঘাঁটি গেড়ে আছে। দু’টি দলে ৫০টিরও বেশি হাতি রয়েছে। মঙ্গলবার সকালে বামুনবাঁধ গ্রামে দুই সাইকেল আরোহীকে তাড়া করে হাতিরা। আরোহীরা পালাতে পারলেও সাইকেল দু’টি হাতির দল ভেঙে দেয়। একই ভাবে হুলমাড়া, মিত্তিশোল, খড়কাটা, বেনাবাঁধ প্রভৃতি গ্রামে প্রায় ২০০ বিঘা জমির ফসল খেয়ে ছড়িয়ে নষ্ট করেছে হাতিরা। এ দিন সকালেই বাঁকাদহ রেঞ্জ কার্যালয়ে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্ত চাষিরা। তাঁদের দাবি, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ধান ও আলু চাষের। পাশাপাশি শীতের নানা সব্জি যেমন, কড়াইশুঁটি, শশা, ফুলকপি, বেগুন খেতও তছনছ করছে হাতির দল। দু’টি দলই এলাকায় নতুন জানিয়ে ডিএফও (বিষ্ণুপুর) বিদ্যুৎ সরকার বলেন, “পথ অচেনা হওয়ায় একদিন আগে পরে আসা দু’টি দল একসঙ্গে মিলে বিষ্ণুপুর বনাঞ্চলের বাঁকাদহ রেঞ্জে ঘুরপাক খাচ্ছে।” ওই রেঞ্জ এলাকার গ্রামগুলিতে ধান ও আলু খেতে তাণ্ডব চালাচ্ছে হাতিরা জানিয়ে ডিএফও বলেন, “এই দলটি সম্ভবত নতুন। পুরুলিয়া থেকে আসা। তাই কোন পথে হাতিরা ফিরবে এখনও বোঝা যাচ্ছে না। দুর্ঘটনা এড়াতে গ্রামবাসীদের সতর্ক করতে আমরা মাইকে প্রচার করছি।” বাঁকাদহের রেঞ্জ অফিসার বলাই ঘোষ বলেন, “বিপদ এড়াতে হাতির দলের সামনে না যাওয়ার প্রচার চালানো হচ্ছে।”

বাঘের দেহ উদ্ধার
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি রেঞ্জে মঙ্গলবার দুপুরে সুন্দরবনের ঢুলিভাসানি-২ নদী থেকে একটি পূর্ণবয়স্ক বাঘের মৃতদেহ উদ্ধার হয়। এ দিন মৎস্যজীবীরা মাছ ধরার সময় দেহটি ভাসতে দেখে নিকটবর্তী বনি ক্যাম্পে খবর দেন। বনকর্মীরা দেহটি উদ্ধার করেন। বন দফতর সূত্রের খবর, আপাতদৃষ্টিতে বাঘটির দেহে কোনও ক্ষতচিহ্ন দেখতে পাওয়া যায়নি। কী ভাবে বাঘটি মারা গেলে তা জানতে দেহটি ময়নাতদন্তের জন্য কলসদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.