|
|
|
|
|
|
|
তিনি বলেন |
বলে দিয়েছি, ওঁদের জন্য সরকার
আর টাকা খরচ করবে না। |
অজিতরঞ্জন বর্ধন |
প্রসঙ্গ বিধান মার্কেট রক্ষণাবেক্ষণ |
|
|
|
|
|
|
|
|
আজ জন্মদিন হলে |
|
পুলকরঞ্জন দেব |
|
|
|
শুভ সংখ্যা: ১, ২, ৪ ও ৮।
শুভ দিন: বুধ, বৃহস্পতি ও শনি।
শুভ রং: ধূসর, ছাই, কালো, গাঢ় নীল
ও
লালচে নীল।
শুভ রত্ন: নীলা ও এমেথিস্ট। স্বাস্থ্য ভালই থাকবে। |
খাদ্য ও পানীয়ে সংযম আবশ্যক। অনুজের অসুস্থতায় চিকিৎসা-বিভ্রাটের আশঙ্কা রয়েছে। অতিরিক্ত উচ্চাশা, হঠকারিতা ও রেগে যাওয়ার প্রবণতা এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে গোপন শত্রুতায় সুনাম নষ্টের আশঙ্কা। একাধিক উপায়ে উপার্জন বাড়লেও নানা কারণে ব্যয়াধিক্য থাকবে। ব্যবসায় আশানুরূপ অগ্রগতি। তবে, দালালদের প্রলোভনে বিভ্রান্ত হয়ে অর্থনাশ করবেন না। প্রেম-প্রীতিতে প্রতারিত হতে পারেন। বাড়ি সংস্কার বা বাসস্থান পরিবর্তনের যোগ। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়েদিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে।
|
|
|
|
|
৫০ বছর আগে |
|
|
|
অফিসযাত্রীদের জন্য |
|
কলিকাতা রাজ্য পরিবহণ কর্পোরেশন দমদম বিমানবন্দর হইতে ডালহৌসী স্কোয়ার ও এসপ্ল্যানেড অভিমুখে অফিসগামী
যাত্রীদের সুবিধার্থে ৪ঠা ডিসেম্বর হইতে চারটি এক্সপ্রেস স্টেট বাস চালু করিয়াছে। সেগুলি যশোর রোড, দমদম রোড, বিটি
রোড, রাজা মণীন্দ্র রোড, শ্যামবাজার, ভূপেন বোস এভেন্যু, বৌবাজার, লাল বাজার হইয়া এসপ্ল্যানেড যাইতেছে।
— আনন্দবাজার পত্রিকা, ৫ ডিসেম্বর ১৯৬১। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|