টুকরো খবর |
মেদিনীপুর কলেজে অনাস্থা ছাত্র সংসদে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কানাঘুষো চলছিল। অবশেষে সোমবার মেদিনীপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদে ‘অনাস্থা’ আনল দলেরই বিক্ষুব্ধ গোষ্ঠী। ছাত্র সংসদের সভাপতি অনাস্থাপত্র নিতে অস্বীকার করলে ডাকযোগে তা পাঠিয়ে দেওয়া হয় বলে দাবি বিক্ষুব্ধ গোষ্ঠীর। অধ্যক্ষের কাছেও ৩৩ জন সদস্যের সই-সহ ওই ‘অনাস্থাপত্র’ পাঠানো হয়েছে বলে খবর। বিক্ষুব্ধদের তরফে দেবাশিস খান বলেন, “নতুন ছাত্রসংসদে সমস্ত বিভাগ থেকে প্রতিনিধি রাখা হয়নি। তাই আমরা বিরোধিতা করেছি।” মেদিনীপুর কলেজের অধ্যক্ষ প্রবীর চক্রবর্তী বলেন,“কয়েক জন ছাত্র আমার কাছে এসেছিল। তাঁদের বলেছি, বিষয়টি লিখিত ভাবে সংসদ সভাপতিকে জানাতে।” প্রায় এক দশক পর ভোটে জিতে এ বারই প্রথম মেদিনীপুর কলেজের ছাত্র সংসদ দখল করেছে টিএমসিপি। কিন্তু, তাতে গোষ্ঠীদ্বন্দ্বে ছেদ পড়ছে না। গত ২৯ নভেম্বর মেদিনীপুর কলেজে ছাত্র সংসদের ভোট হয়। ভোট পড়ে মাত্র মাত্র ১৭.৬ শতাংশ। কলেজে মোট ৮৭টি আসন। এরমধ্যে ওই দিন ভোটগ্রহণ হয় ৬৪টি আসনে। বাকি ২৩টি আসনে পরে ভোট নেওয়া হবে। ৬৪টি আসনের মধ্যে ৫৫টি পায় তৃণমূল ছাত্র পরিষদ, ৮টি ডিএসও ও ১টি ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হওয়ায় সংসদ গঠনের ক্ষেত্রে বাধা ছিল না। তাই, বিশ্ববিদ্যালয়ের যাবতীয় নির্দেশ মেনে ভোটের পর নতুন সংসদও গঠন হয়। কিন্তু, সপ্তাহ ঘুরতে না-ঘুরতেই শুরু হয়েছে অনাস্থা আনার তোড়জোড়।
|
স্কুলে জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
হাইস্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। রবিবার দাঁতন-১ ব্লকের বাইপাটনা বিদ্যাসাগর উচ্চবিদ্যালয়ে ভোট ছিল। ৬টি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। আগে ওই স্কুলে ক্ষমতায় ছিল বামফ্রন্ট।
|
খড়্গপুরে নাট্যোৎসব |
‘আলকাপ’ নাট্যগোষ্ঠীর উদ্যোগে শনিবার থেকে খড়্গপুরে শুরু হয়েছে তিনদিনের নাট্যোৎসব। আলকাপ প্রযোজিত নাটক ‘চড়ুইভাতি’ দিয়ে উৎসবের সূচনা হয়েছে। সংবর্ধনা দেওয়া হয় নাট্যকর্মী চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।
|
কর্মবিরতি |
জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সম্প্রতি একদিনের কর্মবিরতি পালন করলেন খড়্গপুরের বেকারি শ্রমিক সংগঠনের সদস্যেরা। |
|