টুকরো খবর
আজ দলীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন মমতা
প্রশাসনের কর্তাদের সঙ্গে সোমবারের বৈঠকের পরে, আজ, মঙ্গলবার দলের বিধায়ক, পুর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সরকারের ২০০ দিনের কাজের মূল্যায়ন এবং পরবর্তী কর্ম-পরিকল্পনা নিয়েই আজকের বৈঠকে আলোচনা হবে বলে তৃণমূলের এক সূত্রে জানা গিয়েছে। বৈঠকে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, কাউন্সিলর থেকে শুরু করে কলকাতা সংলগ্ন পুরসভাগুলির চেয়ারম্যান ও কাউন্সিলরদেরও ডাকা হয়েছে। এ দিনের মতোই টাউন হলে সন্ধ্যা ৬টায় বৈঠকের আয়োজন করা হয়েছে। তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, “কলকাতাসহ রাজ্যের বিভিন্ন শহরকে সুন্দরকে সাজানো, নাগরিক পরিষেবার কাজ সুষ্ঠুভাবে করা এবং তা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার ব্যাপারে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন। সেই বিষয়েও বৈঠকে আরও বিস্তারিতভাবে তিনি আলোচনা করবেন। সেইসঙ্গে রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিয়েও আলোচনার কথা আছে।”

বিদ্যুৎস্পৃষ্ট, জখম
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হল এক কিশোর। সোমবার সকালে, বেহালা থানার চামড়াপট্টিতে। পুলিশ জানায়, বাড়ির সামনের রাস্তায় বল নিয়ে খেলছিল কালু মল্লিক (১২)। বলটি রাস্তার ধারের ট্রান্সফর্মার বক্সে চলে যায়। বলটি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় কালু। পুলিশ জানায়, আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে বেহালা বিদ্যাসাগর হাসপাতাল ও পরে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়।

ছাত্র-মৃত্যুর তদন্ত
কলেজছাত্র কৌস্তভ মজুমদারের অপমৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করল পুলিশ। পরিবারের অভিযোগ, অন্য এক কলেজছাত্র ও ছাত্রীর কারণেই মানসিক অবসাদে কৌস্তভ আত্মঘাতী হন। গত শুক্রবার বাদুর এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে নিজের মোটরবাইক-সহ অগ্নিদগ্ধ হন সোনারপুরের সানিপার্কের বাসিন্দা কৌস্তভ। কলকাতার একটি নার্সিংহোমে মারা যান তিনি। পুলিশ জানায়, কৌস্তভ কলকাতার একটি কলেজে পড়তেন। পুলিশের অনুমান, প্রণয়ঘটিত কারণেই এই মৃত্যু। তবে তা আত্মহত্যা কি না, খতিয়ে দেখছে পুলিশ। এখনও কেউ ধরা পড়েনি।

পোড়া গন্ধে ফিরল বিমান
ভুবনেশ্বরের পথে ওড়ার সময় ককপিট থেকে পোড়া গন্ধ বেরনোয় বিমান নিয়ে কলকাতায় ফিরে এলেন চালক। সোমবার সন্ধ্যা ৬টা ২২ মিনিট নাগাদ কলকাতা থেকে ৬৬ জনকে উড়েছিল জেট এয়ারওয়েজের বিমানটি। বিমানবন্দর সূত্রের খবর, প্রায় ৪২ মাইল ওড়ার পরে পাইলট কলকাতা বিমানবন্দরের এটিসি-কে জানান, ককপিট থেকে পোড়া গন্ধ বেরোচ্ছে। ৭টা ৩ মিনিটে বিমানটি কলকাতায় জরুরি অবতরণ করে। সকলেই নিরাপদে আছেন।

পথ অবরোধ
ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বচসার জেরে পথ অবরোধ হল। পুলিশ জানায়, সোমবার সকালে গড়িয়া দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে এসএফআই ও টিএমসিপি সমর্থকদের মধ্যে বচসা হয়। বহিরাগতদের নিয়ে টিএমসিপি কলেজে হামলা চালাচ্ছে, এই অভিযোগে এসএফআই সমর্থকেরা দুপুরে আধ ঘণ্টা রাজা এস সি মল্লিক রোড অবরোধ করেন। পুলিশ পৌঁছে অবরোধকারীদের সরায়।

বিশেষ লঞ্চ
আগামী ১৭ ডিসেম্বর, শনিবার সারদা দেবীর ১৫৯তম জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠে বিশেষ পূজা ও ধর্মসভা হবে। বেলুড় মঠের কার্যাধ্যক্ষ স্বামী গিরিশানন্দ জানান, ভক্ত ও জনসাধারণের সুবিধার জন্য পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ নিগম সারাদিন বিশেষ লঞ্চ চালাবে।

পার্কের দায়িত্ব
আমরি হাসপাতাল সংলগ্ন যে পার্কের রক্ষণাবেক্ষণ করত ওই হাসপাতাল, সোমবার কেএমডিএ-র প্রতিনিধিরা সেটির দায়িত্ব নিজেদের হাতে নিলেন। বিষয়টি আমরি কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে বলেও জানান প্রতিনিধিরা।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.