টুকরো খবর |
বিএসএফ-এর গুলিতে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয়েছে এক যুবকের। বুধবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বৈদ্যনাথপুর চরে শরিফুল শেখ (২০) নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। বিএসএফ-এর শোভাপুর বিওপি-র ১২৩ নম্বর ব্যাটেলিয়ন সূত্রে খবর, পাচারের সঙ্গে জড়িত ছিল ওই যুবক। এই দিনও সীমান্ত দিয়ে পাচার করার সময়েই তাঁকে গুলি করা হয়েছে। অন্য দিকে, মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এ দিন শরিফুল মাছ ধরে বাড়ি ফিরছিল। বিএসএফ এর এক জওয়ান তাঁকে গুলি করেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেয়। পরে মালদহের বৈষ্ণবনগর থানা থেকে পুলিশ এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে দেহটি নিয়ে যায়। শরিফুলের বাবা সাইদুল হক বলেন, “আমার ছেলে আর আমাদের দুই আত্মীয় কাল সন্ধ্যেবেলা নৌকা নিয়ে সামনের এক জলায় মাছ ধরতে যায়। প্রতি দিনের মতো এ দিনও ভোর বেলা বাড়ি ফিরছিল ওরা। বিএসএফ-এর এক জওয়ান ওদের কাছে মাছের ভাগ চায়। শরিফুল দিতে রাজি না হওয়ায় ওকে গুলি করে। শরিফুলের সঙ্গীরা ভয়ে পালিয়ে যায়।” এ ব্যাপারে বৈষ্ণবনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পাল্টা অভিযোগ দায়ের করেছে বিএসএফ।
|
দেবরাজের দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
হাজারদুয়ারি লাগোয়া গঙ্গায় তলিয়ে যাওয়া গাড়ির আরও এক যাত্রী, দেবরাজ মজুমদারের (১৩) দেহ মিলল বুধবার। দুপুরে দুর্ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিমি দূরে সাহানগর ঘাটের কাছে তার দেহ ভেসে ওঠে। শনিবার দুপুরে গঙ্গা পাড়ে দাঁড় করিয়ে রাখা গাড়িটি গড়িয়ে নদীতে পড়ে যায়। দেবরাজের বাবা জয়দেববাবুর দেহ পাওয়া গিয়েছিল রবিবার। তাঁর স্ত্রী রূপাদেবীর সন্ধান মেলেনি। মুর্শিদাবাদের এএসপি মৃণাল মজুমদার বলেন, “দেহ শনাক্ত করেন গাড়িটির চালক সঞ্জীব মার্জিত। বাড়িতে খবর পাঠানো হয়েছে।”
|
খুনের অভিযোগে ধৃত |
স্ত্রীকে খুনের অভিযোগে দিঘা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। দিঘা উপকূল থানা সূত্রে খবর, পূর্ব মুকুন্দপুর গ্রামের বাসিন্দা সন্তু সিংহ কর্মসূত্রে মুম্বইয়ে থাকতেন। সম্প্রতি মুম্বইয়েরই এক তরুণীকে বিয়ে করেন তিনি। বিয়ের কয়েকদিন পরে আগুনে পুড়ে মৃত্যু হয় তাঁর স্ত্রী-র। বাড়ি পালিয়ে আসেন সন্তু। ইতিমধ্যে মৃতার বাপের বাড়ির লোকজন থানায় অভিযোগ করেন, সন্তুই কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে। মোবাইলের সূত্র ধরে মঙ্গলবার দিঘা উপকূল থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। |
|