অযোধ্যা পাহাড় থেকে নেমে হাতির একটি দল বলরামপুরের ঘাটবেড়া-কেরোয়া এলাকায় উপদ্রব চালাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সাত-আটটি হাতির দল গত কয়েক দিন ধরে গিতিংলহর, নন্দুডি গ্রামগুলিতে উপদ্রব চালাচ্ছে। হাতিগুলি জমির ধান ও সব্জি নষ্ট করেছে। বলরামপুরের রেঞ্জ অফিসার আফতার রহমান বলেন, “হাতিগুলিকে ঝাড়খণ্ডে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে।” অন্য দিকে ঝালদা-বাঘমুণ্ডি সীমান্তে অযোধ্যা পাহাড়তলির আরও কয়েকটি গ্রামে ১৭-১৮টি হাতির দল হানা দিচ্ছে বলে বাসিন্দাদের অভিযোগ। বন দফতর জানিয়েছে, এই সময়ে মাঠের পাকা ধান খাওয়ার লোভে হাতিগুলি লোকালয়ে চলে আসছে। তাদের উপরে বনকর্মীরা নজর রাখার চেষ্টা চালাচ্ছে।
|
ফের চোরাশিকারিদের গুলির নিশানা কাজিরাঙার গন্ডার। আজ সকালে ব্রহ্মপুত্রের প্রত্যন্ত এক চরে, বনরক্ষীরা একটি পুরুষ গন্ডারের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেন। কাজিরাঙার অধিকর্তা সুরজিৎ দত্ত জানান, বিসবেলি চাপোড়িতে দু-তিনদিন আগে পূর্ণবয়স্ক পুরুষ গন্ডারটিকে হত্যা করা হয়েছে। টহলদার বাহিনী দেহটি দেখতে পায়। খড়্গটি কাটা। এই নিয়ে চলতি বছরে, কাজিরাঙায় চোরাশিকারিদের হাতে ৫টি গন্ডার মারা গেল।
|
জয়গাঁয় ঘুরল বিশেষজ্ঞ দল |
জয়গাঁয় নদী ভাঙন ও ভুটান পাহাড় থেকে নেমে আসা পলি ও ডলোমাইটে কৃষি জমির উর্বরা শক্তি নষ্ট হওয়া নিয়ে প্রাথমিক পর্যবেক্ষণ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নদী ও সমুদ্র ভাঙ্গন বিশেষজ্ঞরা। জয়গাঁ উন্নয়ন পষর্দের চেয়ারম্যান মিহির গোস্বামী বলেন, “জয়গাঁ উন্নয়ন পষর্দ এলাকায় সমীক্ষা চালানোর জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোপীনাথ ভান্ডারিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি সোমবার ও মঙ্গলবার জয়গাঁ শহরের পাশ দিয়ে বয়ে চলা তোর্সা নদী, হাসিমারা ঝোরার ভাঙন ও বর্ষার সময় প্রতিবেশী দেশ ভুটান পাহাড় থেকে যে ভাবে ডলমাইট ও পলি নেমে কৃষি জমির ক্ষতি করছে তা প্রাথমিক ভাবে পর্যবেক্ষণ করেন। গবেষক গোপীনাথবাবু বলেন, “জয়গাঁয় তোর্সা নদীর ভাঙন ও ভুটান পাহাড়ে ডলোমাইট মিশ্রিত পলিতে কৃষিজমির প্রচুর ক্ষতি হচ্ছে। অনেক জায়গায় ৭ থেকে ১০ ফুট পলির স্তর জমেছে। বিষয়টি নিয়ে আমি প্রাথমিক রিপোর্ট বিশ্ববিদ্যালয়ে পেশ করব। পরে ফের পর্যবেক্ষণ চালানো হবে।” |