হেপাটাইটিস বি ও হামের টিকা অমিল হওয়ায় আলিপুরদুয়ার-২ ব্লক জুড়ে শিশু স্বাস্থ্য পরিষেবায় সমস্যা তৈরি হয়েছে। এ ছাড়া ভিটা-এ চোখের ওষুধ সহ অন্যান্য সমস্ত ওষুধ সরবরাহ সঠিকভাবে হচ্ছে না। এর ফলে দরিদ্র মানুষদের খোলা বাজার থেকে ওষুধ কিনতে চরম অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে। স্বাস্থ্য কেন্দ্র এবং সাবসেন্টারগুলি থেকে সঠিকভাবে ওষুধ না মেলায় সর্ব সাধারণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক সতীনাথ ঘোষ বলেন, “জেলা থেকে একবার মাত্র ওষুধ আসে। এছাড়া ওষুধ সরবরাহে সাময়িক সমস্যা তৈরি হয়েছে। জেলা স্বাস্থ্য দফতর থেকে শীঘ্রই ওষুধ পাঠাবার আশ্বাস মিলেছে। আশাকরছি, দ্রুত সমস্যা মিটবে।”
|
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে বিশ্ব এডস প্রতিরোধ দিবস পালন করা হবে। বৃহস্পতিবার এসজেডিএ’তে এই দিনটি পালনের আয়োজন করা হয়েছে বলে জানান এসজেডিএ’র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। পুরসভার আইপিপি-৮, আইসিডিএসের কর্মী সকলকে নিয়েই এই দিনটি পালন করা হবে। এ ব্যাপারে সচেতনতা প্রচারও হবে। বুধবার ‘সঙ্ঘবদ্ধ’ সংগঠনের উদ্যোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে দিনটি পালন করেন। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত তারা সচেতনতা প্রচারে বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
|
বৈধ কাগজপত্র বিহীন প্রায় ১০ লক্ষ টাকার কাশির ওষুধ বাজেয়াপ্ত করেছে পূর্ব রেলের অপরাধ অনুসন্ধান শাখা। ওষুধ পাচারের অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। অপরাধ অনুসন্ধান শাখার ইন্সপেক্টর আর কে মিশ্র জানান, হাওড়াগামী দুন ও হরিদ্বার এক্সপ্রেস ট্রেনে বেশ কিছু ওষুধ পাচার হচ্ছে বলে খবর আসে। সিআইডি-র ১৫ জনের একটি দল দু’টি ট্রেনে তল্লাশি চালায়। দু’টি ট্রেনের পার্সেল ভ্যান থেকে মোট ২৫ বাক্স ওষুধ বাজেয়াপ্ত করা হয়। লিলুয়ার বাসিন্দা দীপককুমার চৌধুরী ও আসানসোলের গৌতম মুখোপাধ্যায়কে আটক করে রেল পুলিশের হাতে দেওয়া হয়েছে। তাঁর দাবি, জিজ্ঞাসাবাদ করে অফিসারেরা জানতে পেরেছেন, ওষুধগুলি লখনউ থেকে বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
|
নিমচা (আর) কোলিয়ারির চিকিৎসাকেন্দ্রে ডায়াবেটিস ও হাইপারটেনশন শনাক্তকরণ শিবির আয়োজিত হল। মঙ্গলবার এই শিবিরে ১৫০ জন চিকিৎসা করিয়েছেন। আয়োজকদের পক্ষে চিকিৎসক এস কে বসু জানান, শারীরিক অসুবিধা সত্ত্বেও অনেকে চিকিৎসা করতে অনীহা দেখান। ফলে রোগ বেড়ে যায়। এই ধরনের শিবির আয়োজিত হলে সহজে রোগ ধরা পড়ে।
|
এড্স সচেতনতা মিছিল
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
এড্স সচেতনতা প্রচারে নামল রানিগঞ্জ গার্লস কলেজের ছাত্রীরা। আজ, বৃহস্পতিবার এড্স সচেতনতা দিবস। তার আগের দিন, বুধবার কলেজের ৫৫ জন ছাত্রী ব্যানার ফেস্টুন নিয়ে শহর পরিক্রমা করেন। |
|
উত্তরবঙ্গের দরিদ্র পরিবারের তিন তরুণীর চিকিৎসা ভাল ভাবে এগোচ্ছে বলে জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বুধবার শিলিগুড়ি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর ওই কথা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি জানান, থ্যালাসেমিয়ায় আক্রান্ত জলপাইগুড়ির ঢেকলাপাড়া চা বাগানের তরুণী দিপালী চিকবরাইক। তাঁর কথা জানতে পেরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর হস্তক্ষেপে তাঁকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করিয়ে চিকিৎসা করানো হয়। বর্তমানে তিনি তাঁর বাড়িতে রয়েছেন। ফুলবাড়ির জয়শ্রী সরকার হৃৎপিন্ডের ‘ভাল্ব’ ফুটো থাকায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। মন্ত্রী তাঁকে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করান।
|