আগেই আশ্বস্ত করেছিলেন ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স বা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। এ বার রাজ্যের স্বাস্থ্য দফতরের নিজস্ব প্রতিনিধিদলও ঢাকুরিয়ার আমরি হাসপাতাল পরিদর্শন করে জানাল, সেখানকার রেডিওথেরাপি বিভাগ থেকে কোনও তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ হচ্ছে না। আগুন লাগার জেরে ওই হাসপাতালের ক্যানসার চিকিৎসা কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ ঘটতে পারে বলে আশঙ্কা ছড়িয়ে পড়েছিল। শুক্রবারেই সেখানে পরীক্ষানিরীক্ষা চালান জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। পরীক্ষার পরে বাহিনীর ডেপুটি ডিরেক্টর মুকেশকুমার বর্মা জানিয়ে দেন, আমরিতে অগ্নিকাণ্ডের জেরে ওই ভবনে বা বাইরে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনও প্রমাণ মেলেনি। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
তার পরেও সোমবার বিকেলে আমরিতে একটি প্রতিনিধিদল পাঠায় স্বাস্থ্য দফতর। দলে ছিলেন প্রশাসনিক বিভাগের ডেপুটি ডিরেক্টর হিমাদ্রি সান্যাল, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওথেরাপির প্রধান সুবীর গঙ্গোপাধ্যায়, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফিজিসিস্ট কৌশিক ঘোষ। সুবীরবাবু বলেন, “আমরা সার্ভেমিটার নিয়ে গিয়েছিলাম। দীর্ঘ ক্ষণ পরীক্ষা করে দেখেছি, ওখানে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের কোনও সমস্যা নেই।”
|
সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার জেলবন্দিদের একটি হুইল চেয়ার ও একটি স্ট্রেচার দিল বঙ্গীয় কারারক্ষী সমিতি। সমিতি জানিয়েছে, মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি হুইল চেয়ার ও স্ট্রেচারের বন্দোবস্ত করেছেন। এ দিন সমিতির সম্পাদক নিরুপম খাঁড়া বলেন, “সমিতির তৃতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই আয়োজন। শুরু থেকেই নানা রকম কাজকর্ম করছি। আগামী দিনেও এমন কর্মসূচি করব।”
|
হিমোফিলিয়া সোসাইটি, দুর্গাপুর চ্যাপ্টার এর উদ্যোগে বিনামূল্যে হিমোফিলিয়া রোগীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং দুঃস্থ হিমোফিলিয়া রোগীদের সাহায্য প্রদান অনুষ্ঠান আয়োজিত হল সংস্থার ভবনে। বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বীরভূম ও ধানবাদ থেকে আগত ৪২ জন রোগীকে চিকিৎসা করা হয় এদিন।
|
ঢাকুরিয়ায় আমরি হাসপাতালের বেসমেন্টে ড্রাগ স্টোরের লাইসেন্স ছিল কি না, তা-ও এ বার দেখা হচ্ছে। ড্রাগ কন্ট্রোলের প্রতিনিধিরা সোমবার আমরিতে গিয়ে খোঁজ নেন। সেখানকার ব্লাড ব্যাঙ্কটিও ঘুরে দেখেন তাঁরা। এ ছাড়া তদন্তের জন্য এ দিন হাসপাতালে যায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং কলকাতা গোয়েন্দা পুলিশের দল। বৃহস্পতিবার শেষ রাতের অগ্নিকাণ্ডের পরে রবিবার বিকেলে বেসমেন্ট থেকে আবার ধোঁয়া বেরিয়েছিল। কারণ খতিয়ে দেখতে এ দিন দমকলের দলও যায় আমরিতে।
|
রবিবার ভদ্রকালী ইউথ কর্পস-এর উদ্যোগে ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হল। কয়েক মাস আগেও ১০ জনকে হুইল চেয়ার দেওয়া হয়েছিল ক্লাবের তরফে। এ দিন একটি শববাহী গাড়িরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার তুলসীদাস বলরাম, ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা স্বপন বল প্রমুখ। পাশাপাশি বিনামূল্যে চক্ষুপরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছিল। অন্তত ৮০ জনের বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। সম্প্রতি শ্রীরামপুরের নিউগেট অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগেও চক্ষুপরীক্ষা শিবির হয়। |