টুকরো খবর |
চন্দ্রকোনায় তৃণমূলে দ্বন্দ্ব |
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
ডিঙাপুরে ধানের গোলায় আগুন লাগানোর ঘটনার পর দলীয় কোন্দল বন্ধে জেলা নেতৃত্ব কড়া ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করলেও চন্দ্রকোনা-১ ব্লকে শাসকদল তৃণমূলের গোষ্ঠীকোন্দল অব্যাহত। ক্ষীরপাই বালিকা বিদ্যালয়, জাড়া হাইস্কুলের পর এ বার ওই ব্লকেরই তাতারপুর হাইস্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূলের দু’টি গোষ্ঠী পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। শাসকদলের শরিক কংগ্রেসও আলাদা ভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। রবিবারের স্কুলভোটকে কেন্দ্র করে শনিবার রাত থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। দু’পক্ষের স্থানীয় নেতৃত্বের মধ্যে হাতাহাতিও হয় বলে অভিযোগ। ব্যাপক পুলিশ মোতায়েন হয় এলাকায়। রবিবার সকাল থেকে ভোট শুরু হতেই উত্তেজনার পারদ বাড়তে থাকে। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে পুলিশের উপস্থিতিতে বচসা হয়। দু’পক্ষের কর্মী-সমর্থকরা স্কুলের সামনে জটলা করায় পুলিশ বাধা দেয়। তখনই গণ্ডগোল বাধে। তৃণমূল নেতৃত্ব মুখে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বললেও দলীয় কোন্দল বন্ধ করতে যে ব্যর্থ, তাতারপুরের ঘটনায় ফের তা প্রমাণিত। দলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “দ্রুত চন্দ্রকোনা-১ ব্লকের নেতৃত্বকে নিয়ে বসা হবে। দু’পক্ষের বক্তব্য শুনেই ব্যবস্থা নেওয়া হবে।”
|
হঠাৎ ঝড়ে ক্ষতি হলদিয়ায় |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
|
ছবি: আরিফ ইকবাল খান |
সকাল থেকে মেঘলা আবহাওয়া ছিলই। বেলা বাড়তে হঠাৎই ঝড় আসায় ক্ষতিগ্রস্থ হল প্রায় ১২টি ঘরবাড়ি। রবিবার দুপুরে হলদিয়ার চিরঞ্জীবপুরের বৈষ্ণবচকে এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। হলদিয়া শিল্পতালুকের এই এলাকায় বেশ কিছু বস্তি রয়েছে। পাশাপাশি তেঁতুলবেড়িয়া এলাকারও অধিকাংশ বাড়ির চাল খড় বা টালির। এ দিন হঠাই দুপুর দু’টো নাগাদ দমকা হাওয়া বইতে শুরু করলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় নির্মলা দাস, অরূপ সামন্তদের কথায়, “কিছু বোঝার আগের ঘরের টালি পুরো ভেঙে গেল। বাড়ির পাশে বেধে রাখা ছাগল গরুও পুকুরে পড়ে গিয়েছে। প্রায় ১৬ মিনিট ধরে ঝড় চলে। বেশ কিছু বাড়িতে ধস নামে। চাল উড়ে যায়।” স্থানীয় বাসিন্দা উত্তম সামন্ত বলেন, “খেতে বসেছিলাম। উত্তর দিক থেকে দমকা হাওয়ায় সব লণ্ডভণ্ড হয়ে গেল। এই ঠান্ডায় রাত কাটবে কী করে জানি না।” ১১ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর সৌমি দাস জানান, যাঁদের ঘরবাড়ি ভেঙেছে, তাঁদের আশপাশের স্কুলে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভাবনা-চিন্তা চলছে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
|
স্মরণে সভা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ঢাকুরিয়া আমরি হাসপাতালের ঘটনায় মৃতদের স্মরণে শনি ও রবিবার পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় স্মরণসভা হল। শনিবার মেদিনীপুর শহরে শোক মিছিল করে বামফ্রন্ট। মিছিলে পা মেলান ফ্রন্টের জেলা আহ্বায়ক দীপক সরকার। শহরের কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়। পরে তা বিভিন্ন পথ পরিক্রমা করে। এসইউসি’র উদ্যোগে এ দিন স্মরণসভা হয় শহরের পঞ্চুরচকে। উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক অমল মাইতি। সভাস্থলে একটি শহিদবেদীও তৈরি করা হয়েছিল। সেখানে মালা দিয়ে মৃতদের আত্মার শান্তি কামনা করেন উপস্থিত সকলে। যুব তৃণমূলের উদ্যোগে শনিবার বিকেলে মেদিনীপুর শহরে একটি মিছিল বেরোয়। দলীয় এক কর্মসূচী সফল করার আহ্বান জানিয়ে এই মিছিল। তবে, মিছিল যোগ দেওয়া কর্মী-সমর্থকেরা বুকে কালো ব্যাজ পরেন। জেলা কংগ্রেসের উদ্যোগে শহরের গাঁধী মূর্তির পাদদেশে মোমবাতি জ্বালিয়ে নিহতদের প্রতি শোকজ্ঞাপন করা হয়। শুধু রাজনৈতিক দলই নয়, বিভিন্ন সংগঠনের উদ্যোগেও জেলা জুড়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চন্দ্রকোনা শহরে মোমবাতি মিছিল করেছে বেকার সমিতি। সমিতির পক্ষে গোবিন্দ দাস জানান, স্থানীয় শতাধিক বাসিন্দা যোগ দিয়েছিলেন মিছিলে।
|
স্কুলে সেমিনার |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বইপত্রের ‘বোঝা’ বাড়ছে। সকালে টিউশন। পরে স্কুল। স্কুল থেকে ফিরে আবার টিউশন। লেখাপড়ায় এগিয়ে থাকার দৌড়ে পাল্লা দিতে গিয়ে কোথাও যেন হারিয়ে যাচ্ছে শৈশব। ছোট ছোট ছেলেমেয়েরা ভুলতে বসেছে সবুজ মাঠ। বন্ধুদের সঙ্গে গল্প, আড্ডা। কম্পিউটারের মাইস ক্লিক করতে ‘ব্যস্ত’ যারা, তাদের খেলার মাঠে যাওয়ার সময় কোথায়! এই চাপের ফলে আবার অনেকে বিপথে চলে যাচ্ছে। বাড়ছে নেশাগ্রস্তের সংখ্যা। এই পরিস্থিতিতেই ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সচেতন করতে রবিবার এক সচেতনতা শিবির হল খড়্গপুর শহরের অতুলমণি পলিটেকনিক উচ্চমাধ্যমিক স্কুলে। স্কুল কর্তৃপক্ষের উদ্যোগেই এই শিবির। উপস্থিত ছিলেন স্নায়ু চিকিৎসক কেদাররঞ্জন প্রধান। চিকিৎসকেরা জানান, প্রত্যাশার চাপ যাতে শৈশবে না-প্রভাব ফেলে, সে দিকে নজর রাখতে হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ কাউন্সেলিংয়েরও ব্যবস্থা ছিল বলে জানান স্কুল পরিচালন সমিতির সম্পাদক দেবাশিস চৌধুরি ও স্কুলের প্রধানশিক্ষক প্রণবকুমার দে।
|
শেষ হল জেলা প্রাথমিক ক্রীড়া |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
|
জেলা প্রাথমিক ক্রীড়ার একটি মুহূর্ত।
ছবি: পার্থপ্রতিম দাস |
পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন হয়েছে নরঘাট চক্র। জিমন্যাসটিক্সে যুগ্ম-চ্যাম্পিয়ন হয়েছে ময়না ও শ্রীরামপুর চক্র। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে দশম বর্ষ জেলা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র রিক্রিয়েশন ক্লাব ময়দানে। শনিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী, জেলা সভাধিপতি গাঁধী হাজরা, সহ-সভাধিপতি মামুদ হোসেন, বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, অর্ধেন্দু মাইতি। দু’দিনের এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল জেলার ৪৫টি চক্রের প্রাথমিক বিদ্যালয়, শিশু শিক্ষাকেন্দ্র, মাদ্রাসার (প্রাথমিক) ১২১৪ জন ছাত্রছাত্রী। রবিবার প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন রাজ্য বিদ্যালয় শিক্ষা দফতরের যুগ্ম-অধিকর্তা স্বপন রায়, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান গোপাল সাহু।
|
লটারিতেই ভর্তি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
লটারিতেই ছাত্র ভর্তি নিল মেদিনীপুর কলেজিয়েট স্কুল। রবিবার পরিচালন সমিতি ও অভিভাবকদের সামনেই লটারি হয়। তাতে ১৮২ জনের নাম তোলা হয়। যাদের মধ্যে প্রথম ১৫১ জনকে ভর্তি নেওয়া হবে। বাকি ৩১ জনের ওয়েটিং লিস্ট তৈরি হয়েছে। আসন ফাঁকা থাকলে ওই তালিকা থেকে ছাত্র ভর্তি হবে। এই স্কুলে ভর্তির জন্য এ বার ৮৬০টি আবেদন জমা পড়েছিল। আগে পরীক্ষাও নেওয়া হয়ে গিয়েছিল। ফল প্রকাশ হয়নি। পরে সরকারি সিদ্ধান্ত মেনেই লটারি করা হয়েছে বলে স্কুলের প্রধান শিক্ষক দিলীপ দাস জানিয়েছেন। ১৯ এবং ২০ ডিসেম্বর ভর্তি নেওয়া হবে।
|
সমবায় কর্মীদের জেলা সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সমবায় কর্মীদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ এমপ্লয়িজ কল্যান সমিতি’র দ্বিতীয় ত্রি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরে। শহরের লোধা স্মৃতি ভবনে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলের পঞ্চায়েত ও সমবায় সেলের সভাপতি তথা বিধায়ক জ্যোতির্ময় কর, তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, কার্য্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ প্রমুখ। সমবায় কর্মীদের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়েই এখানে আলোচনা হয়। পরে সংগঠনের নতুন একটি জেলা কমিটি গঠন করা হয়। সাধারণ সম্পাদক হন অনন্ত জানা, সভাপতি হরিশঙ্কর দাস। সব মিলিয়ে ৩৭ জন রয়েছেন জেলা কমিটিতে। অনন্তবাবু বলেন, “বামফ্রন্ট সরকার সমবায় কর্মীদের দিকে সে ভাবে নজর দেয়নি। বিভিন্ন দাবি জানানো হলেও তা উপেক্ষিত থেকেছে। নূন্যতম বেতন কাঠামো গড়ে তোলা হয়নি। নতুন সরকার এ বার এই সব দাবি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করবে বলেই আমাদের আশা।” জেলার প্রতিটি ব্লকে সংগঠন ঢেলে সাজানোর জন্য কর্মীদের তৎপর হওয়ারও নির্দেশ দেন উপস্থিত নেতৃত্ব।
|
জোনাল কমিটি থেকে বাদ পড়লেন খোকন |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
সিপিএমের জোনাল কমিটির সদস্যপদ থেকে শেষ পর্যন্ত বাদ দেওয়া হল নন্দীগ্রাম-কাণ্ডে খেজুরির জননী ইটভটা থেকে ধৃত খোকন দাসকে। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে মথুরা গ্রামে বাড়িতে ফিরেছিলেন তিনি। নির্বাচনের পর থেকে ফের তিনি এলাকা ছাড়া। সিপিএমের প্রতাপদিঘি জোনাল কমিটির পুনর্নির্বাচিত সম্পাদক কালিপদ দাসমহাপাত্র বলেন, “খোকনবাবু এলাকায় থাকতেন না। দলের কাজে তিনি সে ভাবে যুক্ত ছিলেন না বলেই তাঁকে এ বার আর জোনাল কমিটিতে রাখা হয়নি। একই কারণে তাঁকে রাখা হয়নি লোকাল কমিটিতেও।” রবিবার পটাশপুর হাড়োচরণ বিদ্যাপীঠে প্রতাপদিঘি জোনাল কমিটির সম্মেলন হয়েছে। উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক কামু সাহু, জেলা সম্পাদকমণ্ডলীর দুই সদস্য প্রশান্ত প্রধান ও প্রশান্ত পাত্র এবং জোনাল কমিটির সদস্য সুব্রত পণ্ডা। গত বার ১৯ জনের কমিটি থাকলেও এ বার দলের নির্দেশে ১৭ জনকে নিয়ে কমিটি তৈরি হয়েছে। আগের কমিটি থেকে ৫ জনকে বাদ দেওয়া হয়েছে। সিপিএম নেতৃত্বের দাবি, ‘তৃণমূলের সন্ত্রাস’-এর কারণেই এই জোনাল কমিটির দুই লোকাল কমিটি, আড়গোয়াল ও সাউৎখণ্ডকে নিয়ে একটি লোকাল কমিটি তৈরি করা হয়েছে। প্রসঙ্গত, জননী-ইটভাটাকাণ্ডে ধরা পড়ার পরেও ২০০৮-এ এই জোনাল কমিটিতেই ‘দলের সম্পদ’ হিসেবে পুনরায় সদস্যপদ দেওয়া হয়েছিল খোকন দাসকে।
|
সিআরপি-র জনসংযোগ |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
জনসংযোগের উদ্দেশে রবিবার বেলপাহাড়ির খট্টাধরা ও বুড়িঝোর ক্যাম্পে স্থানীয় গ্রামবাসীদের মশারি ও ওয়াটার ফিল্টার বিতরণ করল সিআরপি’র ১৬৫ নম্বর ব্যাটালিয়ন। খট্টাধরা ক্যাম্প থেকে প্রায় পাঁচশো ও বুড়িঝোর ক্যাম্প থেকে প্রায় সাতশো বাসিন্দাকে মশারি ও ওয়াটার ফিল্টার দেওয়া হয়। বুড়িঝোর ক্যাম্পের সিআরপি জওয়ানদের সঙ্গে স্থানীয় যুবকদের প্রীতিপূর্ণ ভলিবল খেলাও হয় এ দিন। বুড়িঝোরে বিনামূল্যে স্বাস্থ্যশিবিরের আয়োজনও করা হয়। উপস্থিত ছিলেন সিআরপি’র ডিআইজি (অপারেশন) টিএন খুঁটিয়া, ১৬৫ নম্বর ব্যাটালিয়নের কম্যাণ্ডান্ট আশু শুক্লা, অতিরিক্ত পুলিশ সুপার (বেলপাহাড়ি) অবধেশ পাঠক, বেলপাহাড়ির বিডিও সর্বদয় সাহা। এ দিকে, শনিবার বেলপাহাড়ির তারাফেনি সিআরপি ক্যাম্পে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন ১৬৫ নম্বর ব্যাটালিয়নের কম্যাণ্ডান্ট আশু শুক্লা। সেখানে স্থানীয় যুবকদের নিখরচায় কম্পিউটার-প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন সিআরপি-কর্তৃপক্ষ। শনিবারই বিনপুর সিআরপি ক্যাম্পে এক অনুষ্ঠানে স্থানীয় স্কুল-পড়ুয়াদের ব্যাগ ও খাতা-সহ পড়াশোনার সরঞ্জাম দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের জলের ফিল্টারও বিতরণ করা হয়।
|
ছাত্র-যুব উৎসব শুরু হলদিয়ায় |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
|
বিদ্যাসাগর হলের প্রাঙ্গণে ছাত্র-যুব
উৎসব। নিজস্ব চিত্র |
পূর্ব মেদিনীপুর জেলা ছাত্র-যুব উৎসব শুরু হল হলদিয়ায়। রবিবার উদ্বোধন অনুষ্ঠানে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক শিউলি সাহা, জেলা সভাধিপতি গান্ধী হাজরা, সহ-সভাধিপতি মামুদ হোসেন, মহকুমাশাসক শিল্পা গৌড়সারিয়া প্রমুখ। এ দিন জেলার ২৫টি ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার ছাত্র-ছাত্রীদের নিয়ে হলদিয়ার ক্ষুদিরাম স্কোয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরয়। এরপর আইটিআই কলেজের মাঠে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শুভেন্দু। তিনি বলেন, “শুধু শিল্পের গুরুত্বে নয়, ক্রীড়া ক্ষেত্রেও গুরুত্ব রয়েছে বলেই হলদিয়াকে এই উৎসবের জন্য বেছে নিয়েছে জেলা যুব-কল্যাণ দফতর।” আগামী ১২ জানুয়ারি ঝাড়গ্রামে রাজ্যস্তরের এই উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলে শুভেন্দু জানান। ঢাকুরিয়ার আমরি হাসপাতালের মর্মান্তিক দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেন তিনি।
|
কীটনাশকে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
এক বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বিট থানার খন্যাডিহির কিসমৎ-খয়রা গ্রামের। মৃত বধূর নাম মামনি দাস (২০)। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গুরুতর অবস্থায় উদ্ধার করে কোলাঘাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছিল তাঁকে। শনিবার ভোর রাতে সেখানেই মামনির মৃত্যু হয়। বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে ওই দিনই মামনির স্বামী সুবল দাসকে গ্রেফতার করে পুলিশ। বছর কয়েক আগে দক্ষিণ ২৪ পরগনার মামনির বিয়ে হয়েছিল কোলাঘটের সুবলের সঙ্গে। ভিন্ রাজ্যে কর্মরত সুবল কিছুদিন আগে ফেরেন। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে ওই বধূ কীটনাশক খেয়েছেন।
|
আজ কাঁথি বন্ধ |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
তাজিয়ার শোভাযাত্রার অনুমোদনের দাবিতে মহরমের আগের দিন কাঁথি থানার সামনে বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয় মহরম কমিটি। গণ্ডগোলের অভিযোগে কমিটির কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। পরে কাঁথি পুরসভার অভিযোগের ভিত্তিতে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। এরই প্রতিবাদে রবিবার বিকেলে কাঁথিতে মিছিল করেছে কমিটি। আজ, সোমবার কাঁথি থানা এলাকায় বন্ধ ডেকেছে তারা।
|
দুষ্কৃতী গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ধৃতদের কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ধৃত গণেশ মাণ্ডি ও রাম নায়েক এগরা থানা এলাকার চোরপালিয়া গ্রামের বাসিন্দা। গত ৩০ নভেম্বর রাতে এগরা-দিঘা রোডের পানিপারুলে এক ব্যক্তিকে মারধর করে টাকা, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়েছিল তাদের বিরুদ্ধে।
|
অস্বাভাবিক মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম গোপালচন্দ্র দে (৫৫)। বাড়ি ঝাড়গ্রাম থানার বাছুরডোবা গ্রামে। পুলিশ জানিয়েছে, ব্যবসার কাজে রামনগরের শঙ্করপুরে গিয়েছিলেন গোপালবাবু। ছিলেন এলাকারই একটি হোটেলে। শনিবার সকালে হোটেলের কর্মীরা গোপালবাবুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় বালিসাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
|
শেষ পুলিশ-ক্রীড়া |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
|
ছবি: রামপ্রসাদ সাউ |
শেষ হয়ে গেল ঝাড়গ্রাম জেলা পুলিশের প্রথম বর্ষের ক্রীড়া প্রতিযোগিতা। শনিবার ঝাড়গ্রাম শহরে মশাল দৌড়ের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয়। রবিবার, শেষ দিনে উপস্থিত ছিলেন আইজি পশ্চিমাঞ্চল গঙ্গেশ্বর সিংহ, ডিআইজি মেদিনীপুর রেঞ্জ বিনীত গোয়েল, কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের এসপি মনোজ বর্মা, ঝাড়গ্রামের এসপি গৌরব শর্মা প্রমুখ।
|
বেলদায় ফুটবল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বেলদা একতা ক্লাবের উদ্যোগে শুরু হল নকআউট ফুটবল টুর্নামেন্ট। রবিবার এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির প্রধান শিক্ষক ননীগোপাল শিট, বেলদা কলেজ পরিচালন সমিতির সভাপতি অলোকরতন মিত্র, তৃণমূলের নারায়ণগড় ব্লক সভাপতি সূর্য অট্ট প্রমুখ। গঙ্গাধর অ্যাকাডেমির মাঠেই ফুটবলের আসর বসে। সব মিলিয়ে ৮টি দল খেলবে। ফাইনাল আগামী ২৮ ডিসেম্বর। ননীগোপালবাবুই টুর্নামেন্টের উদ্বোধন করেন। একতা ক্লাবের সম্পাদক অনুপ গিরি বলেন, “খেলার প্রতি উৎসাহ বাড়াতেই আমাদের এই উদ্যোগ।”
|
বধূর অপমৃত্যু, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
এক বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বিট থানার খন্যাডিহির কিসমৎ-খয়রা গ্রামের। মৃত বধূর নাম মামনি দাস (২০)। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গুরুতর অবস্থায় উদ্ধার করে কোলাঘাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছিল তাঁকে। শনিবার ভোর রাতে সেখানেই মামনির মৃত্যু হয়। বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে ওই দিনই মামনির স্বামী সুবল দাসকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, বছর কয়েক আগে দক্ষিণ ২৪ পরগনার মামনির বিয়ে হয়েছিল কোলাঘটের সুবলের সঙ্গে। ভিন্ রাজ্যে কর্মরত সুবল কিছুদিন আগে বাড়ি ফেরেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে ওই বধূ কীটনাশক খেয়েছেন। মামনির বাপের বাড়ির লোক সুবল এবং তাঁর পরিবারের বিরুদ্ধে বধূ নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন।
|
বিদ্যাসাগরের ফল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বি কম পার্ট-১ এর ফল প্রকাশ হবে আজ অর্থাৎ সোমবার। এ দিনই সংশ্লিষ্ট কলেজ থেকে ছাত্রছাত্রীরা তাঁদের ফল জানতে পারবেন। কলেজে এ দিন থেকে মার্কশিটও দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক নিরঞ্জন মণ্ডল জানিয়েছেন।
|
যুব উৎসব শুরু |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
হলদিয়ায় ছাত্র-যুব উৎসবের উদ্বোধন |
পশ্চিম মেদিনীপুর জেলা ছাত্র ও যুব উৎসব শুরু হল মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে। রবিবার যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক তথা মেদিনীপুর-খড়্গপুর উন্নয়নের পর্ষদের চেয়ারম্যান মৃগেন মাইতি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়া, সঙ্গীত, তীরন্দাজি, বিতর্ক-সহ বিভিন্ন প্রতিযোগিতায় যোগ দেন স্কুলের ছাত্রছাত্রীরা। দু’দিনের এই অনুষ্ঠান শেষ হল সোমবার। |
যৌথ সভা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ব্লক স্তরের এক্সটেনশন অফিসারদের নিয়ে এক যৌথ সভা করল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (ইউনিফায়েড)। রবিবার মেদিনীপুর শহরের ফেডারেশন হলে এই সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, ফেডারেশেনের জেলা সম্পাদক অরুণকান্তি প্রতিহার, সহ- সম্পাদক অনুপ মান্না প্রমুখ। |
|