টুকরো খবর |
সন্ধান নেই করিমগঞ্জে অপহৃতের |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
পণবন্দি করে অপহৃতদের বাড়ির লোকের উপরে চাপ দিয়ে টাকা আদায় করার প্রবণতা বেড়েই চলেছে করিমগঞ্জ-সহ প্রায় সমগ্র উত্তর-পূর্বাঞ্চলেই। করিমগঞ্জে রামকৃষ্ণ থানার কালাছড়া গ্রামের ব্যবসায়ী ত্রিদীপ দেবকে অপহরণ করা হয় গত ১০ নভেম্বর সন্ধ্যায়। অপহরণকারীরা প্রথমে এক কোটি টাকা দাবি করে মুক্তিপণ হিসাবে। তা কমিয়ে পরে করেছে ৫০ লক্ষ টাকা। বলা হচ্ছে, এই টাকা না দিলে ত্রিদীপকে হত্যা করা হবে। অসহায় অবস্থা ত্রিদীপবাবুর বাড়ির লোকের। পুলিশি তৎপরতা সত্ত্বেও এখনও সন্ধান মেলেনি ওই ব্যবসায়ীর। অপহরণকারীরা নিয়মিত ত্রিদীপবাবুর কাকা ফটিককান্তি দেবকে ফোন করে মুক্তিপণের জন্য চাপ দিচ্ছে। মনাছড়া চা-বাগানের কর্মী ফটিকবাবু জানিয়েছেন, যে মোবাইল থেকে তাঁকে ফোন করা হচ্ছে, তার নম্বর পুলিশকে জানানো হয়েছে। করিমগঞ্জের পুলিশ সুপার দিগন্ত বরা জানান, ত্রিদীপকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। অপহরণকারীদের সকলকেই চিহ্নিত করা সম্ভব হয়েছে। করিমগঞ্জ ও গুয়াহাটির দুটি অপহরণকারী চক্র যৌথ ভাবে এ কাজ করেছে। মোবাইল ফোনের সূত্র ধরে এ পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দু’জনই মহিলা। দিগন্তবাবু নিশ্চিত, অপহরণকারীরা ত্রিদীপের অত্যন্ত পরিচিত। গত বছর একই এলাকা থেকে গামারিয়া রাবার বাগানের মালিক চঞ্চল মোদক ও চম্পকনগরের কাঞ্চন নাগ অপহৃত হয়েছিলেন। পরে মোটা টাকার বিনিময়ে মুক্তি পান তাঁরা। এ বার অবসরপ্রাপ্ত শিক্ষক পরিবারের একমাত্র পুত্র, ২৭ বছর বয়সি ত্রিদীপের অপহরণকাণ্ড। রামকৃষ্ণনগর এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।
|
কুয়াশায় দুর্ঘটনা নয়ডায়, কাঁপছে উত্তর |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
প্রচণ্ড শীতে জমেছিল কুয়াশা। ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটল নয়ডা এক্সপ্রেসওয়েতে। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ নয়ডার পারি চকের কাছে একটি ট্রাককে ধাক্কা মারে একটি গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় ট্রাক ও গাড়িটি রাস্তার উপরেই পড়েছিল। ভোর পাঁচটা নাগাদ আরও ঘন কুয়াশা জমায় আরও গাড়ি এসে পড়ে থাকা ট্রাকটিকে ধাক্কা মারে। কিছু গাড়ি পরে চলে যায়। কিন্তু, খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় ন’টি গাড়ি এক্সপ্রেসওয়ের উপরেই পড়ে ছিল। ঘটনাস্থলে পুলিশের উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। গোটা উত্তর ভারতে বিমান ও ট্রেন চলাচল কুয়াশায় ব্যাহত হয়েছে। শীতের হাত থেকে আপাতত উত্তর ভারতের রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই। সোমবার বিকেল থেকে উত্তর ভারতে প্রবল শৈত্যপ্রবাহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। তাঁদের মধ্যে ৩০ জনই মারা গিয়েছেন উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, রাজ্যের শীতলতম স্থান ফতেগড়। প্রত্যাশিত ভাবেই ঠান্ডায় কাঁপছে জম্মু-কাশ্মীরও। উত্তর কাশ্মীরে স্কি রিসর্ট গুলমার্গের সর্বনিম্ন তাপমাত্রা এখন শূন্যের নীচে ৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পাশেই লাদাখের কার্গিল অঞ্চল। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা শূন্যের নীচে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পঞ্জাব ও হরিয়ানাতেও চলছে শৈত্যপ্রবাহ। ঠান্ডায় কাঁপছে রাজস্থানও। রাজ্য সরকার জানিয়েছে, মঙ্গলবার রাজ্যে সব চেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীগঙ্গানগরে।
|
রাজ্য ভাগ পিছোতে চায় কেন্দ্র, দাবি মায়ার |
সংবাদসংস্থা • লখনউ |
উত্তরপ্রদেশ ভাগ করা নিয়ে প্রস্তাব ফের রাজ্যের কাছে ফেরত পাঠানো নিয়ে আজ কেন্দ্রকে এক হাত নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী। সাংবাদিক বৈঠক করে আজ তিনি জানিয়েদেন, রাজ্য ভাগ করার বিষয়টি বিধানসভায় পাশ হওয়া সত্ত্বেও কেন্দ্র তা ‘অহেতুক’ ঝুলিয়ে রাখতে চাইছে। গত কালই রাজ্যকে ভাগ করা প্রসঙ্গে আটটি বিষয়ে প্রশ্ন তুলে মায়াবতীর কাছেই সেই প্রস্তাব ফেরত পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মায়াবতীর অভিযোগ, সাংবিধানিক রীতিনীতি না-মেনেই স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যকে ওই চিঠি পাঠিয়েছে। তাঁর দাবি, কেন্দ্র এই প্রস্তাব খারিজ করে দেয়নি। বরং কিছু বিষয় রাজ্যের কাছ থেকে আরও পরিষ্কার করে জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি, মায়াবতীর আরও অভিযোগ, রাজ্যের হাতে এই চিঠি পৌঁছনোর আগেই ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে’ সংবাদমাধ্যমের কাছে ওই চিঠি ফাঁস করে দেওয়া হয়েছে। মায়াবতীর এই সমালোচনার কিছু পরেই কংগ্রেস জানিয়েছে, রাজ্যের ওই প্রস্তাবের সম্ভাব্যতা নিয়ে কেন্দ্র সব সময়ই ব্যাখ্যা চাইতে পারে। প্রদেশ কংগ্রেস সভানেত্রী রীতা বহুগুণা জোশী জানান, রাজ্য ভাগ হলে রাজ্যের ঋণের বোঝা বা প্রস্তাবিত ৪ রাজ্যের রাজধানী কোথায় হবেএমন কিছু প্রশ্নের জবাব চাওয়া হয়েছে মায়াবতী-সরকারের কাছে। তাঁর কথায়, “এই বিষয়গুলি পরিষ্কার না হওয়া পর্যন্ত এ নিয়ে এগোনো যাবে না।”
|
অধিকার ভঙ্গের নোটিস, হটছেন না চিদম্বরমও |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
পিছু হঠছে না কোনও পক্ষই। সংসদে পি চিদম্বরমের বিরোধিতা বজায় রেখে বিজেপি আজ অধিকার ভঙ্গের প্রস্তাব আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। চিদম্বরমও এ দিন সংসদ এড়িয়ে যাওয়ার পথে না গিয়ে বিজেপি-র হট্টগোলের মধ্যেই নিজের মন্ত্রক সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন লোকসভায়। টু-জি কাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিজেপি। সংসদে তাঁকে বয়কট করারও সিদ্ধান্ত নিয়েছে তারা। এই পরিস্থিতিতে গত ক’দিন সংসদ এড়িয়ে চলছিলেন চিদম্বরম। আজ কিন্তু লোকসভায় প্রশ্নোত্তর পর্বে হাজির ছিলেন তিনি। বিজেপি-র হই-হট্টগোলের মধ্যেও অবিচল থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়ে সমস্ত প্রশ্নের জবাব দেন। বামেরা সংসদে চিদম্বরমকে বয়কট করা হবে না বলে সিদ্ধান্ত নিলেও তামিলনাড়ু-কেরলে মুল্লাপেরিয়ার বাঁধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে সরব হন লোকসভায়। তবে চিদম্বরম কোনও দিকেই কান দেননি। একের পর এক জবাব দিয়ে গিয়েছেন সাংসদদের বিভিন্ন প্রশ্নের। অধিকার ভঙ্গের নোটিস দিয়ে বিজেপি-ও বুঝিয়ে দিয়েছে, চিদম্বরম-বিরোধিতায় এক পা পিছু হঠছে না তারা। দলের তরফে যশবন্ত সিন্হা এ দিন অভিযোগ এনেছেন, পুরনো মক্কেলকে সাহায্য করা নিয়ে অভিযোগের জবাব দিতে গিয়ে অধিবেশন চলাকালীনই সংসদের বাইরে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্পিকার মীরা কুমার নোটিসটি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে এ দিন রাজ্যসভাতেও সরব হয় বিজেপি।
|
অভিযোগ প্রতিকার বিল পেশ |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
লোকপাল বিল এখনও সংসদে পেশ হয়নি। কিন্তু দুর্নীতি দমনের লক্ষ্যে সময়ের মধ্যে সরকারি পরিষেবা পাওয়ার অধিকার এবং তা না পেলে অভিযোগ প্রতিকার সংক্রান্ত বিলটি আজ সংসদে পেশ করে দিল সরকার। আমলাতন্ত্রের নিচু স্তরের দুর্নীতির ফলে সাধারণ মানুষের নিত্য দিনের হয়রানি রুখতেই মূলত সরকারের এই বিলের ভাবনা। অণ্ণা হজারে শিবিরের দাবি ছিল, লোকপাল বিলের মধ্যেই বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হোক। তবে কেন্দ্র তাতে রাজি হয়নি। বরং এ ব্যাপারে পৃথক বিলটি আজ সংসদে পেশ করেন কর্মীবর্গ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামী। বিলে প্রস্তাব করা হয়েছে
এক) পঞ্চায়েত, পুরসভা-সহ প্রতিটি সরকারি দফতরকে বাধ্যতামূলক ভাবে নাগরিক সনদ প্রকাশ করতে হবে। তার অর্থ, সংশ্লিষ্ট দফতর কী কী পণ্য বা পরিষেবা দেয়, এবং তা আবেদনের কত দিনের মধ্যে দেয়, তা স্পষ্ট ভাবে জানাতে হবে।
দুই) অভিযোগ প্রতিকারের জন্য প্রতিটি দফতরে একজন করে অফিসার থাকবেন।
তিন) নির্ধারিত সময়ের মধ্যে কোনও নাগরিক পরিষেবা না পেলে ওই অফিসারের কাছে লিখিত বা ফোনে অভিযোগ জানাতে পারবেন।
চার) তিরিশ দিনের মধ্যে সেই অভিযোগের প্রতিকার করতে হবে।
পাঁচ) তিরিশ দিনের মধ্যেও সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিকার না পেলে অভিযুক্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
|
খাদ্য বিলের বিরোধিতায় জয়া , ইয়েচুরি |
নিজস্ব প্রতিবেদন |
প্রস্তাবিত খাদ্য নিরাপত্তা বিলের প্রবল বিরোধিতা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে লেখা একটি চিঠিতে জয়ললিতা দাবি করেছেন, এই বিল ‘ধোঁয়াশা এবং ভ্রান্তিতে পূর্ণ’। প্রস্তাবিত খাদ্য নিরাপত্তা বিল রাজ্যের বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপের সামিল বলে মনে করেন জয়ললিতা। তাঁর মতে, সাধারণ মানুষের সঙ্গে রাজ্যগুলির যোগ অনেক বেশি। তাই জনকল্যাণের পরিকল্পনা তৈরি ও সেগুলি কার্যকর করার ভার রাজ্যের উপরেই থাকা উচিত। জয়ললিতা জানান, পরিবারগুলিকে যে ভাবে বিভিন্ন শ্রেণিতে ভেঙে খাদ্য সরবরাহের কথা বলা হয়েছে তাতে প্রতি বছরে ১,৮০০ কোটি টাকা খরচ হবে। কিন্তু, এই খাতে কেন্দ্রীয় সাহায্য পাওয়া যাবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই বিলের সমালোচনা করেছেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরিও। তাঁর মতে, এই বিল খাদ্য নিরাপত্তা নিয়ে রসিকতা ছাড়া কিছু নয়। বিলে প্রতি মাসে মাথাপিছু ৩ কেজি চাল দিতে বলা হয়েছে। সে ক্ষেত্রে পাঁচ সদস্যের একটি পরিবার মাসে ১৫ কেজি চাল পাবে। তাতে প্রয়োজন মেটা সম্ভব নয়।
|
মণিপুরে জঙ্গি গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে হত ১ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
গত দু’দিনের লড়াইয়ে মণিপুরে এক জঙ্গি নেতার মৃত্যু হয়েছে। জখমের সংখ্যা নিশ্চিত নয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, তামেংলং জেলার গাংপিজাং গ্রামে রবিবার রাতে, জেলিয়াংগ্র ইউনাইটেড ফ্রন্ট একটি শিবির তৈরির চেষ্টা করলে, এনএসসিএন (আইএম) জঙ্গিরা তাদের বাধা দেয়। ঘটনার জেরে সোমবার দিনভর দুই পক্ষে গুলির লড়াই চলে। আইএম সূত্রে জানানো হয়েছে, তাদের এক ক্যাপ্টেন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। এই নিয়ে জেডইউএফ-এর সঙ্গে আইএম-এর এটি তৃতীয় সংঘর্ষ। প্রথম সংঘর্ষেও পাঁচ আইএম জঙ্গির মৃত্যু হয়েছিল। পাশাপাশি, উখরুল জেলার নামবিসাতেও আইএম বাহিনীর সঙ্গে ইউএনএলএফ বাহিনীর সংঘর্ষ চলছে। ইউএনএলএফ-এর যাতায়াতের পথে নাগা জঙ্গিরা শিবির তৈরি করেছিল। ঘটনায় কতজন হতাহত হয়েছে তা নিয়ে পুলিশ বা প্রশাসন নিশ্চিত নয়। এ দিকে, সেনাবাহিনী জানিয়েছে, এনএনসি, এনএসসিএন (খাপলাং) ও প্রিপাক বাহিনীর ২১ জন জঙ্গি রেড শিল্ড ডিভিশনের কাছে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছে। তাদের নাম ও অস্ত্রের তালিকাও পাঠিয়ে দিয়েছে জঙ্গিরা।
|
অসমে বলবৎ রইল আফস্পা |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
আরও এক বছরের জন্য, অসমে ‘আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট’ (আফস্পা) বলবৎ রইল। কাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। ১৯৯০ সাল থেকেই অসমে আফস্পা রয়েছে। চলতি বছরে আলফা, এনডিএফবি, ডিএইচডি, কেএনএলএনএফ, ইউপিডিএসসহ সন্ত্রাসবাদী দলগুলির সঙ্গে শান্তি আলোচনা শুরু হয়েছে। পরেশপন্থী আলফা, কেপিএলটি, সাঁওতাল টাইগার ফোর্স, মালটা ছাড়া অন্য কোনও স্থানীয় জঙ্গি সংগঠন অসমে তেমন সক্রিয় নয়। সেই সঙ্গে আফস্পার বিরুদ্ধে দেশজুড়ে জনমত গড়ে উঠছে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলি তাই রাজ্য থেকে আফস্পা প্রত্যাহারের আশা করেছিলেন। কিন্তু বিস্তর আলোচনার পরে ২০১২ সালেও অসমকে ‘উপদ্রুত এলাকা’ হিসেবেই চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য সরকার, গোয়েন্দা বিভাগ, সেনা ও আধা-সেনা কর্তাদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের খবর। রাজ্য সরকার ও রাজ্য পুলিশ সূত্রে খবর, অসমে আফস্পা বলবৎ রাখার পিছনে অন্যতম কারণ, অসমে মাওবাদীদের উপস্থিতি। স্পেশ্যাল ব্রাঞ্চের এডিজি খগেন শর্মার মতে, আলফার সদস্যরাও মাওবাদীদের দলে নাম লেখাচ্ছে। অসমের কিছু অংশে, বিশেষত মেঘালয়, নাগাল্যান্ড ও অরুণাচল সীমানায় গড়ে উঠছে মাও ঘাঁটি। মণিপুর বা ঝাড়খণ্ডে প্রশিক্ষণ নিয়ে মাও সদস্যরা অসমে আসছে। তবে খগেনবাবু মনে করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। মাও গতিবিধির উপর পুলিশ নজর রাখছে। উজানি অসমে মাওবাদী ও পরেশবাহিনীকে দমন করতে কোবরা ছাড়া বিশেষ বাহিনীও গড়ছে পুলিশ। পুলিশ প্রধান শঙ্কর বরুয়ার মতে, সেনা-আধাসেনা-পুলিশের সমন্বয়ের ফলেই গত এক বছরে অসমে সন্ত্রাস অর্ধেক কমে গিয়েছে।
|
হাটিয়ায় কংগ্রেসই জয়ী পুনর্গণনায় |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
আদালতের নির্দেশে পুনর্গণনাতেও ২০০৯ সালের হাটিয়া বিধানসভা কেন্দ্রের ভোটের ফলের কোনও হেরফের হল না। আজ পুনর্গণনায় দেখা গেল, ২০০৯ সালের মতোই বিজেপি প্রার্থীকে ২৫ ভোটে হারিয়ে ওই আসনে জয়ী হয়েছে কংগ্রেস। হাটিয়া কেন্দ্রের কংগ্রেস বিধায়ক জি এস সহদেও ২০১০ সালের জুন মাসে মারা গিয়েছেন। ফলে পুনগর্ণনার ভোটফলে ছ’মাসের মধ্যে হাটিয়া আসনে উপ-নির্বাচন সুনিশ্চিত হল বলে মনে করছে রাজ্য প্রশাসন। হাটিয়া কেন্দ্রের ভোটগণনায় কারচুপির অভিযোগে ঝাড়খণ্ড হাইকোর্টে মামলা দায়ের করেছিল বিজেপি। জুলাই মাসে হাইকোর্ট পুনর্গণনার আদেশ দেয়। ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশ খারিজের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন হাটিয়া কেন্দ্রের জনৈক নির্দল প্রার্থী। কিন্তু ঝাড়খণ্ড হাইকোর্টের আদেশই বহাল রাখার নির্দেশ দেয় শীর্ষ আদালত। কড়া নিরাপত্তায় কাল রাঁচির পান্ড্রায় শুরু হয় হাটিয়া কেন্দ্রের ভোট পুনর্গণনার কাজ। কয়েকটি ইভিএম খুলতে সমস্যা হওয়ায় কাল গণনা শেষ হয়নি। আজ ভোটযন্ত্রের বিশেষজ্ঞদের এনে মেশিনগুলি খুলে গণনার কাজ সারা হয়। সরকারি ভাবে অবশ্য ফল ঘোষণা হয়নি। জানা গিয়েছে, এ বিষয়ে যা করার আদালতই তা করবে।
|
দেড়শো কেজি ওজনের বোমা ফাটানো স্থগিত |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
শেষ পর্যন্ত জনতার প্রতিবাদে ও পুলিশের আপত্তিতে কোহিমায় ১৫০ কিলোর বোমা বিস্ফোরণ স্থগিত রাখা হল। গত মাসে, কোহিমার এল খেল গ্রামে মাটির তলায়, যুদ্ধবিমান থেকে ফেলা না-ফাটা বোমাটি মেলে। পুলিশ, আসাম রাইফেল্স, সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ বাহিনী বোমাটি নিষ্ক্রিয় করতে না পারায়, সেটি ‘কনট্রোল্ড ডিটোনেশন’-এর মাধ্যমে ফাটানোর সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী। আজ কোহিমায়, পুলিশ রিজার্ভের মাঠে বোমাটি ফাটানোর কথা ছিল। সেনাবাহিনী ঘোষণা করে, সোমবারের মধ্যে মাঠের চারপাশে, এক বর্গ কিলোমিটার এলাকা খালি করে দিতে হবে। কিন্তু তাতে প্রাণ বাঁচলেও, বিস্ফোরণের অভিঘাতে বাড়িতে ফাটল ধরার আশঙ্কা ছিল। তাই বিস্ফোরণের প্রতিবাদে একজোট হন বাসিন্দারা। তাদের সিংহভাগই পুলিশকর্মীদের পরিবার। জেলাশাসককে স্মারকলিপি দেন তাঁরা। পুলিশ বিভাগও রিজার্ভের মাঠে বোমা ফাটানোর বিরোধিতা করে জেলাশাসকের কাছে আপত্তি জানায়। বিস্তর চাপান-উতোরের পর জেলাশাসক সিদ্ধান্ত নেন, বিস্ফোরণ স্থগিত রাখা হবে। পরে জনহীন কোনও এলাকায় বিস্ফোরণটি ঘটাতে সেনাকে অনুরোধ জানানো হয়েছে।
|
রাষ্ট্রপতির নজির |
|
ছবি: পি টি আই। |
যুদ্ধবিমান সুখোই এবং ট্যাঙ্কে চড়ার পর এ বার যুদ্ধজাহাজে চড়ে নজির গড়লেন সাতাত্তর বছর বয়সী রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। মুম্বইয়ে মঙ্গলবার নৌবাহিনীর ৮১টি জাহাজ ও ৪৪টি বিমানের এক বহর পরিদর্শনে যান তিনি। রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তাই রাষ্ট্রপতির মেয়াদকালে, বাহিনীর কার্যক্ষমতা তাঁকে দেখানোর জন্য এক বার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
|
তদন্তের মুখে সেনা অফিসার |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
তথ্য পাচার করেছেন কি না, জানতে এক ভারতীয় লেফটেনান্ট কর্নেলের বিরুদ্ধে তদন্ত হবে। ভারতীয় সেনা সদর সূত্রে এই খবর জানা গিয়েছে। বাংলাদেশের সামরিক অ্যাকাডেমিতে প্রশিক্ষণের জন্য পাঠানো হয় ওই অফিসারকে। সেখানে একটি ভোজের আসরে তাঁর সঙ্গে এক মহিলার পরিচয় হয়। আদতে পাক চর ওই মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন অফিসার। পরে তাঁদের দু’জনের ছবি দেখিয়ে ওই অফিসারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে আইএসআই। অফিসার ভারতীয় হাইকমিশনে সব কথা জানান। তখন সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ তাঁকে দিল্লিতে ফিরিয়ে আনা হয়।
|
ডিব্রুগড়ে অস্ত্র উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
উত্তর-পূর্বাঞ্চলে বিভিন্ন জঙ্গি সংগঠনই ‘সন্ত্রাসের’ রাজত্ব চালাতে নানা সূত্র থেকেই অস্ত্র সংগ্রহ করে। আর সেই অস্ত্রই লুকিয়ে রাখা হয়। এ বার জঙ্গলে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্র জানিয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতেই ডিব্রুগড়ের জোকাই সংরক্ষিত অরণ্যে যৌথবাহিনী অভিযান চালায়। সেখানেই জঙ্গিদের একটি গোপন ঘাঁটিতে প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ছিল দুটি ৯ মিলিমিটার পিস্তল, একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, একটি দেশি রাইফেল, একটি .২২ বোরের রাইফেল, পিস্তলের তিনটি ম্যাগাজিন ও প্রচুর কার্তুজ। পুলিশের সন্দেহ, এগুলি আলফার লুকিয়ে রাখা অস্ত্র।
|
শপথ প্রধান বিচারপতির |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
শপথ নিলেন গৌহাটি হাইকোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতি আদর্শকুমার গোয়েল। রাজ্যপাল জানকীবল্লভ পট্টনায়ক আজ রাজভবনের দরবার হলে তাঁকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হওয়ার আগে, আদর্শকুমার গোয়েল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি ছিলেন। |
|