টুকরো খবর |
নিখোঁজ যুবক
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
টিকিট কাটতে সে নবদ্বীপ স্টেশন থেকে শনিবার সকালে নিখোঁজ হয়ে গিয়েছেন বছর তিরিশের যুবক সুজিত শর্মা। সমুদ্রগড়ের নসরতপুরের বাসিন্দা সুজিতবাবু পেশায় চিকিৎসক। তাঁর বাবা বিজনবিহারী শর্মা বলেন, “আমরা দু’জন সকাল ৯টা নাগাদ নবদ্বীপ আসি। কিন্তু টিকিটের ব্যবস্থা হয়নি। সুজিত আমাকে বাড়ি ফিরে যেতে বলে। জানায়, ও চেষ্টা করে দেখছে অন্য কোনও ব্যবস্থা করা যায় কি না। দুপুরেও সুজিত বাড়ি না ফেরায় আমরা খোঁজ খবর শুরু করি। ওর কাছে দু’টো মোবাইল ছিল। কিন্তু যোগাযোগ করা যাচ্ছে না।” পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
|
জাল নোট উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
এক লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল কেন্দ্রীয় শুল্ক দফতরের কর্মীরা। রবিবার রাতে রঘুনাথগঞ্জ ফুলতলা থেকে টাকা উদ্ধার হয়। এই ঘটনায় দু’জনকে গ্রেফতারও করা হয়েছে। আটক করা হয়েছে একটি মোটর বাইক। কেন্দ্রীয় শুল্ক দফতরের জঙ্গিপুরের সুপারিন্টেন্ডেন্ট অম্লান গুহ জানান, ধৃতদের নাম রমেন চৌধুরী ও সুলতান মণ্ডল। রমেনের বাড়ি রঘুনাথগঞ্জের গোপালনগরে। সূলতান মিঞাপুরের বাসিন্দা। শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, ৫০০ টাকার দু’শোটি নোট নিয়ে বাইকে চড়ে যাওয়ার সময়ে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।
|
ধর্ষণে সাত বছরের কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
ধর্ষণের দায়ে এক যুবককে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছ’ মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। তেহট্ট ফাস্ট ট্রাক আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সোমনাথ মুখোপাধ্যায় বৃহস্পতিবার থানারপাড়ার সাহেবপাড়ার রাজিবুল মাল নামে ওই যুবককে দোষী সাব্যস্ত করেন। শুক্রবার সাজা ঘোষণা হয়। সরকার পক্ষের আইনজীবী অমৃতাভ মণ্ডল বলেন, ‘‘রাজিবুল পাশের গ্রাম ধোড়াদহের এক নাবালিকাকে ধর্ষণ করে। ২০০৯ সালের ২৬ মে মেয়েটি থানায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।’’
|
ভুয়ো ম্যারেজ রেজিস্ট্রার ধৃত
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
এক ভুয়ো ম্যারেজ রেজিস্ট্রারকে গ্রেফতার করল রেজিনগর থানার পুলিশ। শনিবার বেলডাঙার কাজিসাহা থেকে আনারুল হক নামে ওই ব্যক্তিকে ধরা হয়। আনারুলের ৫ সহকারীকে রেজিনগরের শক্তিপুর থেকে এ দিনই গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে আনারুল ও তার সহকারীরা ম্যারেজ রেজিস্ট্রার পরিচয় দিয়ে কাজ করত। আনারুল ছাড়াও ওই দিন সরিফুদ্দিন শেখ, বাহের হুসেন, রফিক শেখ, পৌমুদ্দিন শেখ ও নজরুল শেখকে গ্রেফতার করে পুলিশ।
|
বচসার জেরে খুন
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
বাড়িতে পড়শির গাছের ডাল ঢোকা নিয়ে বচসায় খুন হলেন এক ব্যক্তি। মৃতের নাম বুদ্ধদেব বিশ্বাস (৪২)। বাড়ি বেলডাঙার কালীতলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার পড়শি অতুল মণ্ডলের বাড়ির একটি গাছের ডাল বুদ্ধদেববাবুর বাড়িতে ঢোকা নিয়ে বচসা হয় তাঁদের। গণ্ডগোলের জেরে অতুল একটি হাঁসুয়া দিয়ে বুদ্ধদেববাবুকে কোপান বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
|
শোক মিছিল
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
কলকাতার আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে মৃতদের স্মরণে রবিবার মহকুমাশাসকের অফিসের সামনে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে। কান্দির একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও কান্দি ব্রতচারী সঙ্ঘের যৌথ উদ্যোগে এই মিছিলের আয়েজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে সুদীপ্ত দুবে ও আইনাল শেখ বলেন, “স্টিফেন কোর্ট, নন্দরাম মার্কেটের অগ্নিকাণ্ডের পরেও প্রশাসন যে নির্বিকার তারই প্রমান দিল আমরির ঘটনা। এমন ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি আমরা।”
|
কঙ্কাল উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
একটি কঙ্কাল উদ্ধার হয়েছে বেলডাঙার ১৪ নম্বর ওয়ার্ডের বাবুপাড়ায়। শুক্রবার সকালে ওই এলাকায় একটি শৌচাগার তৈরির জন্য মাটি খোঁড়া শুরু হলে কঙ্কালটি উদ্ধার হয়। পুলিশের অনুমান, কঙ্কালটি দীর্ঘ দিনের। বেলডাঙা থানার ওসি বিশ্ববন্ধু চট্টরাজ বলেন, “ওখানে কঙ্কালটি কী ভাবে এল তা খতিয়ে দেখা হচ্ছে।”
|
আসন সংরক্ষণ কেন্দ্র |
পূর্ব রেলের বেলডাঙা স্টেশনে বৃহস্পতিবার থেকে চালু হল একটি আসন সংরক্ষণ কেন্দ্র। স্টেশন ম্যানেজার বিশ্বরঞ্জন পাল বলেন, “ওই আসন সংরক্ষণ কেন্দ্রে সকাল দশটা থেকে দুপুর ২টো পর্যন্ত টিকিট কাটা যাবে। রবিবার অবশ্য রেলের ওই আসন সংরক্ষণ কেন্দ্রটি বন্ধ থাকবে।”
|
শিশুর মৃত্যু |
মৃত্যু হয়েছে শ্রাবন্তী দাস নামে বছর দেড়েকের এক শিশুর। বাড়ি সামশেরগঞ্জের হাসিমপুরে। শনিবার প্লাস্টিকের টেবিলে রাখা টিভি তার গায়ে উল্টে পড়ে যায়। তাকে বহরমপুর জেলা হাসাপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়।
|
বোমা ফেটে জখম |
বোমা ফেটে জখম হয়েছে অনির্বান বিশ্বাস নামে এক ছাত্র। বাড়ি চাপড়ার তিলকপুরে। রবিবার বাড়ির পাশের একটি বাগানে খেলা করার সময়ে আচমকাই বোমা ফাটলে গুরুতর জখম হয় সে।
|
|