|
|
|
|
|
|
|
তিনি বলেন |
অনুষ্ঠানবাড়িতে এসি থাকলে ‘স্মোক ডিটেক্টর’ ও বিপদঘণ্টি বসাতেই হবে। |
বিভাস গুহ |
প্রসঙ্গ অনুষ্ঠানবাড়ির অগ্নি-সুরক্ষা |
|
|
|
|
|
বাজার যাওয়ার আগে |
|
বাজারে যাওয়ার আগে একনজরে দেখে নিন কাল শহরের কোন বাজারে কত টাকায় কী বিকিয়েছে: |
|
গড়িয়াহাট: আলু ৫, নতুন আলু ১০, পেঁয়াজ ২০, বেগুন ১৪, টোম্যাটো ২৫, ফুলকপি ৮ (একটি), বাঁধাকপি ১৪, কড়াইশুঁটি ৮০,
শিম ৩০, ক্যাপসিকাম ৫০, মুলো ২০, পালং শাক ২০, আপেল ৮০, মোসাম্বি ৭০ (ডজন), পেয়ারা ৩০, বেদানা ১৬০,
পাকা পেঁপে ২০, কাটা পোনা ২০০, ট্যাংরা ৩৫০, পমফ্রেট ৩৫০, ভেটকি ৩০০, পার্শে ৩০০, পাবদা ৩০০, তোপসে ২৫০। মানিকতলা: আলু ৫, নতুন আলু ১০, পেঁয়াজ ১৮, বেগুন ১২, টোম্যাটো ২৫, ফুলকপি ৮ (একটি), কড়াইশুঁটি ৭০, শিম ২০,
গাজর ৩০, মুলো ২০, ঢ্যাঁড়স ২৫, পেঁপে ২০, শসা ২০, মোসাম্বি ৭০ (ডজন), পেয়ারা ৩০, পাকা পেঁপে ২৫,
কাটা পোনা ১৮০, ট্যাংরা ৩০০, গুরজালি ২৫০, ভেটকি ২৫০, তোপসে ২৫০। শোভাবাজার: আলু ৫, নতুন আলু ১০, পেঁয়াজ ১৮, টোম্যাটো ৩০, ফুলকপি ৬ (একটি), বাঁধাকপি ১০, কড়াইশুঁটি ৭০,
শিম ২০, গাজর ২৫, ক্যাপসিক্যাম ৫০, পালং শাক ১২, কুমড়ো ১৮, আপেল ৮০, মোসাম্বি ৭০ (ডজন), পাকা পেঁপে ২৫,
কাটা পোনা ১৬০, পমফ্রেট ৩০০, ভেটকি ২৫০, পার্শে ৩০০, পাবদা ২৫০, তোপসে ২০০। |
|
|
|
|
|
|
আজ জন্মদিন হলে |
|
পুলকরঞ্জন দেব |
|
|
|
শুভ সংখ্যা: ১, ২, ৪ ও ৮।
শুভ দিন: বুধ, বৃহস্পতি ও শনি।
শুভ রং: ধূসর, ছাই, কালো, গাঢ় নীল ও
লালচে নীল।
শুভ রত্ন: নীলা ও এমেথিস্ট। |
মধ্যবয়স্ক ও প্রবীণ ব্যক্তিরা স্নায়ুরোগ এবং হজমের গণ্ডগোলে ভুগতে পারেন। কর্মক্ষেত্রে প্রতিকূলতার মধ্যে দেরিতে সাফল্য। তবে, কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। নানা কারণে ব্যয় বাড়বে, সঞ্চয় হবে না। ব্যবসায় মন্দার লক্ষণ। পাওনা টাকা আদায় হবে। দাম্পত্য জীবনে সহনশীলতা আবশ্যক। কোনও আত্মীয়ের উপদেশ ও সক্রিয়তায় বড় ধরনের বিপদ থেকে পরিত্রাণ। |
|
|
|
|
৫০ বছর আগে |
|
|
|
বিমান-টিকিট নিলাম |
|
মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায় কলিকাতায় এক অনুষ্ঠানে কলিকাতা -হংকং-কলিকাতা বিমানপথের একটি টিকিটের জন্য নিলাম ডাকিবেন। একটি ফিরতি টিকিটের দাম ২০০০ টাকা। যিনি দুই হাজার টাকার উপর সর্বোচ্চ দর দিবেন তিনি ঐ টিকিটের অধিকারী হইবেন। ঐ টিকিট ‘এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’ শিক্ষা ও কল্যাণ সাহায্য ভাণ্ডারকে সাহায্য হিসেবে বিনামূল্যেই দিতেছেন বিহার বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ কার্যের জন্য। এই উপলক্ষে আগামী ডিসেম্বরে কলিকাতায় এক বিচিত্রানুষ্ঠানের সময়ে ঐ টিকিটটি নিলাম হইবে।
আনন্দবাজার পত্রিকা, ১৪ ডিসেম্বর ১৯৬১। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|