ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে জাতীয় দলের একের পর এক ব্যাটিং বিপর্যয় সামলাতে দেশের সেরা ব্যাটসম্যানদের ‘স্কুলে’ ফেরত পাঠাচ্ছে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। স্কুল মানে, ব্যাটিং ক্যাম্প। যে ক্যাম্পে যাচ্ছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক, রিকি পন্টিং এবং মাইক হাসি-সহ বেশ কয়েক জন তারকা সিনিয়র ব্যাটসম্যান। বক্সিং ডে-তে ধোনিদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে ২০ ডিসেম্বর থেকে তিন দিন মেলবোর্নে ব্যাটিং ক্যাম্পে হাজির থাকতে বলা হয়েছে ক্লার্ক, পন্টিং, হাসি, ব্র্যাড হাডিন, ড্যান ক্রিশ্চিয়ান এবং শেন ওয়াটসন-কে। ফিট থাকলে শন মার্শ-কেও ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। এর মধ্যে ওয়াটসনের আবার হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে। তিনি নিজেই বলেছেন, ভারতের বিরুদ্ধে দলে নির্বাচিত হলে প্রথম টেস্টে ব্যাট করলেও বল করতে পারবেন না। ক্লার্কদের জন্য আরও খারাপ খবর, আঙুলের ভাঙা হাড়ে আবার অস্ত্রোপচারের জন্য তিন-চার মাস মাঠের বাইরে চলে গেলেন রিজার্ভ উইকেটকিপার টিম পেইন। পন্টিংয়ের পাশে দাঁড়ালেন হরভজন: রিকি পন্টিংয়ের হয়ে সওয়াল করে হরভজন সিংহ বললেন, “পন্টিং এখনও শেষ হয়ে যায়নি। ওকে হিসাবের মধ্যে না রাখলে ভুল হবে। অতীতের থেকে এই অস্ট্রেলিয়া অনেক দুর্বল। সিরিজ জেতার খুব ভাল সুযোগ আছে ভারতের সামনে। তবে স্কোরলাইন নিয়ে ভবিষ্যদ্বাণী করব না।”
|
আইপিএলের প্রাপ্য টাকা নিয়ে তাঁর বক্তব্যকে প্রচারমাধ্যম বিকৃত করেছে বলে দাবি করলেন সুনীল গাওস্কর। মঙ্গলবার এক টিভি শো-তে তিনি বোর্ডের বিরুদ্ধে আক্রমণাত্মক কিছু মন্তব্য রাখেন। বুধবার এক বিবৃতিতে গাওস্কর বলেছেন, “প্রচারমাধ্যমে ‘ইউ-টার্ন’ শব্দটা নিয়ে প্রচুর হেডলাইন বেরিয়েছে। এই শব্দটা আমি এক বারও ব্যবহার করিনি। শুধু বলেছিলাম, যা ঘটেছে তাতে আমি ভীষণ অবাক হয়েছি। এটাও বলিনি যে শরদ পওয়ার এবং অরুণ জেটলি আমাকে আশ্বস্ত করেন যে বকেয়া টাকা আমি পেয়ে যাব। শরদ পওয়ার শুধু অরুণ জেটলি-কে জানিয়েছিলেন যে আমাকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। জেটলি সেটা ওয়ার্কিং কমিটিকে জানান। এর বাইরে জেটলির কোনও ভূমিকা ছিল না।”
|
অভিষেক ম্যাচে বল হাতে চমকে দিল ৬ বছরের মুশির খান। অনূর্ধ্ব চোদ্দো জাইলস শিল্ড স্কুল ক্রিকেটে । বাঁ-হাতি স্পিনার মুশির আঞ্জুমান ইংলিশ স্কুলের (ক্লাস টু-র ছাত্র) হয়ে ৮ ওভার বল করে পাঁচটি মেডেন সহ ৬ উইকেট নিল মাত্র ১১ রানে। তা-ও মাত্র ৮ ওভার বল করে। গতকাল ব্যাটে ৩ রান করলেও, এ দিন মুশিরের দাপটেই প্রতিপক্ষ শৈলেন্দ্র এডুকেশন সোসাইটি-র দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ২৮ রানে। নৌশাদ খানের ছাত্র, এই খুদে ক্রিকেটারের স্কুল আঞ্জুমান ম্যাচ জিতে নিল এক ইনিংস ও ৪০ রানে।
|
সুযোগ নষ্টের খেসারত দিল প্রয়াগ। আই লিগে যুবভারতীতে পৈলান অ্যারোজের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকল তারা। প্রতিপক্ষকে আটকাতে ত্রুটি রাখেননি পৈলান। গালের জন্যও ঝাঁপাল পৈলান। প্রয়াগ গোলকিপার অভিজিৎ মণ্ডল কয়েকটা দুরন্ত সেভ না করলে লিগে প্রথম তিন পয়েন্ট পেতে পারত পৈলান। অন্য ম্যাচে চিরাগ কেরলকে ২-১ হারাল চার্চিল ব্রাদার্স। স্পোটির্ং ক্লুবকে ৩-১ হারিয়েছে এয়ার ইন্ডিয়া।
|
সাউথ দমদম সেবা-র তিন দিনের ফুটবল টুর্নামেন্ট শুরু ১৬ ডিসেম্বর, দমদম সেন্ট মেরিজ স্কুল মাঠে। শেষ দিন ফাইনালের আগে প্রাক্তন তারকা ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। |