|
|
|
|
টুকরো খবর |
স্থায়ী সেতুর দাবি |
নিজস্ব সংবাদদাতা • দাসপুর |
দাসপুরের কলমিজোড়ে স্থায়ী সেতুর দাবিতে ফের আন্দোলনে নামলেন কংসাবতীর দু’পাড়ের বাসিন্দারা। আগে কলমিজোড়ে একটি কাঠের সেতু ছিল। কাঠের হলেও ওই সেতুর উপর দিয়ে মোটর সাইকেল থেকে ছোটখাটো যানবাহনও চলাচল করত। স্থানীয় কাদিলপুর, ফকিরবাজার, কলমিজোড়, জ্যোতবানি, শ্রীরামপুর, কিশোরপুর, সালামপুর-সহ তিরিশটি গ্রামের হাজার হাজার মানুষের কাছে ওই সেতুটিই ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। কিন্তু চলতি বছরে বন্যায় পরপর দুবার দাসপুরের নিজামপুর এবং চকবোহালিয়ায় কংসাবতীর বাঁধ ভেঙে যাওয়ার পর জলের তোড়ে সেতুটি ভেঙে যায়। তার পর সাময়িক ভাবে চলাচলের জন্য একটি অস্থায়ী সেতু তৈরি হলেও তা যান চলাচলের উপযোগী নয়। স্থায়ী সেতুর দাবিতে রবিবার স্থানীয় এভারগ্রিন ক্লাবের উদ্যোগে একটি গন-কনভেনশনের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের পক্ষে কমল মণ্ডল, অনুপম দে, গৌর মাসান্তরা বলেন, “তিন বার এলাকার মানুষ আন্দোলন করেছেন। আমাদের দাবি প্রশাসনকে জানানোও হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি।” ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী বলেন, “সেতু তৈরির জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
|
নৃত্যানুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
খড়্গপুরের ঝাপেটাপুরে কেন্দ্রীয় বিদ্যালয়ে হয় নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানে ধ্রুপদী নৃত্য পরিবেশন করেন বিরজু মহারাজের ভাই রামমোহন মহারাজ। আগামীতে খড়্গপুরের ছাত্রছাত্রীদের নিয়ে নৃত্য কর্মশালা করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। |
|
|
|
|
|