গত বছর জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রিকোর্টারে হেরেই বিদায় নিতে হয়েছিল! সেই আফশোষ মিটিয়ে এ বার সুদে আসলে পুষিয়ে দিল শিলিগুড়ির ছেলে আকাশ নাথ। সোমবার কোচিনে জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতায় ক্যাডেট বিভাগে সেরা হল আকাশ। প্রতিদ্বন্দ্বী শিলিগুড়িরই ছেলে জিদানকুমার গগৈকে হারাতে তাঁকে বেগ পেতে হয়নি। ৪-১ গেমে জিদানকে হারিয়ে সোনা জিতে নেয় আকাশ। এ বছর ক্যাডেট বিভাগে শীর্ষ বাছাই ছিল আকাশই। এখন পর্যন্ত ৪ টি জোনালের মধ্যে শ্রীনগরে নর্থ জোনাল এবং থানেতে ওয়েস্ট জোনালে চ্যাম্পিয়ন হয়েছে। বোলপুরে ইস্ট জোনাল এবং গাঁধীধামে সেন্ট্রাল জোনালের ফাইনালে হেরে রানার্স হয়েছে। আর এ দিন ফাইনালে সেরার খেতাব ছিনিয়ে নেয় আকাশ। ওই সাফল্যে খুশি নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সংস্থার সভাপতি মান্তু ঘোষ বলেন, “ক্যাডেটে আকাশ সেরা হয়েছে। জিদান রানার্স। এই খেতাব থেকেই স্পষ্ট উত্তরবঙ্গ থেকে নতুন টেবল টেনিস প্রতিভা উঠছে। ভবিষ্যতেও ওরা নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে পারবে বলে আমি আশাবাদী।” এ দিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন আকাশের বাবা
|
আকাশ নাথ।
নিজস্ব চিত্র। |
কৌশিকবাবু, মা এরিনা দেবী দু’জনেই। ছেলের ওই সাফল্যের জন্য তারা মান্তু এবং তাঁর স্বামী সুব্রত (রাজা)-র প্রশংসা করেন। এরিনাদেবীর কথায়, “আকাশের এই সাফল্যের পিছনে মান্তু এবং রাজার অবদান অনেক। প্রচন্ড পরিশ্রম করে আকাশদের তৈরি করেছেন তো ওঁরাই। নিয়মিত আকাশকে কোচিং করিয়েছেন রাজা। আজ তার ফল মিলল। গত বছর তো ইন্দওর-এ প্রিকোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল আকাশ। আজ কোয়ার্টার, সেমি ফাইনাল, ফাইনালে ওর খেলা দেখে আমরা ভীষণ খুশি।” আকাশের কাছে হেরে জিদানকুমার রানার্স হওয়ায় একটি রুপো এসেছে উত্তরবঙ্গের ঝুলিতে। জিদান ক্যাডেট বিভাগে শীর্ষ বাছাইয়ের তৃতীয় স্থানে ছিল। তার আগে ছিল গুজরাতের মানব ঠক্কর। আকাশকে হারিয়ে এ বছর চারটি জোনালের দুটিতে সেরা হয়েছে মানব। বাকি দু’টিতে আকাশের কাছে তাকে হারতে হয়েছিল। এ দিন সেমি ফাইনালে মানব ঠক্করকে হারিয়েই ফাইনালে ওঠে জিদান। আকাশ শিলিগুড়ির দেশবন্ধু স্পোটির্ং ইউনিয়নের এবং জিদান শিলিগুড়ি টেবল টেনিস অ্যাকাডেমির খেলোয়াড়। ফোনে যোগাযোগ করা হলে আকাশ বলেন, “ফাইনালের ম্যাচগুলি জিততে পরিশ্রম করতে হয়নি। আগামী বছর থেকে সাবজুনিয়র বিভাগে খেলব। সেখানে জোনাল এবং জাতীয় প্রতিযোগিতায় ভাল পারফরম্যান্স করাটাই লক্ষ্য।” ক্যাডেটে দলগত বিভাগেও সোনা জিতেছে আকাশ-জিদানরা। মেয়েদের ক্যাডেট সিঙ্গলসে প্রথম রাউন্ডে হেরে বিদায় নেয় সকলে। সাবজুনিয়র বিভাগে সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠেছে সাগরিকা মুখোপাধ্যায়। সাবজুনিয়র বিভাগে ছেলেদের সকলেই প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে হেরে গিয়েছে। ১৩ ডিসেম্বর পর্যন্ত খেলা চলবে। |