|
|
|
|
|
|
|
মার্কিন মুলুকে ম্যানেজমেন্ট পড়তে |
অনেক ভারতীয় ছাত্রই বিদেশে গিয়ে এমবিএ পড়তে চায়। বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক ডিগ্রির কদর যেমন বাড়ছে, তেমনই বাড়ছে সুযোগ। বলা বাহুল্য, অন্যতম পছন্দের গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। কয়েকটি গুরত্বপূর্ণ তথ্য দেওয়া হল এখানে। কী ধরনের এমবিএ করা যায়?
মোট তিন ধরনের এম বি এ কোর্স রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
১) পূর্ণ সময়ের কোর্স, মেয়াদ দু’বছর কিংবা চারটে সেমেস্টারের
২) পার্ট-টাইম প্রোগ্রাম, দুই থেকে তিন বছরের এবং
৩) অ্যাক্সি-লারেটেড প্রোগ্রাম, এক বছরের। |
|
শেষ কোর্সটি গুটিকতক প্রতিষ্ঠানেই পড়ানো হয়। যোগ্যতা কী লাগে? কী ভাবে ভর্তি হতে হয়? সাধারণত যে কোনও প্রতিষ্ঠানে ভর্তি হতে কমপক্ষে ফার্স্ট ক্লাস অথবা হাই সেকেন্ড ক্লাস পেয়ে স্নাতক হতে হবে। এ ছাড়া জিআরই/ জিম্যাট এবং টোয়েফল স্কোর লাগবে। অধিকাংশ বিজনেস স্কুলই জিম্যাটের স্কোর দেখে। ভাল প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে জিম্যাটে মোটামুটি ৬০০ স্কোর করতে হবে। কোনও কোনও বিজনেস স্কুলে কিন্তু কাজের অভিজ্ঞতা চায়। প্রার্থীকে তাই কোনও স্কুলে ভর্তি হওয়ার আগে প্রতিষ্ঠানের চাহিদা সম্পর্কে ভাল করে খোঁজ নিতে হবে। এ ছাড়া ভর্তির সময় আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস লাগে যেমন, কয়েকটা লেটার অব রেকমেন্ডেশন আর ভাল স্টেটমেন্ট অব পারপাস। |
|
• এম বি এ তে ভর্তি হতে স্নাতক স্তরে কমপক্ষে ফার্স্ট অথবা হাই সেকেন্ড ক্লাস পেতে হবে। সঙ্গে চাই জিআরই/ জিম্যাট ও টোয়েফল স্কোর।
• বার্ষিক খরচ পড়বে ২৫,০০০ থেকে ৬০,০০০ মার্কিন ডলার।
• www.petersons.com/educationusa, www.mba.com ওয়েবসাইটে বি-স্কুলের খোঁজ পাবে। |
|
|
এখানে কোন কোন বিষয়ে স্পেশালাইজেশন করা যায়?
এখানে প্রচুর বিষয় আছে স্পেশালাজেশন করার জন্য অ্যাকাউন্টিং, বিজনেস ম্যানেজমেন্ট জেনারেল, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, ফিনান্স, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, অপারেশন ম্যানেজমেন্ট, অর্গানাইজেশনাল বিহেভিয়র, প্রোডাকশন ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট, রিয়েল এস্টেট, রিস্ক ম্যানেজমেন্ট, ইত্যাদি।
কোথায় কোন বি-স্কুল আছে সেই সম্বন্ধে খোঁজ পাওয়া যেতে পারে www.petersons.com/educationusa, www.mba.com বা www.aacsb.edu ওয়েবসাইট থেকে।
খরচ কত পড়ে?
এমবিএ পড়তে বার্ষিক খরচ পড়বে ২৫,০০০ থেকে ৬০,০০০ মার্কিন ডলার। এর মধ্যে প্রতিষ্ঠানের টিউশন ফি এবং থাকার খরচও ধার্য রয়েছে। তবে মনে রাখতে হবে এক একটা স্কুলের পড়ার খরচ এক
এক রকম।
বিশদ জানতে যোগাযোগ করা যেতে পারে কলকাতার ইউসিয়েফ-এ। ফোন: ০৩৩-৩৯৮৪৬৩১০। ওয়েবসাইট: www.usief.org.in
|
|
|
|
|
|