টুকরো খবর
ঘুরে দাঁড়াতে ওয়ান ওয়ার্ল্ড-এর সঙ্গে জোট কিংফিশারের
দেওয়ালে পিঠ ঠেকেছে। আর্থিক অবস্থা এতটাই খারাপ যে, কর্মীদের বেতন থেকে কাটা আয়কর জমা পড়েনি সরকারের ঘরে। এ অবস্থায় ঘুরে দাঁড়াতে বিশ্বের প্রথম শ্রেণির কিছু বিমান সংস্থাকে নিয়ে গঠিত গোষ্ঠী ‘ওয়ান ওয়ার্ল্ড’-এর সঙ্গে হাত মেলাল কিংফিশার। পাকাপাকি সদস্যপদ মিলবে ২০১২-র ১০ ফেব্রুয়ারি থেকেই। আমেরিকান এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ, ক্যাথে প্যাসিফিক, কোয়ান্টাস, জাপান এয়ারলাইন্সের মতো বিশ্বের ১১টি প্রথম সারির বিমান সংস্থাকে নিয়ে তৈরি ওয়ান ওয়ার্ল্ড। এতে ঢোকার অর্থ ভারতে নিজেদের সমস্ত গন্তব্যেই কিংফিশার ওই সব বিদেশি বিমান সংস্থার যাত্রীদের নিয়ে যাতায়াতের সুযোগ পাবে। ফলে অর্থ আসবে। আবার কিংফিশারের যাত্রীরাও বিদেশে ওই সমস্ত সংস্থার উড়ানে যাতায়াতের সুবিধা পাবেন। তখনও টাকা পাবে কিংফিশার। ওয়ান ওয়ার্ল্ড সদস্য হলে বাজার থেকে ঋণ পেতে সুবিধা হবে কিং -ফিশারের, মত সংশ্লিষ্ট মহলে। কর্ণধার বিজয় মাল্যের দাবি, “আমরাই প্রথম ভারতীয় বিমান সংস্থা হিসেবে এর সদস্য হলাম। এতে লাভবান হব।” ভারতের এলে তাঁদেরও লাভ হবে, জানান ওয়ান ওয়ার্ল্ড-এর সিইও ব্রুস অ্যাশবি।

কেজরিওয়ালের ইস্তফা গৃহীত
প্রায় ছ’বছর পরে আয়কর কর্তার পদ থেকে অরবিন্দ কেজরিওয়ালের ইস্তফা গ্রহণ করল আয়কর দফতর। বর্তমানে অণ্ণা-ঘনিষ্ঠ অরবিন্দ প্রায় ৯ লক্ষ টাকা জরিমানা জমা দেওয়ার ৪৫ দিন পরে আয়কর দফতর এই নির্দেশ দিল। অরবিন্দর বিরুদ্ধে চাকরির শর্ত ভাঙার অভিযোগ ছিল। দফতর সূত্রে খবর, ২০০৬ সালের ২০ ফেব্রুয়ারি থেকেই ওই পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর করা হবে। দিল্লিতে আয়কর দফতরের অ্যাডিশনাল কমিশনার পদে বহাল ছিলেন অরবিন্দ। অভিযোগ ছিল তিনি সবেতন ‘স্টাডি লিভ’ নিয়ে দু’বছর বাইরে কাটিয়েছেন। কিন্তু ফিরে ন্যূনতম সময় চাকরি না করেই তিনি পদত্যাগপত্র জমা দিয়ে দেন। সেই কারণেই পদত্যাগপত্র নেওয়া হয়নি। বরং ওই বেনিয়মের জন্য তাঁকে ৯ লক্ষাধিক টাকা জরিমানা করে আয়কর দফতর। দুর্নীতি বিরোধী আন্দোলনের অন্যতম ‘মুখ’ অরবিন্দ এই ঘটনা নিয়ে যথেষ্ট চাপে। শেষে মাসখানেক আগে সেই জরিমানার অর্থ জমা দেন তিনি।

বাংলাদেশে উদ্যোগ

চট্টগ্রামে চটকলের যন্ত্র তৈরির লোকসানে চলা সংস্থা গালফ্রা হাবিব চাঙ্গা করতে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে সামিল হল কলকাতার কাজারিয়া গোষ্ঠীর লগান ইঞ্জিনিয়ারিং। সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সংস্থার এমডি অনিরুদ্ধ কাজারিয়া ও বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের চেয়ারম্যান টি ডি মিত্র এ নিয়ে চুক্তি করেন। হাজির ছিলেন সে দেশের পাটমন্ত্রী এ এল সিদ্দিকি, কাজারিয়া গোষ্ঠীর চেয়ারম্যান সঞ্জয় কাজারিয়া প্রমুখও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.