টুকরো খবর
ধৃত যুবক
এক তরুণীকে অশ্লীল ছবি পাঠানোর অভিযোগে দঃ ২৪ পরগনার নোদাখালি থেকে এক যুবককে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। ধৃতের নাম বিট্টু তেওয়ারি ওরফে হেমরাজ। দিন কয়েক আগে ইসলামপুর মহকুমার চোপড়ায় এক অনুষ্ঠানে বিধাননগর এলাকার এক যুবতীর সঙ্গে বিট্টুর পরিচয় হয়। সেই সুবাদে অভিযুক্ত ওই যুবক প্রায়ই দিনে ওই যুবতীকে কম্পিউটারে অশ্লীল ছবি পাঠাত। ওই যুবতী পুলিশে অভিযোগ করেন।

পাহাড় চুক্তিতে অনড় মমতা
গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুঙ্গ সম্প্রতি ফের গোর্খাল্যান্ডের দাবি তুললেও তিনি যে তাতে গুরুত্ব দিতে চান না, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা চুক্তি মেনে চলব। ওটা ত্রিপাক্ষিক চুক্তি। উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গড়া হয়েছে। তাদের সিদ্ধান্ত মানতে হবে। তার বাইরে বলার অধিকার আমারও নেই। ওদেরও নেই।” মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, “তরাই-ডুয়ার্স-পাহাড় এক যৌথ পরিবার। আমার মনে হয় চুক্তি করে কেউ পিছিয়ে যাবে না।” তরাই-ডুয়ার্সের এলাকা অন্তর্ভুক্ত না হলে নবগঠিত গোর্খা আঞ্চলিক প্রশাসনের (জিটিএ) নির্বাচন হতে দেওয়া হবে না বলেও কখনও কখনও হুমকি দিচ্ছেন মোর্চা নেতৃত্ব। মুখ্যমন্ত্রী সেই হুমকিকেও আমল দিতে চাননি।

বৃদ্ধের পাশে তৃণমূল
এক অসুস্থ বৃদ্ধকে নদীর চর থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাল তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। বুধবার সকালে শিলিগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের মহানন্দী নদী চরে ঘটনাটি ঘটেছে। ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক টিটু দাস জানান, এদিন সকালে নদীর চর এলাকায় ৭০-৭৫ বছরের ওই বৃদ্ধ মাটির মধ্যে পড়ে ছিলেন। স্থানীয় বাসিন্দারা দফতরে খবর দেন। এর পরে তাঁকে পরিষ্কার করে অ্যাম্বুল্যান্সকে করে হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি সুস্থ আছেন। বৃদ্ধের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

পথ অবরোধ
রাস্তা সম্প্রসারণের কাজ নিয়ম মেনে হচ্ছে না, এই অভিযোগে ঘণ্টা দু’য়েক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বুধবার খড়িবাড়ি গার্লস হাই স্কুলের সামনে ঘটনাটি ঘটে। অভিযোগ, খড়িবাড়ির পিডব্লিউডি মোড় থেকে ঘোষপুকুর সংযোজক রাস্তা পর্যন্ত রাজ্য সড়কের ৩ কিমি অংশ উভয়দিক সম্প্রসারণ করার কথা। কিন্তু এক দিক চওড়া করে সেই কাজ করা হচ্ছে। তাছাড়া কাজে নিম্নমানের জিনিস ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগ তুলে বাসিন্দারা অবরোধ করেন।

দিল্লি গেলেন ডুয়ার্সের ৬০
তপসিল মহিলাদের সমস্যা নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধীর আলোচনা সভায় যোগ দিতে ডুয়ার্স থেকে দিল্লি গেলেন ষাট মহিলা। বুধবার সকালে তাঁরা রওনা হন। ১৬ ডিসেম্বর দিল্লিতে তপসিল জাতির মহিলাদের সমস্যা নিয়ে সোনিয়া গাঁধী আলোচনা সভা করবেন। সেখানে যোগ দিতে ডুয়ার্স থেকে শিবানী বসুমাতা ও সঙ্গীতা লামার নেতৃত্বে ৬০ সদস্যের দল দিল্লি রওনা হয়েছে।

ফাঁসে আত্মঘাতী
অশান্তির জেরে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। মঙ্গলবার রাত ৯ টা নাগাদ রাজগঞ্জ থানার বেলাকোবার সোনারবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সুমন্ত দাস (৪২)। পুলিশ এ দিন রাতেই দেহটি উদ্ধার করে বুধবার সকালে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।

২০ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২
নেশার দ্রব্য পাচারের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর (ডিআরআই)। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি লাগোয়া নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার ধৃতদের শিলিগুড়ি এনডিপিএস আদালতে তোলা বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আইনজীবী রতন বণিক জানান, ধৃতদের নাম শেখ হাবিব ও পারভেজ আলম। বাড়ি কলকাতার খিদিরপুরের বাবুবাজারে। তাদের কাছ থেকে হাসিস-এর ২০টি প্যাকেট পাওয়া গিয়েছে। যার মূল্য ১ কোটি টাকা। ডিআরআই সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ওই ২ জন মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। নেপালের কাঠমাণ্ডু থেকে তা আনা হয়। সেখান থেকে তা নিয়ে চোরা পথে তারা খিদিরপুরে নিয়ে যায়। গত ৭ ডিসেম্বর এনজেপি এসে সেখান থেকে গাড়ি ধরে পানিট্যাঙ্কি হয়ে নেপালে যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.