আস্থা ভোটে হেরে গেলেন সুতি-২ ব্লকের উমরাপুর পঞ্চায়েত প্রধান কংগ্রেসের সাফাতুল্লা শেখ। সোমবার ১৪ সদস্যের ওই পঞ্চায়েতে ৮-০ ভোটের ব্যবধামে পরাস্ত হন তিনি। ওই পঞ্চায়েতে সিপিএমের সদস্য সংখ্যা ৭। তাঁদের সঙ্গে কংগ্রেসেরও এক সদস্য এ দিন প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসেন। কংগ্রেসের ৬ সদস্য অবশ্য অনুপস্থিত ছিলেন। পঞ্চায়েতে কংগ্রেসের দল নেতা গোলাম নাসের বলেন, “দলের নির্দেশ অমান্য করে এক কংগ্রেস সদস্য সিপিএম-কে সমর্থন করায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ ছাড়াও বিডিও আদালতের নির্দেশ লঙ্ঘন করে এই আস্থা ভোটের সভা ডেকেছেন। আমরা আদালতে যাচ্ছি।” সুতি ২-এর বিডিও সুকুমার বৈদ্য বলেন, “ওই পঞ্চায়েতের একটি মামলায় জঙ্গিপুর আদালত আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ২০ দিনের মধ্যে উত্তর চেয়েছেন। আস্থা ভোটের উপরে নিষেধাজ্ঞা নেই। তাই ওই সভা হয়েছে। প্রধান ৮-০ ভোটে অপসারিত হয়েছেন।”
|
মিছিল করা নিয়ে সোমবার রাতে বহরমপুরের চুয়াপুরে বচসা বাধল সিপিএম-তৃণমূলে। স্থানীয় দুই ডিওয়াইএফআই নেতাকে তৃণমূলের লোকেরা মারধর করে বলে অভিযোগ সিপিএমের। পুলিশ এসে তৃণমূলের দুই কর্মীকে থানায় নিয়ে যায়। পরে তৃণমূলের লোকজন আবার থানায় চড়াও হয়ে ওই দু’জনকে ছাড়িয়ে আনে বলে অভিযোগ। তিন পুলিশকর্মী জখম হয়েছেন এই ঘটনায়।
|
সালারের আউচা মাকালতোড় সেনপাড়া নেতাজি উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে জয়ী হল বামফ্রন্ট। ৬টির মধ্যে বামেরা ৫টি ও কংগ্রেস একটি আসন পেয়েছএ। অন্য দিকে, খড়গ্রামের বঙ্গদিঘি উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে জয়ী হল কংগ্রেস। ৬টি আসনের ৫টি কংগ্রেস ও বামফ্রন্ট একটি আসন পেয়েছে। |