বিনিয়োগ টানতে রাজ্যের বিভিন্ন ইতিবাচক দিককে লগ্নিকারীদের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিল সরকার। এই উদ্দেশ্যে আগামী ৯ জানুয়ারি থেকে মিলন মেলা প্রাঙ্গণে সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছ’দিনের ওই সম্মেলনের নাম দেওয়া হয়েছে, ‘বেঙ্গল লিড ২০১২ সামিট’। তথ্য-প্রযুক্তি, গাড়ি, বস্ত্র, পর্যটন, সংস্কৃতি, খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি-সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্য কোন জায়গায় দাঁড়িয়ে, তা লগ্নিকারীদের সামনে তুলে ধরা হবে। সোমবার এ কথা জানিয়েছেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
|
কোচবিহারের চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের পরিকাঠামো খতিয়ে দেখলেন এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের এক প্রতিনিধি দল। সোমবার ব্যাঙ্কের অন্যতম ডিরেক্টর শেখর বনুর নেতৃত্বে দলটি সেখানে যায়। সার্ক ট্রান্সপোর্ট কর্পোরেশনের কয়েকজন সদস্য তাঁদের সঙ্গে ছিলেন। চ্যাংরাবান্ধার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও তাঁরা কথা বলেন। চ্যাংরাবান্ধা বিডিও অফিসে প্রশাসনের কর্তাদের নিয়ে তাঁরা বৈঠকও করেন।
|
ভারতে ফরচুন ৫০০ সংস্থাগুলির যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে শীর্ষে রয়েছে রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল। দ্বিতীয় স্থানটি দখল করেছে মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। বার্ষিক আয়ের ভিত্তিতেই এই হিসাব প্রকাশ করা হয়েছে। গত বারেও তারা একই জায়গায় ছিল বলে সংস্থা জানিয়েছে। |