দমদমে জোড়া খুনের মামলার দ্বিতীয় পর্যায়ে দুই অভিযুক্ত মানবদাস চাকলাদার ওরফে মিতা ও রঞ্জন চক্রবর্তী ওরফে পচাকে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আলিপুর আদালত। নবম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনন্যা বন্দ্যোপাধ্যায়ের আদালতে সোমবার তাদের দোষী সাব্যস্ত করা হয়। মঙ্গলবার ওই দুই অভিযুক্তকে কারাদণ্ডের সঙ্গে ৫০০০ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাস করে কারাবাসের নির্দেশ দেয় আদালত। জোর করে অপহরণের অভিযোগেও তাদের আলাদা সাজা হয়েছে।
এই মামলারই প্রথম পর্যায়ের বিচারে ২০০৪-এর ৩০ অগস্ট স্থানীয় প্রভাবশালী সিপিএম নেতা দুলাল বন্দ্যোপাধ্যায় ও তাঁর দুই শাগরেদ বাপি খাঁড়া ও কৃষ্ণেন্দু ঘোষের যাবজ্জীবন হয়। মিতা ও পচা তখন ফেরার ছিল। পরে কলকাতা গোয়েন্দা পুলিশের জালে তারা ধরা পড়লে দ্বিতীয় পর্যায়ের বিচার শুরু হয়। কেলে গুপি ও ভোম্বল নামে দুই অভিযুক্ত এখনও ফেরার। দমদমে কুমার আশুতোষ ইনস্টিটিউশনের পিছনের মাঠে ২০০২-এর ৪ মার্চ চন্দন চক্রবর্তী ও সঞ্জীব গোস্বামী নামে দুই ব্যক্তিকে পিটিয়ে মারা হয়। সরকারি আইনজীবী নবকুমার ঘোষ জানান, দ্বিতীয় পর্যায়ে বিচারকালে মোট ১৩ জন সাক্ষ্য দেন।
|
লরি চাপা পড়ে মৃত্যু হল এক স্কুটার আরোহীর। মঙ্গলবার, বেলঘরিয়া এল-৯ বাসস্ট্যান্ডের কাছে। মৃতের নাম শানু পালুই (৫৫)। বাড়ি বেলুড়ে। পুলিশ জানায়, স্কুটারে বি টি রোড ধরে ডানলপের দিকে যাওয়ার সময়ে উল্টো দিক থেকে আসা একটি লরি শানুবাবুকে চাপা দেয়। সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। চালক ও গাড়ির খোঁজ চলছে। অন্য দিকে, এ দিনই সন্ধ্যা ছ’টা নাগাদ স্ট্র্যান্ড রোড ও আর্মেনিয়ান ঘাটের সংযোগস্থলে বাসের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার (৪০)। পুলিশ জানায়, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। রাত পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।
|
সল্টলেকের জি ডি ব্লকের কাছে কাস্টমস কোয়ার্টার্স থেকে রবিবার নিখোঁজ হয়ে গিয়েছে এক কিশোরী। মঙ্গলবার তার পরিবার বিধাননগর (দক্ষিণ) থানায় নিখোঁজ ডায়েরি করে। পুলিশ জানায়, ওই আবাসনে মামার বাড়িতেই থাকে মেয়েটি। ওই দিন এক আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা বলে বেরিয়ে সে আর ফেরেনি। ঘটনাটি অপহরণ নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
|
জাল টাকা পাচারের অভিযোগে গ্রেফতার হল চার যুবক। সোমবার নিমতলা এলাকার এক দোকান থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের গ্রেফতার করে। এসটিএফের ডেপুটি কমিশনার বাস্তব বৈদ্য মঙ্গলবার জানিয়েছেন, ধৃতদের নাম জিয়ারুল শেখ, নগেন মণ্ডল, মান্নান হোসেন ও মতিউর রহমান। জিয়ারুল ও নগেনের বাড়ি মালদহে। অন্য দু’জন মুর্শিদাবাদের বাসিন্দা। এসটিএফের দাবি, নিমতলার এক দোকানে মোবাইল কিনতে যায় ওই যুবকেরা। জাল নোট দিয়ে দাম মেটানোর সময়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। জাল নোটগুলি ৫০০ ও
১০০০ টাকার। ধৃতদের থেকে ২২ লক্ষ জাল ভারতীয় টাকা বাজেয়াপ্ত হয়েছে।
|
এশিয়াটিক সোসাইটির একতলায় ওই প্রতিষ্ঠানেরই গ্লোসাইন বোর্ড থেকে ধোঁয়া বেরোতে থাকায় মঙ্গলবার রাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকুরিয়ায় আমরি হাসপাতাল এবং তপসিয়ায় জুতো কারখানায় অগ্নিকাণ্ডের ক্ষত এখনও দগদগে। এই অবস্থায় এশিয়াটিকে আগুন লাগায় উত্তেজনার সৃষ্টি হয়। দমকলের দু’টি ইঞ্জিন যায়। ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান এশিয়াটিক কর্তৃপক্ষ ও দমকল। কী ভাবে আগুন লাগল, স্পষ্ট হয়নি।
|
রবীন্দ্রভারতীর সমবায়ে তৃণমূল |
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমবায় সংগঠনের ক্ষমতায় এল তৃণমূল। মঙ্গলবার ছিল ওই সমবায় সংগঠনের নির্বাচন। সেখানে ৬টি আসনের মধ্যে ৫টিতেই তৃণমূল জিতেছে বলে জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ও ওই সমবায় সংগঠনের সভাপতি মদন মিত্র। মন্ত্রী বলেন, “দীর্ঘ ১৭ বছর পরে তৃণমূল ওই সমবায়টির ক্ষমতায় আসায় সভাপতি হিসেবে সদস্যদের অভিনন্দন জানিয়েছি।” |