রেশন কার্ড বিলি মুরারইয়ে
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
মুরারই ২ পঞ্চায়েত সমিতির জাজিগ্রাম কোড়াপাড়ার আদিবাসী পরিবারের হাতে বুধবার রেশন কার্ড তুলে দিল প্রশাসন। গ্রামের ৩০টি পরিবারের মধ্যে ২৬টি পরিবারের ১৩৬ জনের হাতে রেশন কার্ড তুলে দেওয়া হয়। মুরারই ২ ব্লকের বিডিও অরূপ দত্ত বলেন, “দেড় মাস আগে আমাদের নজরে আসে জাজিগ্রাম পঞ্চায়েতের জাজিগ্রাম কোড়াপাড়া গ্রামের ৬টি পরিবারের ২০ জনের রেশন কার্ড আছে। তার পরে ব্লক থেকে উদ্যোগী হয়ে এ দিন ১৩৬টি কার্ড দেওয়া হয়।” মুরারই ২ ব্লক খাদ্য সরবরাহ দফতরের পরিদর্শক বিবেকানন্দ কোনাই বলেন, “আগে ২০ জনের রেশন কার্ড ছিল।” বিডিও এবং খাদ্য পরিদর্শক উভয়ই বলেন, “এত দিন ওই সব পরিবারের রেশন কার্ড ছিল না সে সম্পর্কে আমরা জানতাম না। অথচ কেউ রেশন কার্ডের জন্য আবেদনও করেনিন।” |
ধৃত মাওবাদী স্কোয়াড সদস্য
নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল |
বীরভূমের রাজনগর থানার জয়পুর থেকে মঙ্গলবার সন্ধ্যায় এক মাওবাদী স্কোয়াড সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রাজেশ ওরফে প্রশান্ত টুডু। রাজনগরের মাদারপুর গ্রামের বাসিন্দা প্রশান্তকে বুধবার দুবরাজপুর আদালতে হাজির করানো হলে বিচারক সাত দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। জেলা পুলিশ সুপার নিশাত পারভেজের দাবি, “২০১০ সালে খয়রাশোলের ধাসুনিয়া পুলিশ ক্যাম্পের কাছে মাওবাদীদের সঙ্গে গুলি বিনিময় হয়েছিল। ওই বছর খয়রাশোলের জোনাল নেতা ষষ্ঠী বাউড়ি খুন হয়েছিলেন। ওই দুই ঘটনায় প্রশান্ত জড়িত রয়েছে।” |
গাড়ি ছিনতাই চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল সারেঙ্গা থানার পুলিশ। ধৃতের নাম রামু রায়। বারিকুল থানার ফুলকুসমা গ্রামে তাঁর বাড়ি। পুলিশের দাবি, সোমবার রাতে সারেঙ্গা থানার তাঁতিডাঙার জঙ্গলে রাস্তায় গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে জনা চারেক দুষ্কৃতী জড়ো হয়েছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে রামুকে ধরে ফেলে। ৩ ডিসেম্বর তঁতিডাঙার জঙ্গলে, সারেঙ্গা-পিড়রগাড়ি রাস্তায় একটি গাড়িতে ছিনতাই হয়েছিল। ওই ঘটনায় রামু জড়িত ছিল বলে দাবি। মঙ্গলবার ধৃতকে খাতড়া আদালতে তোলা হলে ১৪ দিন জেলহাজত হয়। |