টুকরো খবর
জেমুয়ায় প্রধান তালাবন্দি, উপপ্রধানও
রাস্তায় আলো লাগানোকে কেন্দ্র করে বচসার জেরে সোমবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সিপিএম শাসিত জেমুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে কার্য্যালয়ে তালাবন্ধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, পান্ডবেশ্বরের বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের বিধায়ক কোটার তহবিল থেকে পঞ্চায়েত এলাকার রাস্তায় আলো লাগানোর কাজ চলছে। তৃণমূল নেতা বাণী ঘোষের অভিযোগ, কিছু আলো লাগানোর পরে কাজ বন্ধ হয়ে গিয়েছে। অবিলম্বে সমস্ত আলো লাগানোর দাবি জানান তাঁরা। অন্যদিকে পঞ্চায়েত প্রধান দেবী রুইদাসের অভিযোগ, ঠিকাদার প্রকল্পের নকশা মতো আলো না লাগানোয় তাঁরা কৈফিয়ৎ চেয়েছেন। কিন্তু তৃণমূল ঠিকাদারের হয়ে তদ্বির করতে এসেছে। তিনি প্রতিবাদ জানানোয় তাঁকে এবং উপপ্রধান আবদুল মান্নানকে ঘরে তালাবন্ধ করে আটকে রেখে বিক্ষোভ দেখায় তৃণমূল।

ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভ
বেসরকারি নিরাপত্তারক্ষীদের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া ও এক জখম নিরাপত্তারক্ষীর ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সালানপুর এরিয়া কার্য্যালয়ে এজিএমকে সোমবার চারঘন্টা ঘেরাও করে বিক্ষোভ দেখায় যুব তৃণমূল। তাদের দাবি, চার মাস আগে ঠিকা সংস্থা খারিজ হয়ে গেলেও নিরাপত্তা রক্ষীদের সরানো হয়নি আবার দায়িত্বও নিচ্ছে না ইসিএল। অথচ ওই নিরাপত্তারক্ষীরা দিনের পর দিন কাজ করে চলেছেন। এক কর্মী ওয়াগনের চাকায় পায়ের নিচের অংশ হারিয়েছেন। এরপরেও কর্তৃপক্ষ বার বার টালবাহানা করছেন। সোমবার তাঁরা এজিএমকে জানিয়ে দিয়েছেন, ২৪ ঘন্টার মধ্যে জখম কর্মীর সম্পূর্ণ ক্ষতিপূরণ ঘোষণা না করলে তাঁরা পুলিশ কমিশনারের দফতরে বিক্ষোভ দেখানোর পর অভিযোগ দায়ের করতে বাধ্য হবেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলা হবে।

চালু হল বিস্কুট কারখানা
দীর্ঘদিন বন্ধ থাকার পরে আসানসোলের একটি বেসরকারি বিস্কুট কারখানার ‘সাসপেনসন অফ ওয়ার্ক’ বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিলেন কর্তৃপক্ষ। কারখানার কর্ণধার প্রেম গোয়েল জানিয়েছেন, সোমবার সকাল থেকে স্বাভাবিক উৎপাদন শুরু হয়েছে। তিনি জানান, শনিবার ডেপুটি লেবার কমিশনারের অফিসে আইএনটিটিইউসি-র জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় এবং সিটু নেতা যতন মজুমদারের উপস্থিতিতে একটি বৈঠক আয়োজিত হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, উভয় শ্রমিক সংগঠন কাজের সুস্থ পরিবেশ বজায় রাখার সব রকমের সহযোগিতা করবে। উল্টো দিকে শ্রমিক স্বার্থ রক্ষা করবেন মালিকপক্ষ। দীর্ঘ আলোচনার পরে উভয় পক্ষ সহমত পোষণ করলে কারখানাটির অচলাবস্থা কেটে যায়।

দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জয়ন্ত মুখোপাধ্যায় (৪০)। আহত হয়েছেন আরও এক জন। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে কুলটি থানার ডুবুরডিহি চেকপোস্টের কাছে ওই দুই মোটর সাইকেল আরোহী উল্টো দিক থেকে আসা একটি গাড়িকে মুখোমুখি ধাক্কা মারে। দু’জনেই গুরুতর জখম হন। তাঁদের বরাকরের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জয়ন্তবাবুকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাঁর সঙ্গী।

বধূ ‘নির্যাতন’, ধৃত
বধূ নির্যাতনের অভিযোগে হিরাপুর থানার পুলিশ বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থেকে এক গৃহবধূর শ্বাশুড়িকে গ্রেফতার করেছে। হিরাপুর থানার ইসমাইলের বাসিন্দা দেবপ্রিয়া ভট্টাচার্য পুলিশের কাছে অভিযোগ করেন, বছর পাঁচেক আগে তাঁর সঙ্গে বিয়ে হয় গঙ্গাজলঘাটির বাসিন্দা অশোক ভট্টাচার্যের। বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ির হাতে শারীরিক ও মানসিক নির্যাাতনের শিকার হন তিনি। স্বামী পলাতক বলে জানিয়েছে পুলিশ।

কয়লা পাচার, ধৃত ৩
অবৈধ কয়লার কারবারে যুক্ত থাকার অভিযোগে কুলটি থানার পুলিশ ফিরোজা হোসেন, মহম্মদ মুর্সিদ সেলিম ও প্রিন্টার মাজি নামে তিন জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ৮ জুলাই কুলটি থানার আলডিতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ প্রচুর অবৈধ কয়লা আটক করে। তখনই ঘটনাস্থল থেকে এই তিন জন পালিয়ে যায়। রবিবার তাদের গ্রেফতার করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.