কলকাতায় এক চিলতে বাংলাদেশের আভাস নিয়ে এ বছরও হতে চলেছে ‘বাংলাদেশ উৎসব’। বেকবাগানে বাংলাদেশ উপ-হাইকমিশন চত্বরে ওই অনুষ্ঠানে থাকবে বাংলাদেশি লোকগীতি। সঙ্গে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি। এ বারের নতুন সংযোজন বাংলাদেশের ব্যান্ড। এ ছাড়া, ঢাকাই জামদানি, রাজশাহির সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়ি-সহ নানাবিধ হস্তশিল্প প্রদর্শনীর ব্যবস্থা থাকছে বলে উপ-হাইকমিশন সূত্রে খবর। পাওয়া যাবে ঢাকার বিখ্যাত কাচ্চি বিরিয়ানি, ভুনা খিচুড়ি আর ইলিশের রকমারি পদ। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন আয়োজিত পাঁচ দিনের এই উৎসব শুরু হচ্ছে শুক্রবার।
|
কলকাতা মেডিক্যালের কর্মী আবাসনের ছাদ থেকে বুধবার দুপুরে ‘ঝাঁপ’ দিল এক কিশোরী। পুলিশ জানায়, বিডন স্ট্রিটের বাসিন্দা ওই কিশোরী দশম শ্রেণির ছাত্রী। পুলিশ জানায়, সে ওই আবাসনে সহপাঠীর বাড়িতে যায়। কিন্তু বাড়িতে কেউ ছিলেন না। তখনই অন্যদের চোখ এড়িয়ে ওই কিশোরী ‘ঝাঁপ’ দেয়। আশঙ্কাজনক অবস্থায় সে মেডিক্যালে ভর্তি। |