টুকরো খবর |
ক্রিকেটের ডার্বিতেও হেরে গেল ইস্টবেঙ্গল |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
দিনের নায়ক: পাঁচ উইকেট নিয়ে সৌরভ। ছবি: শঙ্কর নাগ দাস। |
ফুটবল থেকে ক্রিকেট, মরসুমের শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হারতে হল ইস্টবেঙ্গলকে। দিন দশেক আগে যুবভারতীতে ওডাফার গোলের ধাক্কায় আই লিগে ছ’নম্বরে নেমে গিয়েছিলেন রবিন সিংহেরা। বুধবার ইডেনে মোহনবাগানের কাছে ২২২ রানে হেরে এ এন ঘোষ ট্রফি থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল। সারা দিনে ৮৫ ওভারে ৩৮৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ইস্টবেঙ্গল ৬৮ ওভারে ১৬২ রানে শেষ হয়ে গেল। বিপক্ষের অর্ধেক উইকেটই তুলে নিলেন সৌরভ শীল। ২৬ বছরের মিডিয়াম পেসার এ বছরই স্পোর্টিং থেকে মোহনবাগানে সই করেছেন। ম্যাচে তাঁর বোলিং হিসেব ২০ ওভারে ৫৭ রানে ৫ উইকেট। নতুন টিমের হয়ে প্রথম ম্যাচে এই পারফরম্যান্সের জন্য সৌরভ ধন্যবাদ জানিয়ে গেলেন আর এক সৌরভকে। সৌরভ গঙ্গোপাধ্যায়। মরসুমের শুরুতে সৌরভের ক্লাস নিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সৌরভ নেটে ব্যাট করলে তাঁকে বল করতেন সৌরভ শীল। বড় ম্যাচে তার ফল পেয়েছেন বলেই মনে করছেন মোহনবাগান পেসার। “দাদির কাছ থেকে অনেক পরামর্শ পেয়েছি। সেগুলো এই ম্যাচে কাজে লেগেছে,” বলে সৌরভ যোগ করেছেন, “পাঁচ উইকেট পাওয়া সব সময়ই খুব আনন্দের। এ রকম বড় ম্যাচে পাঁচ উইকেটের বাড়তি গুরুত্বও আছে।” মোহনবাগানের সঞ্জীব সান্যাল তিন উইকেট পেয়েছেন।
|
কলকাতা লিগে নামছেন গাও |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অ্যালান গাওকে নিয়ে নানা গুঞ্জন বাজারে চালু থাকলেও ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যান কিন্তু তাঁর খুঁজে আনা ফুটবলারটিকে এ বার কলকাতা লিগেও নামিয়ে দিচ্ছেন। আজ বৃহস্পতিবার কলকাতা প্রিমিয়ার লিগে সাদার্ন সমিতির বিরুদ্ধে স্কটিশ ফুটবলারকে শুরু থেকেই খেলানোর কথা ভাবছেন লাল-হলুদ কোচ। খেললে কলকাতা লিগে গাওয়ের অভিষেক হচ্ছে। চোখের সংক্রামণে আক্রান্ত টোলগে ওজেবে অবশ্য থাকছেন রিজার্ভ বেঞ্চে। মারগাওয়ে সোমবার স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার বিরুদ্ধে খেলা ইস্টবেঙ্গলের। তার আগে সাদার্ন ম্যাচকেই প্রস্তুতি হিসেবে দেখছেন মর্গ্যান। যদিও গাও আর প্রয়োজনে টোলগে ছাড়া বাকি দুই বিদেশির খেলার কোনও সম্ভবনা নেই। গাও-লেন-রবিনকে ফরোয়ার্ডে রেখে সাদার্ন সমিতির বিরুদ্ধে ৪-৩-৩ ছকে দল নামাতে চলেছেন মর্গ্যান। রক্ষণে সৈকত, গুরবিন্দর, সুনীল কুমার ও সৌমিক। মাঝমাঠে সুশান্ত, ভাসুম, রবিন্দর। গোলে সন্দীপ। উল্টো দিকে, সাদার্নে বিদেশি বনাম কর্তাদের ঝামেলা তুঙ্গে। চূড়ান্ত ব্যর্থতার জেরে আগেই ছেঁটে ফেলা হয়েছিল কোচ কার্লোস পাহিরাকে। এ বার ব্রাজিলিয়ানদের ছাঁটার প্রক্রিয়াও শুরু করে দিলেন কর্তারা। সাদার্নের স্পনসর-কর্তা সৌরভ পাল বললেন, “ডু আর এডমিলসন চোট লুকিয়ে দলে ঢুকেছে। তিন মাসের মধ্যে ৬০ দিনও অনুশীলন করেনি। আমরা ওদের দু’জনকেই ছেড়ে দিচ্ছি।” দলের প্রধান স্টপার ইচেরের হাঁটুতে চোট। ফলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোনও বিদেশি ছাড়াই খেলতে নামছে সাদার্ন।
|
বৃহস্পতিবারে:
কলকাতা প্রিমিয়ার লিগ
ইস্টবেঙ্গল: সাদার্ন সমিতি (ইস্টবেঙ্গল, ২-১৫)।
|
ডেভিসকাপারকে হারালেন জুনিয়র গ্র্যান্ডস্লাম জয়ী |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আইটিএফ ফিউচার্স টুর্নামেন্টে শীর্ষ বাছাই জাপানের জুন মিৎসুহাসি-র পাশাপাশি ৮ কোয়ার্টার ফাইনালিস্টের পাঁচ জনই ভারতীয়। তবু সল্টলেকে জয়দীপ মুখোপাধ্যায় টেনিস অ্যাকাডেমিতে তারকার মর্যাদা এঁদের কারও নয়। সেটা পাচ্ছেন আঠারো বছর বয়সি বাঁ-হাতি ক্রোট তরুণ ম্যাট পাভিচ। যিনি কিনা এ বছরই এক ব্রিটিশকে সঙ্গী করে উইম্বলডন জুনিয়র ডাবলস চ্যাম্পিয়ন হয়েছেন। এখানে শেষ আটে ওঠার পথে পাভিচ হারিয়েছেন প্রাক্তন ভারতীয় ডেভিসকাপার সুনীল কুমার সিপাই-কে। ৬-১, ২-৬, ৬-৪। ডাবলসে স্পেনের গার্সিয়াকে নিয়ে পাভিচ-ই শীর্ষ বাছাই। তাঁদের জুটি আজই সেমিফাইনাল খেলবে। পাভিচের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালের পর। ভারতের প্রাক্তন জুনিয়র গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন য়ুকি ভামব্রি চোটের জন্য শেষ মুহূর্তে আসেননি। জাতীয় চ্যাম্পিয়ন বিষ্ণু বর্ধন-ও নাম তুলে নিয়েছেন। এ দিন দ্বিতীয় বাছাই ভি রঞ্জিত-ও হেরে গেলেন। য়ুকির গরহাজিরায় এক নম্বরে উঠে আসা মিৎসুহাসি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছেন জুনিয়র গ্র্যান্ড স্লামে অনেক বার অংশ নেওয়া ভারতের নেদুচেহিয়ানের বিরুদ্ধে। রঞ্জিতকে হারিয়ে অঘটন ঘটানো ভিগ্নেশ খেলবেন ভারতেরই এন শ্রীরামের বিপক্ষে। তবে সবার নজর থাকবে জুনিয়র গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন পাভিচের সঙ্গে স্থানীয় তরুণ কারুনুডে সিংহের লড়াইয়ের দিকে। এর পরে পাভিচ-গার্সিয়ার ডাবলস ম্যাচ ভারতীয় জুটি ডাবলস নেদুচেহিয়ান-প্রশান্তের বিপক্ষে।
|
‘বেঙ্গল টাইগার্সে’র কোচ হলেন সুশীল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বেঙ্গল টাইগার্সের কোচ হলেন মেদিনীপুরের সুশীল শিকারিয়া। সম্প্রতি কলকাতায় এক পাঁচতারা হোটেলে সেলিব্রিটি ক্রিকেট-লিগে (সিসিএল) দলের জার্সির উদ্বোধন করেন ‘মেন্টর’ সৌরভ গঙ্গোপাধ্যায়। ওই অনুষ্ঠানেই কোচ হিসেবে সুশীলবাবুর নাম ঘোষণা করা হয়। তবে তিনি একা নন, দলের কোচ হিসেবে থাকছেন রঞ্জি ট্রফি-জয়ী প্রাক্তন বাংলা অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ও। টি-টোয়েন্টি ক্রিকেট-লিগ আইপিএলের ধাঁচেই জানুয়ারিতে শুরু হচ্ছে সিসিএল। গত বছর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। এ বারই বাংলার দল ‘বেঙ্গল টাইগার্স’ টুর্নামেন্টে খেলবে। বাংলা দলের মালিক চিত্রতারকা বনি কপূর ও শ্রীদেবী। অধিনায়ক অভিনেতা জিৎ। টিমে রয়েছেন যিশু, সোহম-সহ আরও অনেকে। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সুশীলবাবুকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। গত ১৩ বছর ধরে ইংল্যান্ডে মাইনর কাউন্টিতে খেলছেন সুশীল। মেদিনীপুরে তাঁর নিজের একটি ক্রিকেট প্রশিক্ষণকেন্দ্রও রয়েছে। ‘বেঙ্গল টাইগার্স’-এর প্রস্তাবে সম্মতি দিয়েছেন তিনি। সুশীলবাবুর কথায়, “খুব ভাল লাগছে। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই প্রশিক্ষণ শুরু হবে। টিম চ্যাম্পিয়ন হলে সব চেয়ে বেশি খুশি হব।” ঘরের ছেলে ‘বেঙ্গল টাইগার্সে’র কোচ হওয়ায় খুশি মেদিনীপুরও।
|
জিতল দীপ্তায়ন |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দ্য টেলিগ্রাফ স্কুল দাবায় বুধবার কোনও অঘটন ঘটেনি। বাছাইরা সহজেই জিতেছে। ব্রাজিলের বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপ খেলে ফেরা সাউথ পয়েন্ট স্কুলের দীপ্তায়ন ঘোষ এ দিনই নেমেছিল টুর্নামেন্টে। রাজ্য চ্যাম্পিয়ন দীপ্তায়ন হারায় ডি পি এসের যুগশ্রেষ্ঠা দাসকে। আলেখিন চেজ ক্লাবে দ্বিতীয় রাউন্ডের অন্য খেলায় স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের সায়ন্তন দাস জেতে সিএমএসের আদ্রিজা দাওয়ানের বিরুদ্ধে। রাজ্যের আর এক প্রতিশ্রুতিমান দাবাড়ু চন্দ্রাশীস মজুমদার সহজেই জিতে যায় জুলিয়ন ডে-র অগ্নিভ নন্দনের বিরুদ্ধে।
|
জয়ে ফিরল বার্সেলোনা |
সংবাদসংস্থা • বার্সেলোনা |
|
দুই গোলদাতা স্যাঞ্চেজ ও মেসি। ছবি: এএফপি। |
অ্যালেক্সিস সাঞ্চেজের জোড়া গোলে রেয়ো ভালেসানো-কে ৪-০ হারাল বার্সেলোনা। পাশাপাশি লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে তিনে নিয়ে গেলেন মেসিরা। রিয়ালের চেয়ে ছ’পয়েন্ট পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। কাম্প ন্যু-তে অবশ্য অপ্রতিরোধ্য দেখাল পেপ গুয়ার্দিওলার দলকে। মঙ্গলবার অন্য দুটো গোল করেন দাভিদ ভিয়া এবং লিও মেসি।
|
ভারতের বিরুদ্ধে অনিশ্চিত জনসন |
সংবাদসংস্থা • সিডনি |
পায়ে অস্ত্রোপচারের জন্য পাঁচ মাস মাঠের বাইরে চলে যেতে পারেন অস্ট্রেলীয় পেসার মিচেল জনসন। সে ক্ষেত্রে ২৬ ডিসেম্বর শুরু ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে পাবে না অস্ট্রেলিয়া। বুধবার ডাক্তারি পরীক্ষার জন্য মেলবোর্ন যাচ্ছেন জনসন। সেখানেই ঠিক হবে তাঁর অস্ত্রোপচার দরকার কি না। অস্ট্রেলীয় বোর্ড সূত্রের খবর, জনসনের অস্ত্রোপচার হওয়া প্রায় নিশ্চিত।
|
পার্থসারথির সেঞ্চুরি |
এ এন ঘোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে বিএনআরের (২৬৬ অল আউট) বিরুদ্ধে সেঞ্চুরি করলেন কালীঘাটের পার্থসারথি ভট্টাচার্য (অপরাজিত ১৩৬)। মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে তিনি বাংলার হয়ে ওপেন করেছিলেন। দু’দিনের ম্যাচ আট উইকেটে জিতল কালীঘাট (২৭০-২)। অন্য ম্যাচে মহমেডানের ১৯০ রানের জবাবে ১৭৮ রানে শেষ হয়ে গেল স্পোর্টিং ইউনিয়ন। শ্যামবাজারের (৩০৭-৮) বিরুদ্ধে আট উইকেটে জিতল ভবানীপুর (৩১০-২)। সেঞ্চুরি করলেন দেবাশিস কর্মকার (অপরাজিত ১১৪)।
|
প্রয়াগের ড্র |
কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফের কাছে আটকে গেল প্রয়াগ ইউনাইটেড। ১-১ গোলে। প্রথমার্ধে সুমিত ওঁরাওয়ের গোলে এগিয়ে ছিল জর্জ। ম্যাচের শেষের দিকে পেনাল্টি থেকে সমতা ফিরিয়ে প্রয়াগের মানরক্ষা করেন জোসিমার। |
|