টুকরো খবর
ডাইনি অপবাদে বৃদ্ধার মুখে বাজি
‘ডাইনি’ অপবাদ দিয়ে ৬৫ বছরের এক বৃদ্ধার মুখে বিড়ি বলে পুরে দেওয়া হল আতসবাজি। মুখের মধ্যেই জ্বলে ওঠা ওই বাজিতে গুরুতর ভাবে জখম হয়েছেন সুহাগিন দেবী নামের ওই বৃদ্ধা। ঘটনার পরই নিগ্রহকারী যুবক গা ঢাকা দিয়েছে। বিহারের ভাগলপুরের এই ঘটনা আরও এক বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, প্রচারের ঢক্কানিনাদই সার, দেশের গাঁয়েগঞ্জে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের শিকড় এখনও বেশ গভীরেই পোঁতা। বস্তুত, ‘ডাইনি’ অপবাদ দিয়ে নিগ্রহ-অচ্যাচার নতুন কিছু নয়। স্বাধীনতার সাড়ে ছয় দশক পরেও কুসংস্কারের প্রভাবে এমন মিথ্যা অপবাদে দেশের নানা প্রান্তেই কখনও পুড়িয়ে, কখনও দলবদ্ধভাবে পিটিয়ে হত্যা করা হয় নিরীহ মানুষকে। বিভিন্ন সামাজিক সংগঠন ও সরকারি তরফে এ নিয়ে প্রচার অভিযান চালিয়েও উপড়ে ফেলা যায়নি কুসংস্কারের এই বিষচারা। পুলিশ জানিয়েছে, নওগাছিয়া পুলিশ জেলায় ঢোলবাজা গ্রামে সুহাগিনী দেবী কাল রাতে বাড়ির দরজার সামনে শুয়েছিলেন। দেহাতি ওই মহিলা ধুমপানে অভ্যস্ত। আস্তিক যাদব নামে গ্রামের এক যুবক ওই বৃদ্ধাকে এসে একটি ‘বিড়ি’ খেতে অনুরোধ করে। সুহাগিনী তখন আধো ঘুমে। আস্তিক সুহাগিনীর মুখে বিড়ি বলে একটি বাজি পুরে দেয়। কিন্তু সেটা যে বিড়ি নয়, তা রাতের অন্ধকারে ওই বৃদ্ধা বুঝতে পারেননি। যুবকটি দেশলাই জ্বালিয়ে বৃদ্ধার মুখে ওই ছদ্মবিড়িটি ধরিয়েও দেয়। বাজি ফেটে ওই বৃদ্ধার মুখ ঝলসে যায়। ঘটনার পরই চম্পট দেয় আস্তিক। কাদোয়া থানার ওসি ডি সি ঝাঁ বলেন, “অভিযুক্ত যুবকের খোঁজে কাল সারা রাত তল্লাশি চালানো হয়েছে। ওই বৃদ্ধার ছেলে কেশু যাদব এই ঘটনায় অভিযোগ দায়ের করেছে।” কেশু পুলিশকে জানিয়েছেন, তাঁর মাকে ‘ডাইনি’ অপবাদ দিয়ে এর আগেও মারার চেষ্টা করেছে ওই যুবক। মিথ্যা অপবাদে তাঁর মায়ের উপরে কয়েকবারই অত্যাচার চালিয়েছে ওই যুবক। কেশুর অভিযোগ, পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি।

মন্ত্রীর উপরে হামলা কাশ্মীরে, হত দেহরক্ষী
অল্পের জন্য জঙ্গি হামলা থেকে রেহাই পেলেন জম্মু-কাশ্মীরের গ্রামোন্নয়ন, আইন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী আলি মহম্মদ সাগর। রবিবার শ্রীনগরের নবাব বাজার এলাকায় সাগরের কনভয়ের উপরে হামলা চালায় জঙ্গিরা। হামলায় তাঁর এক দেহরক্ষী নিহত হয়েছেন। দীর্ঘ দিন পরে রাজ্যের মন্ত্রীর উপরে হামলা চালাল জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, নবাব বাজার এলাকায় সাগরের পুরনো বাড়ি। সেখানে ভাইঝির বাগ্দান অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। বাড়ির বাইরে দাঁড়ানো সাগরের কনভয়ের গাড়ি লক্ষ করে গুলি চালাতে শুরু করে ২ জঙ্গি। পাল্টা গুলি চালান সাগরের দেহরক্ষীরা। প্রায় ১০ মিনিট গুলির লড়াই চলার পরে জঙ্গিরা পালায়। সংঘর্ষে আহত হন গুলজার আহমেদ, মহম্মদ ইয়াকুব, ফিরোজ আহমেদ নামে সাগরের তিন দেহরক্ষী ও স্থানীয় বাসিন্দা আলি মহম্মদ। পরে হাসপাতালে গুলজার আহমেদের মৃত্যু হয়। এই ঘটনায় নবাব বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সিআরপি বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রীনগরের পুলিশ সুপার শওকত আহমেদ জানান, সাগর যে নবাব বাজারে আসছেন তা তাঁরা আগে জানতেন না। ব্যক্তিগত কাজে এসেছেন বলেই হয়তো মন্ত্রীর গতিবিধির খবর তাঁদের জানানো হয়নি।

প্রয়াত শিল্পী মারিও মিরান্ডা
চলে গেলেন ব্যঙ্গচিত্র শিল্পী মারিও মিরান্ডা (৮৫)। আজ গোয়ায় লৌটোলিম গ্রামে নিজের দেশের বাড়িতে ঘুমের মধ্যেই মারা যান তিনি। কার্টুন আঁকায় নিজস্ব একটা ধারা তৈরি করেছিলেন মিরান্ডা। তাঁর সৃষ্ট মিস নিম্বুপানি, মিস ফনসেকা, বুন্দলদাস, নেপোলিয়ন প্রভৃতি চরিত্র বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। প্রথম সারির বেশ কয়েকটি পত্র-পত্রিকায় তাঁর কার্টুন কলাম ঘিরে পাঠকদের আলাদা উৎসাহ ছিল। স্কুলের পাট বেঙ্গালুরুর সেন্ট জোসেফস্ বয়েজ হাইস্কুলে চুকিয়ে মুম্বইয়ে চলে আসেন মিরান্ডা। সেন্ট জেভিয়ার্স কলেজে ইতিহাস নিয়ে স্নাতক স্তরে ভর্তি হন। পড়াশোনা শেষ না করেই শুধু ছবি আঁকতে শুরু করলেন। একটি বিজ্ঞাপন সংস্থায় চাকরি নিলেন। চার বছর কাজ করলেন। তাঁর ব্যঙ্গচিত্র সকলের প্রশংসা পেয়েছে।

জিপ উল্টে ছাত্রের মৃত্যু
নদীর তীরে দিনভর আনন্দোৎসব শেষ হল বিষাদে। পিকনিক সেরে ফেরার পথে জিপ উল্টে মারা গেল এক ছাত্র। জখম অন্তত ১১ জন। কাল এই দুর্ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের মিয়াও এলাকায়। পুলিশ জানায়, মিয়াও মহকুমার জরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কয়েকজন অভিভাবক এবং জনা তিরিশ ছাত্রছাত্রী কাল মিয়াও ফেরিঘাটে, নোয়া-ডিহিং নদীর তীরে পিকনিক করতে গিয়েছিলেন। সারা দিনটিই কাটে হইচই করে। সন্ধ্যায় পিকনিক সেরে জিপে চেপে ফেরার পথে ফেরিঘাটের কাছেই বালির রাস্তায় সামনেরএকটি গাড়িকে টপকাতে গিয়ে উল্টে যায় জিপটি। ঘটনাস্থলেই অমিত উপাধ্যায় নামে তৃতীয় শ্রেণির এক ছাত্র মারা যায়। জিপের মধ্যেই বসে থাকা অন্য ৩০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১১ জন জখম হয়। তাদের সকলেরই বয়স ৭ থেকে ১৪ বছর। অধিকাংশই মেয়ে। আহতদের মিয়াও স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গাড়ির চালক মনোজ দাস মিয়াও পরে থানায় আত্মসমর্পণ করে। পুলিশ প্রাথমিক তদন্তের পরে জেনেছে, পিকনিক চলাকালীন মদ্যপান করেছিল ওই জিপচালক।

উঃ ত্রিপুরা ও ধলাইয়ে কাল বন্ধ

আগামী মঙ্গলবার ধলাই ও উত্তর ত্রিপুরায় ২৪ ঘণ্টার বন্ধ ডেকেছে ত্রিপুরা কিষাণ শ্রমিক ও যুব কর্মী সমিতি এবং কৈলাশহর, ধর্মনগর ও আমবাসা জেলা কংগ্রেস। কৃষি ক্ষেত্রে সেচের উপযুক্ত ব্যবস্থা, উন্নত স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির রূপায়ণ, অঙ্গনওয়াড়ি কর্মীদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে বর্ধিত বেতন হার চালু, সরকারি কর্মী ও শিক্ষকদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া সহ ৩০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই বন্ধ পালন করা হবে জানান কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিংহা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবাদল এই বন্ধকে পূর্ণ সমর্থন করছে। প্রসঙ্গত, ত্রিপুরা কিষাণ, শ্রমিক ও যুব কর্মী সমিতি রাজ্য কংগ্রেস নেতৃত্বের একাংশের সমর্থনপুষ্ট একটি সংগঠন। বন্ধের দিন কিষাণ, শ্রমিক ও যুব সমিতি এবং কংগ্রেসের সেবা দলের প্রায় দশ হাজার কর্মী গ্রেফতারবরণ করবেন বলে বীরজিৎবাবু জানান। বামফ্রন্ট সরকার যদি দ্রুত এই ৩০ দফা দাবি পূরণ না করে তা হলে কিষাণ শ্রমিক ও যুব সমিতি রাজ্যে বৃহত্তর আন্দোলনে নামবে।


বালিকা ধর্ষিতা
বালিকাকে অপহরণ করে নাগাড়ে ধর্ষণ করার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোকরাঝাড়ের বগরিবাড়িতে। পুলিশ জানায়, বেলাকুবা পার্ট ওয়ান গ্রামের বাসিন্দা একটি ১৪ বছরের মেয়েকে বুধবার থেকে পাওয়া যাচ্ছিল না। কাল রাতে মেয়েটিকে সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় ফেলে যায় অপহরণকারীরা। গ্রামবাসীরা তাকে দেখতে পেয়ে বাড়ি নিয়ে আসেন। আজ মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়। মেয়েটির পরিবার পুলিশে এফআইআর করে অভিযোগ জানিয়েছে, রহিম বাদশা ও দিল মহম্মদ মেয়েটিকে অপহরণ করে তিন দিন ধরে ধর্ষণ করেছে। দুই অভিযুক্তর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মেয়েটির চিকিৎসা চলছে।

ভারতের ‘প্রবীণতম’ মানুষ প্রয়াত
ভারতের ‘প্রবীণতম’ নাগরিক পারসরাম গুর্জরের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যপ্রদেশে তাঁর গ্রামের বাড়িতেই পারসরাম মারা গিয়েছেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। ১২৫ বছর বয়সী পারসরামই দেশের প্রবীণতম নাগরিক বলে পরিচিত। আগেই মৃত্যু হয়েছে তাঁর তিন ছেলে ও এক মেয়ের। পারসরামের একমাত্র জীবিত ছেলে হাকাম সিংহ জানিয়েছেন, তাঁর বাবা খুব কমই অসুখে ভুগেছেন।

খুনের মামলায় ধৃত বসপা সাংসদ
খুনের মামলায় গ্রেফতার করা হল বসপা সাংসদ ধনঞ্জয় সিংহকে। মায়াবতী সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়ে ধনঞ্জয় বলেছেন, রাজ্য সরকার এবং পুলিশই তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে। ধনঞ্জয়ের নিজের লোকসভা কেন্দ্র জৌনপুরের কেরাকাট থানা এলাকায় একটি খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার ডি কে ঠাকুর। সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা অমর সিংহের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে ধনঞ্জয়কে এক বার বসপা থেকে বহিষ্কার করা হয়। পরে অবশ্য ফিরিয়েও নেওয়া হয়।

অটো দুর্ঘটনায় মৃত ভাইবোন
অটোর সঙ্গে ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল অল্পবয়সী লহোদর ভাইভানের। ঘটনাটি ঘটেছে তিনসুকিয়ার ডুমডুমায়। পুলিশ জানায়, ষোলো বছরের গোবিন্দ ওরাং ও তার বোন বছর আষ্টেকের অঙ্কিতা অটোয় চেপে যাচ্ছিল। হাসচরা এলাকায় ৩৭ নম্বর জাতীয় সড়কে, তাদের অটোর সঙ্গে উল্টোদিক থেকে আসা ট্যাঙ্কারের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যায় গোবিন্দ ও অঙ্কিতা। এই দুর্ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.